![](https://i0.wp.com/techcrunch.com/wp-content/uploads/2018/06/3dphotos-640.gif?resize=640%2C373&ssl=1)
আপনি নিশ্চয়ই ফেসবুক স্ক্রল করতে করতে এমন কিছু ইমেজ লক্ষ্য করেছেন যেখানে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড একে অপরের থেকে স্বাধীন। এসব ছবি মূলত পোর্ট্রেট/লেন্স ব্লার মুডে তোলা। এগুলোর ব্যাকগ্রাউন্ড স্থির রেখে সাবজেক্টকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত মুভ করানো যায়।
যেসব মোবাইলে একাধিক ক্যামেরা লেন্স থাকে (মূলত ডেপথ সেন্সর) সেগুলো দিয়ে এ ধরনের থ্রিডি ছবি তোলা সম্ভব। এছাড়া সিঙ্গেল লেন্সের ক্যামেরায়ও সফটওয়্যার ট্রিকসের সাহায্যে থ্রিডি ছবি তোলা সম্ভব। ২০১৮ তে ফেসবুক থ্রিডি ছবি পোস্ট করার সুবিধা চালু করে।
কিন্তু এতদিন এই ফিচারটি শুধুমাত্র পোর্ট্রেট ঘরানার ছবি গুলোর জন্যই উপভোগ করা যেত। সম্প্রতি ফেসবুক যেকোন ছবির জন্য থ্রিডি ইফেক্ট চালু করার ঘোষণা দিয়েছে, অর্থাৎ এখন থেকে আপনি আপনার যেকোন ছবি ফেসবুকে আপলোড করে থ্রিডি ইফেক্ট উপভোগ করতে পারবেন।
ফেসবুকে কীভাবে আপলোড করবেন ৩ডি ফটো?
খুব সহজ। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে আপনার ফেসবুক অ্যাপ ওপেন করে স্ট্যাটাস আপডেট করার বক্সে ক্লিক করুন। সেখানে অনেকগুলো অপশন পাবেন যার মধ্যে থ্রিডি ফটো আপলোড করার একটি অপশন আছে। সেটি বাছাই করে ফটো আপলোড করুন। যদি পোর্ট্রেট/লেন্স ব্লার মোড থাকে তাহলে সেটা নিজ থেকেই পেয়ে যাবে। আর যদি পোর্ট্রেট মোডের ছবি না থাকে তাহলে ফেসবুক AI ব্যবহার করে ছবিটিকে থ্রিডি ইফেক্ট দিবে।
আর আইফোন থেকে থ্রিডি ফটো আপলোড করার নিয়ম সাধারণ ফটো আপলোড করার মতোই। যদি পোর্ট্রেট মোড থাকে তাহলে ফেসবুক অ্যাপ নিজ থেকেই সেটা ডিটেক্ট করে আপনাকে বলবে।
যদিও AI ব্যবহার করে 3D ফিচারটি সবার একাউন্টে বা সব ফোনের জন্য এখনই আসেনি, সেক্ষেত্রে আপনার কিছুদিন অপেক্ষা করতে হবে।
Rifat
Onik vlo akta post
Rifat
Khuboi valo post, ekhon thake r noy online dhoka, apnar ei post ti pore onekei upokrito hoben. thanks a lot for your post
Rifat
You are greet post
Rifat
Asola akta halpful post
Mohammad bashir uddin
Thanks to inform
Mohammad bashir uddin
Thanks to kibria vai and also thanks to income tunes.
Jowel Das Provas
Post ti pore khuboi valo laglo, tahole ekhon theke 3 d photo upload korbo. erom aro natun natun post er opekkhai roilam