বাংলাদেশিদের ইতিমধ্যে 5 টি Real Trading Contest সম্পন্ন করেছে। কনটেস্টগুলো ট্রেডারদের কাছে দারুন সমাদৃত হয়েছে।
Contest এর রেজাল্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
এবারের কনটেস্ট হতে যাচ্ছে ForexMart ব্রোকারে। আগামী ৯ মার্চ ২০২০ হতে শুরু হতে যাচ্ছে এই কনটেস্টটি। অবশ্যই ৯ মার্চ ২০২০ মধ্যে কনটেস্ট একাউন্টে ডিপোজিট করতে হবে।
কনটেস্ট এর রেজাল্ট দেখুন এখানে
কনটেস্টের বিজয়ী নির্বাচন করা হবে পয়েন্টের ভিত্তিতে। পয়েন্ট নির্ধারন করা হবে নিম্ন লিখিত ভাবে।
২ ডলার প্রফিট= ১ পয়েন্ট
০.১০ লট ট্রেড = ১ পয়েন্ট
প্রত্যেক ট্রেডার দুই ভাবেই পয়েন্ট অর্জন করবে। সর্বাধিক অর্জিত পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।
কনটেস্ট টির প্রাইজ হবে নিম্নরুপ
- Samsung Galaxy A71 মোবাইল ফোন বা $500 cash
- Realme 6 মোবাইল ফোন বা $200 cash
- BLU G70 মোবাইল ফোন বা $100 cash
- BLU G70 মোবাইল ফোন বা $100 cash
- BLU G70 মোবাইল ফোন বা $100 cash
টার্মস এন্ড কন্ডিশনগুলো নিচে উল্লেখ করা হচ্ছে।
মোট প্রতিযোগী ৩০ জন।
মোট প্রাইজ ফান্ড 1000 ডলার। মোট পুরষ্কার পাবে 5 জন।
Terms and Conditions..
- BDCONTEST আইবি এর আন্ডারে খোলা প্রতিটি নতুন বা পুরাতন একাউন্ট এই কনটেস্টে অংশ নিতে পারবে।
- একাউন্ট কমপক্ষে ১ লেভেল ভেরিফাইড হতে হবে।
- একাউন্টে কমপক্ষে ৫০ ডলার ডিপোজিট করতে হবে। সর্বোচ্চ ১০০০ ডলার ডরার ডিপোজিট করা যাবে। তবে কেউ চাইলে ১০ ডলার ডিপোজিট করেও কনটেস্টে অংশগ্রহন করতে পারবে এবং কনটেস্ট চলাকালিন সময়ের মধ্যে মোট ডিপোজিট কমপক্ষে ৫০ হতে হবে।
- ফরেক্সমার্টে প্রচলিত ২০% বোনাস নেয়া। তবে ৩০% বোনাস বা ১০০% ইডুকেশন বোনাস নেয়া যাবেনা।
- সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারী ৫ জনকে বিজয়ী নির্বাচিত করা হবে।
- কনটেস্ট চলাকালিন সময় একাধিকবার ডিপোজিট করা যাবে।
- কনটেস্ট শুরু হবে ৯ মার্চ ২০২০ থেকে। ১ মাস চলবে। ৯ এপ্রিল ২০২০ কন্টেস্ট শেষ হবে।
- ৮ মার্চ ২০২০ রাত ১২ টার মধ্যে একাউন্ট করে ডিপোজিট সম্পন্ন করতে হবে।
- ৯ এপ্রিল ২০২০ রাত ২ টার মধ্যে সব ট্টেড ক্লোজ করতে হবে। কারো ট্রেড রানিং থাকা অবস্থায় যদি মার্কেট ক্লোজ হয়ে যায় তাহলে তার একাউন্ট ডিসকোয়ালিফাইড বলে বিবেচিত হবে।
একাউন্ট করতে হবে নিচের লিংক থেকে
Open a Contest Account
এই লিংক থেকে লগিন করুন
Forex Education
Forex Indicator
সতর্কতা
এই কনটেস্ট টি কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত বা উতসাহিত করেনা। যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং করছে এবং যারা নিজ থেকে ফরেক্স ট্রেডিং এ আগ্রহী হয়ে অনলাইনে ফরেক্স বিষয়ে স্টাডি করছেন এই কনটেস্ট শুধুমাত্র তাদের জন্যই । ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে।
যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন এবং বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, এই কনটেস্ট শুধুমাত্র তাদের জন্য। ফরেক্স সম্পর্কে কোন লোভনীয় বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। প্রতিটি ইনভেস্টমেন্ট ব্যাবসাই ঝুঁকিপূর্ণ। আপনার লস করার সামর্থ্য না থাকলে বিনিয়োগ করা উচিত নয়। কেননা আপনি ফরেক্স ট্রেডিং এ আপনার পুজি হারাতে পারেন।
যতদিন না আপনি ভালভাবে ফরেক্স শিখছেন এবং দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস করে নিয়মিত ভাল পারফরম্যান্স করতে না পারছেন.. ততদিন পর্যন্ত কোনভাবেই রিয়েল ট্রেডে যাওয়া উচিত নয় এবং এই কনটেস্টেও অংশগ্রহন করা উচিত নয়।
Kibria
helpful post…thanks for sharing with us 😀