ইন্ডিকেটর কি? ইনডিকেটরের শ্রেনীবিভাগ (forex indicator level)
অতি উত্তেজনা ও অধৈর্য (successful trader) সফল ট্রেডার হওয়ার অন্তরায়
indicator অর্থ হল সোজা বাংলায় নির্দেশক। forex ভাষায় যা মার্কেটের অবস্থা নির্দেশ করে। এটা আপনাকে নির্দেশ করে মার্কেটের বর্তমান অবস্থা। একটি ইন্ডিকেটর তার হিসাব অনুসারে আপনাকে কি কি তথ্য দিতে পারে তা নিচে দেয়া হলঃ
- মার্কেটের বর্তমান ট্রেন্ড
- ট্রেন্ডটি কতটুকু শক্তিশালী বা দুর্বল
- ট্রেন্ডটি শেষের দিকে কিনা
- মার্কেটের ভোলাটিলিটি
- মার্কেটের ট্রেডের ভলিউম (কেমন ট্রেডার মার্কেটে অংশগ্রহণ করছে)
- মার্কেটে বিভিন্ন ট্রেন্ড প্যাটার্নের পুনরাবৃত্তি
FBS দিচ্ছে $123 বোনাস। নিয়ে নিন এখনই
সুতরাং দেখুন, forex indicator কি কোথাও বলেছে যে সে সরাসরি বাই-সেল সিগন্যাল দেয়? এটা শুধু আপনাকে মার্কেটের অবস্থা জানায়। আর আমরা এটা দিয়ে বিভিন্ন স্ট্রাটেজি তৈরি করে ট্রেড করার সিদ্ধান্ত গ্রহন করি। সুতরাং, এটা সরাসরি কিন্তু সিগন্যাল দিচ্ছে না, আমরাই ধরে নিচ্ছি এটা বাই করতে বলছে, সেল করতে বলছে।
ব্রোকার সিলেক্ট এর আগে যেসব বিষয় দেখবেন
ইন্ডিকেটরের ধরনঃ
ইন্ডিকেটর আমাদের যেই তথ্যগুলো প্রদান করে, সেগুলো ব্যবহার করেও কিন্তু চমৎকারভাবে ট্রেড করা সম্ভব। আগে দেখে নেই ইন্ডিকেটর কয় ধরনের হয়ে থাকেঃ
- ট্রেন্ড ইন্ডিকেটর
- ভোলাটিলিটি ইন্ডিকেটর
- মোমেনটাম ইন্ডিকেটর
- ভলিউম ইন্ডিকেটর
- সাইকেল ইন্ডিকেটর
- বিল উইলিয়ামস ইন্ডিকেটর
ট্রেন্ড ইন্ডিকেটরঃ ট্রেন্ড ইন্ডিকেটরগুলো মার্কেটে বিভিন্ন ট্রেন্ডের উপস্থিতি নির্দেশ করে। মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে – আপট্রেন্ড, ডাউনট্রেন্ড না সাইডওয়ে ট্রেন্ডে সে সম্পর্কে আপনি ধারনা পাবেন ট্রেন্ড ইন্ডিকেটরগুলোর মাধ্যমে। এছাড়াও ট্রেন্ডটি কতটুকু শক্তিশালী বা দুর্বল অথবা ট্রেন্ডটি শেষের দিকে কিনা তা জানতে পারবেন এসব ইন্ডিকেটর থেকে। কিছু জনপ্রিয় ট্রেন্ড ইন্ডিকেটর হলঃ
- মুভিং এভারেজ
- MACD
- হেইকেন আশি
- প্যারাবোলিক সার
- ADL (Advance Decline Line)
- ADX (Average Directional Index) ইত্যাদি
ভোলাটিলিটি ইন্ডিকেটরঃ ভোলাটিলিটি ইন্ডিকেটরগুলো মার্কেটে প্রাইসের উঠা-নামার পরিমান নির্দেশ করে। মার্কেটে কি পরিমান ট্রেড হচ্ছে এবং ভোলাটিলিটি কম না বেশি সে সম্পর্কে ধারনা পাওয়া যায় এই সকল ইন্ডিকেটর থেকে। কিছু জনপ্রিয় ভোলাটিলিটি ইন্ডিকেটর হলঃ
- বলিঙ্গার ব্যান্ডস (Bollinger Bands)
- ATR (Average True Range) ইত্যাদি
মোমেনটাম ইন্ডিকেটরঃ মোমেনটাম ইন্ডিকেটরগুলো ট্রেন্ড কি শক্তিশালী না দুর্বল, over-bought না over-sold ইত্যাদি তথ্য নির্দেশ করে। কিছু জনপ্রিয় মোমেনটাম ইন্ডিকেটর হলঃ
- RSI (Relative Strength Index)
- Stochastic ইত্যাদি
ভলিউম ইন্ডিকেটরঃ ভলিউম ইন্ডিকেটরগুলো ট্রেডাররা মার্কেটে কি পরিমান অংশগ্রহন করছে তা নির্দেশ করে। কিছু জনপ্রিয় ভলিউম ইন্ডিকেটর হলঃ
- Acceleration Bands
- Chaikin Money Flow (CMF)
- Money Flow Index (MFI) ইত্যাদি
সাইকেল ইন্ডিকেটরঃ সাইকেল ইন্ডিকেটরগুলো মার্কেটে বিভিন্ন প্যাটার্নের পুনরাবৃত্তি নির্দেশ করে। কিছু জনপ্রিয় সাইকেল ইন্ডিকেটর হলঃ
- Elliott waves
- Fibonacci Time Zones
- Cycle Lines ইত্যাদি
বিল ইউলিয়ামস ইন্ডিকেটরঃ বিল ইউলিয়ামস নামের ১ ব্যক্তি বিশ্বাস করতেন যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের (টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল) ওপর দৃঢ় বিশ্বাসের কারনেই ট্রেডাররা লস করে। তাই তিনি মার্কেটের গঠনের ওপর ভিত্তি করে কিছু ইন্ডিকেটর প্রকাশ করেনঃ
- Fractal (space)
- The driving force (power)
- Acceleration / deceleration (power)
- Zones (strength and power)
- Balance Line (balance)
এছাড়াও আরও কিছু ইন্ডিকেটর আছে যেগুলো আপনাকে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য দিবে। যেমন- ব্যালেন্স, ইকুইটি, লট সাইজ, লিভারেজ, ক্যানডেল শেষ হবার সময়, স্প্রেড ইত্যাদি।
Ahasun ahamed Suage
Valo post
Jahid Al Azom
good writing
Mohammad
Onek kichu janlam
Tawhid
valo likhechen
Jowel Das Provas
Very usefull post. thanks a lot for this knowledgeable post