অভিজ্ঞতা ছাড়াই ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা নেই? তাই বলে কী ফ্রিল্যান্সার হিসেবে নাম লেখানো হবে না! আসলে বাস্তবতা হচ্ছে, কাজ শুরু না করলে অভিজ্ঞতাই বা হবে কী করে। তাই অন্তত কাজটা চালিয়ে নেয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
ফ্রিল্যান্সিং কি?
Freelancing (ফ্রিল্যান্সিং) ইংরেজি শব্দ। বাংলায় যদি বলি তাহলে এটাকে আমি বলবো ”মুক্তপেশা”। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। যারা এধরণের কাজ করেন তাদেরকে Freelancer বা “মুক্তপেশাজীবী” বলা হয়ে থাকে।
আউটসোসিং কি?
খরচ কমানোর জন্য / সময় বাঁচানোর জন্য কিংবা নিজেদের সুবিধার জন্য যখন কোনো কোম্পানী/ব্যাক্তি কোন একটি কাজ নিজে না করে অন্য কে দিয়ে করায় তখন এই প্রক্রিয়াটি কে আউটসোসিং বলে।
outsourcing আউটসোর্সিংচাকরি নাকি freelancing ফ্রিল্যান্সিং কোনটি আপনার জন্য ভালো হবে।
Freelancing ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কাজ বাড়ছে, বাড়ছে Freelancingফ্রিল্যান্সারের সংখ্যাও।নিয়মিতদের পাশাপাশি অনিয়মিত কিংবা নতুনরাও লুফে নিচ্ছে কাজ। অনেক ক্ষেত্রে দক্ষ কিন্তু Freelancing ফ্রিল্যান্সিংয়ে নতুন বা অনভিজ্ঞ, এমন ফ্রিল্যান্সাররাও প্রথম কাজে মনজয় করে নিচ্ছে কাজ দাতাদের। এর প্রভাব ইতিবাচক প্রভাব পড়ছে ফ্রিল্যান্সিংয়ে নবাগতদের ওপর।
যুক্তরাজ্যের Freelancin ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রনপ্রিয় ফ্রিল্যান্স সাইট ‘ইল্যান্স’-এর দেয়া তথ্য অনুযায়ী ২০১৩ সালের প্রথম প্রান্তিকে সাইটটিতে কাজদাতারা ৩ লাখ পোস্ট দিয়েছে। ঠিক এক বছর আগে এই সংখ্যা ছিল ২ লাখ। প্রতিবেদনে আরো বলা হয়, যেভাবে কাজের সংখ্যা বাড়ছে, তাতে অভিজ্ঞদের পাশাপাশি দক্ষ কিন্তু অনভিজ্ঞদের চাহিদাও বাড়বে।
ট্রেইলিং স্টপ (Trailing Stop) কি?
তাই এখন নতুনদেরই সময় সুযোগ কাজে লাগাবার।তবে নতুনদের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হলো তার কাজের ধরণ নির্ধারণ। অর্থাৱ, ফ্রিল্যান্সার হিসেবে যে কাজটি তিনি ভালো পারেন, বা যা তিনি ভবিষ্যতেও চালিয়ে নিতে পারবেন, তা চূড়ান্ত করেই কাজ শুরু করতে হবে।
সাইটগুলোতে কাজ বাড়ছে, বাড়ছে ফ্রিল্যান্সারের সংখ্যাও।নিয়মিতদের পাশাপাশি অনিয়মিত কিংবা নতুনরাও লুফে নিচ্ছে কাজ। অনেক ক্ষেত্রে দক্ষ কিন্তু Freelancing ফ্রিল্যান্সিংয়ে নতুন বা অনভিজ্ঞ, এমন ফ্রিল্যান্সাররাও প্রথম কাজে মনজয় করে নিচ্ছে কাজ দাতাদের।
কিংবা নিজেদের সুবিধার জন্য যখন কোনো কোম্পানী/ব্যাক্তি কোন একটি কাজ নিজে না করে অন্য কে দিয়ে করায় তখন এই প্রক্রিয়াটি কে আউটসোসিং বলে।
Freelancing ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কাজ বাড়ছে, বাড়ছে ফ্রিল্যান্সারের সংখ্যাও।নিয়মিতদের পাশাপাশি অনিয়মিত কিংবা নতুনরাও লুফে নিচ্ছে কাজ। অনেক ক্ষেত্রে দক্ষ কিন্তু ফ্রিল্যান্সিংয়ে নতুন বা অনভিজ্ঞ, এমন ফ্রিল্যান্সাররাও প্রথম কাজে মনজয় করে নিচ্ছে কাজ দাতাদের। এর প্রভাব ইতিবাচক প্রভাব পড়ছে Freelancing ফ্রিল্যান্সিংয়ে নবাগতদের ওপর।
Jowel Das Provas
Congrats for achieving top ten position
Farhan aliqadria
Visitor Rating: 5 Stars