Google Chrome, গুগল ক্রোমের ২০০ কোটি ব্যবহারকারীর জন্য নতুন একটি আপডেট এনেছে। কিন্তু নিরাপত্তা নিয়ে, ডেটা সুরক্ষার উদ্বেগ নিয়ে ওঠা কোনো বিতর্কের সমাধান করতে পারেনি এই আপডেট।
ফটোশপ ছাড়াই আপনার কোম্পানীর (Logo) লোগো তৈরি করুন।
আর এখন গুগলের সমস্যাটি আরও জটিল হয়ে পড়েছে এবং সে বিষয়ে একটি সতর্কতাও দিয়েছে যেটি সবার জানা উচিত।
সিপিএ মার্কেটিং করে ইনকাম করুন
নিরাপত্তা বিশেষজ্ঞ শোপোস প্রথমে সমস্যাটির দেখা পান। এরপর গুগল খুব নিরবেই ক্রোমের এই ত্রুটি সম্পর্কে সতর্ক করে। এই ত্রুটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছে। তবে গুগল নতুন আপডেট এনেছে এই প্লাটফর্মগুলোর জন্য 81.0.4044.113 সংস্করণটি।
যে জিনিস গুলো গুগলে(google Search) সার্চ করার সময় সতর্ক থাকবেন
মজার বিষয় হলো, গুগল এই আপডেটের বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।এক ব্লগ পোস্টে গুগলের নতুন সংস্করণটির একটি কোডনেম প্রকাশ করেছে। তার নাম (CVE-2020-6457)।
একটি ভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ।(DuckDuckGo)
তবে কারা এই ত্রুটির কবলে পড়েছেন সেটি সহজেই দেখা যাবে। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীরা ক্রোমের 81.0.4044.113 আপডেটটি পাচ্ছেন।
Google এর Secret কিছু গেমস । চলুন জেনে নিই
ক্রোমের সংস্করণটি দেখতে ব্রাউজার ওপেন করে উপরে ডানদিকে তিনটি ডট চিহ্ন আছে সেখানে ক্লিক করতে হবে। সেখান থেকে Help > About এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন।
Tawhid
bah khub valo
Ahasun ahamed Suage
Thanks for the comment
Niramay Kanjilal
আমাদের সবাইকে এই নতুন নতুন বিষয় জানিয়ে দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।