আপনি কি আপনার Facebook ফেসবুক আইডি কে ফেসবুক পেইজ এ রুপান্তর করার কথা কখনো ভেবেছেন? বা আদৌ করা যায় কিনা জানতে চান? জি হ্যাঁ; আপনার এই ধরনের অজানা তথ্যের ভাণ্ডার হল এই ইনকাম টিউনস।

একটি কথা শুধুমাত্র জানানোর জন্যই বলছি যে, ইনকাম টিউনস এ প্রকাশিত আমার সবগুলো পোস্ট ই আমার ফেসবুক Page এ শেয়ার করি। তো সেই ফেসবুক Page এর সম্মানিত ফলোয়ারদের অনুরোধের ভিত্তিতেই আমার এই পোস্ট, আশা করি সবারই উপকারে আসবে। আসলে Facebook আইডি কে ফেসবুক Page এ রুপান্তর করাটা একটি অনেক পুরাতন পদ্ধতি। তবে হতাশার ব্যাপারটি হলো অধিকাংশ ফেসবুক ব্যবহারকারিই জানেন না কিভাবে একটি ফেসবুক আইডিকে ফেসবুক পেজে কনভার্ট করবেন। তো চলুন আগে জেনে নেই ফেসবুক আইডিকে ফেসবুক পেজে কিভাবে রুপান্তর করবো।
আপনার মোবাইল বা কম্পিউটার এর ব্রাউজারের মাধ্যমে লিঙ্কটিতে প্রবেশ করুন https://facebook.com/pages/create/migrate
এবার “Get started ” এ ক্লিক করুন (ফেসবুক লগইন করা না থাকলে করে নিন)।
ব্যস আপনার কাজ শেষ। এবার কিছু সময় অপেক্ষা করুন, কারন লাইকগুলো যোগ হতে কিছু নিবে। একটু অপেক্ষা করার পর দেখুন তৈরি হয়ে গেলো আপনার স্বাধের পেজ। কি বন্ধুরা একদম সহজ না?
একটি প্রশ্ন আপনার মনে আশাটাই স্বাভাবিক যে, এতে করে আমার Facebook ID টি কি ডিলেট হয়ে যাবে? আইডিকে পেজে কনভার্ট করা মানে কি এই যে আমার আইডিটা ডিলেট হয়ে নতুন পেজ তৈরি হল? না! হবে না , কনভার্ট করার ফলে আপানার আইডিটি ঠিকই থাকবে। শুধুমাত্র আপনার প্রোফাইলে আপনার ফ্রেন্ডদের লাইক সহ অটো একটি পেজ তৈরি হয়ে যাবে।
আপনার যতগুলা ফ্রেন্ড আছে নতুন পেজে ততগুলো লাইক পড়বে (কিছুটা কম-বেশি হতে পারে) তবে আমার ক্ষেত্রে বেশিই হয়েছিল। নতুন পেজটি হবে আপনার আইডির নামে। আপনার আইডির profile & cover photo হবে আপনার পেজের profile & cover photo, তবে আপনি চাইলে আপনার আইডির সব ছবি আপনার পেজে ট্রান্সফার করতে পারবেন । এ সুযোগটি ১৪ দিন পর্যন্ত চালু থাকবে ।
আশাকরি পোস্ট টি পড়ে ব্যপারটি বুঝতে পেরেছেন, এধরনের আরও অনেক শিক্ষণীয় পোস্ট পড়তে ইনকাম টিউনস এ রেজিস্ট্রেশন করুন। ধন্যবাদ।
আরও জানুন > >
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Tumpa Das
Amazing
Tumpa Das
Visitor Rating: 5 Stars