আজকে আমি অনলাইন থেকে আয় সম্পর্কে নতুন একটা পদ্ধতির সাথে পরিচয় করে দিব। যেটা কিনা ফেসবুক নিজেই পেমেন্ট দিয়ে থাকে। হ্যা, আমি সত্যি বলছি। ফেসবুক এ এমন একটা সিস্টেম আছে যে সিস্টেম এ কাজ করলে ফেসবুক নিজেই অর্থ প্রদান করে থাকে। এটাকে বলা হয় ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল।
এর মাধ্যমে আপনি একটি আর্টিকেল আপনার পেজে প্রকাশ করার মাধ্যমে আয় করতে পারবেন। বিস্তারিতভাবে বলতে চাইলে, ইন্সট্যান্ট আর্টিকেল হচ্ছে একটি মোবাইল পাবলিশিং ফরম্যাট যা আর্টিকেল প্রকাশকদেরকে ফেসবুকের অ্যাপ্লিকেশনে একাউন্ট খোলতে দেয় যা স্ট্যান্ডার্ড মোবাইল ওয়েবের তুলনায় 10 গুণ বেশি দ্রুত লোড এবং প্রদর্শন করে।
ভয় পাওয়ার কিছু নেই। আপনার যদি একটি ওয়েবসাইট থাকে এবং আর্টিকেল (বাংলা অথবা ইংরেজি যাই হোক না কেন) লেখার মত সাধারণ জ্ঞান থাকে তাহলেই আপনি কাজ শুরু করে আয়ের পথে অগ্রসর হতে পারবেন। এই বিষয়ে সঠিক গাইডলাইন পেতে টিউটরিয়ালটি মনোযোগ সহকারে দেখুন এবং যেকোন সমস্যা ও প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।
ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল মূলত এমন একটা বিষয় যার মাধ্যমে আপনি ফেসবুক থেকে আয় করতেপারবেন। এবং ইনস্ট্যান্ট আর্টিকেল সাধারণত কাজ করে মোবাইল এপ্স এর ক্ষেত্রে। যখন একটা আর্টিকেল ফেসবুক ইনস্ট্যান্ট প্রোগ্রাম এর সাথে অ্যাড থাকে তখন ঐ আর্টিকেলটা ১০ গুন বেশি দ্রুত ইউজারদের কাছে চলে যায়। আমরা এই বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়াল সিরিজ আকারে প্রকাশ করব।
আজকে আলোচনা করব পার্ট ১ নিয়েঃ Make preparation.
এই টিউটোরিয়ালে মোট ৪ টা পার্ট থাকবে।
Part 1: Overview – make preparation
Part 2: Facebook page, website (wordpress), article writing
Part 3: Sing up process, website connection, create a style code integration
Part 4: Audience network, submit for review and payment system
ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল প্রোগ্রাম থেকে আয় করতে চাইলে আপনার যে বিষয় গুলো থাকতে হবে সেগুলো হচ্ছেঃ
অবশ্যই একটা Facebook fan page থাকতে হবে।
যেহেতুওয়েবসাইট প্রয়োজন সেহেতু আপনার একটা “Domain and hosting” থাকতে হবে।
আপনার ওয়েবসাইট এ Minimum 10 articles এবংসেটা minimum 250 words এরহতেহবে।
এখানে Sing up link দেওয়া আছে www.facebook.com/instant articeles/singup কিভাবে sing up করতে হবে।
Connect with website
Create a style
Code integration
Audience network
Submit for review
Payment system (Bank account / PayPal)
পার্ট ২ থেকে আমাদের কাজ শুরু হবে, আমরা পার্ট ২, ৩, ৪ এ শেষ করব ইনশাআল্লাহ্।
সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।
Anonymous
Visitor Rating: 4 Stars
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Md.Lipon islam
Visitor Rating: 5 Stars