ইংরেজি ডিকশনারির ১০টি দীর্ঘতম শব্দ।(English Long Word) ইংরেজি ডিকশনারির দীর্ঘতম শব্দ কি আপনার জানা আছে? সবচেয়ে বড় শব্দ হিসেবে স্বীকৃত ১৮ লাখ ৯ হাজার ৮১৯ বর্ণের একটি শব্দ। এটি মূলত শরীরে পাওয়া একটি রাসায়নিকের (টাইটিন প্রোটিন) নাম।
এটি লিখতে লাগে আদর্শ সাইজের কাগজের ৫৭ পৃষ্ঠা। আর উচ্চারণ করতে চাইলে লাগবে টানা তিন ঘণ্টা! একজন এটি উচ্চারণ করে ইউটিউবে হইচই ফেলে দিয়েছিলেন। তবে পরবর্তীতে শব্দটি অভিধানের ডিরেক্টরি থেকে বাদ দেয়া হয়েছে। কারণ ডিকশনারিতে সাধারণ ব্যবহারযোগ্য শব্দই রাখা হয়।
আউটসোর্সিং (Outsourcing) আর্টিকেল রাইটিং-এ দক্ষতা অর্জন ও অর্থ উপার্জনের অসাধারণ উপায়
তাহলে সেই শব্দের কথা বাদ দিলে উচ্চারণযোগ্য সবচেয়ে বড় শব্দ কোনটি? তারচেয়ে বড় শব্দের একটি তালিকা করে ফেলি :
Smartphone কেন গরম হয়? গরম হলে করণীয় কি?
১. Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis- ৪৫ বর্ণের শব্দটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় English শব্দ। এটি আসলে একটি ফুসফুসের রোগ। সিলিকা বা কোয়ার্টজের গুঁড়ো নিঃশ্বাসে সাথে গেলে এই সমস্যা দেখা দেয়।
২. Pseudopseudohypoparathyroidism- ৩০টি বর্ণের শব্দটি মূলত চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয়।
গ্রাফিক্স ডিজাইনের(Graphic Designers) জন্য কোন ধরনের কম্পিউটার কিনবেন
৩. Floccinaucinihilipilification- ২৯ বর্ণের শব্দটি কোনো কিছুর নিরর্থকতার পরিমাপকে বুঝানো হয়। মজার ব্যাপার হচ্ছে শব্দটিই এখন নিরর্থক হয়ে পড়েছে। বড় শব্দের উদাহরণ ছাড়া আর এটির কোনো মূল্য নেই।
৪. Antidisestablishmentarianism- ২৮ বর্ণের শব্দটি প্রথমের দিকে ইংল্যান্ডে গির্জার প্রতি বিরূপভাব পোষণের প্রতিবাদকে বোঝানো হতো। এখন অবশ্য গির্জা বা ধর্মের উপর থেকে সরকারের সমর্থন তুলে নেয়ার বিরোধিতাকে বুঝানো হয়।
৫. supercalifragilisticexpialidocious- ৩৪টি বর্ণের এ শব্দের মানে এমন একটা পরিস্থিতি যখন আপনার কিছুই বলার থাকে না। সব অভিধানে অবশ্য এর দেখা মেলে না।
একাউন্ট করে ৮০ টাকা বোনাস নিন, বিকাশে উইথড্র
৬. Incomprehensibilities- নব্বইয়ের দশকের রেকর্ড গড়া শব্দ। সেই সময় ব্যবহৃত সবচেয়ে বড় শব্দ এটি। এতে আছে ২১টি বর্ণ।
৭. Strengths- মাত্র ৯টি বর্ণ। তবে একটি বাদে সবই ব্যঞ্জনবর্ণ! এটি গিনেস বুকে স্থান পেয়েছে। ইংরেজি এটি সবচেয়ে বড় মনোসিলেবলিক শব্দ।
মাস্টারকার্ড ডেবিট কার্ট এটিএম কার্ড কোন কার্ডের কাজ কি?
৮. Euouae- ৬টি মাত্র বর্ণ তবে বিশেষত্ব হচ্ছে এর সবক’টি স্বরবর্ণ। গিনেস বুকের দুটি রেকর্ডে জায়গা করে নিয়েছে শব্দটি। একটি হলো এটি ইংরেজির সবচেয়ে বড় শব্দ যা শুধু স্বরবর্ণ দিয়ে গঠিত। দ্বিতীয়টি হলো এতে অন্য যেকোনো শব্দের চেয়ে স্বরবর্ণের ক্রমটি কাছাকাছি আছে। মধ্যযুগে সঙ্গীতে এই শব্দটির ব্যবহার ছিল।
উবার (Uber) কি এবং কিভাবে উবারে যাতায়াত করবেন?
৯ . Unimaginatively- শব্দটিতে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সমান সমান (৭টি)। এমন বৈশিষ্ট্যের সবচেয়ে বড় শব্দটি হলো honorificabilitudinitatibus- এতে আছে ২৭টি অক্ষর।
১০. tsktsk- কোনো বিষয়ে অমত জানানোর একটি শব্দ। এটিই বিশ্বের সবচেয়ে বড় শব্দ English যেখানে কোনো স্বরবর্ণ নেই।
Md Nazmul Islam
Good post
Ahasun ahamed Suage
Valo post
Mohammad
ভাল কিছু জানলাম
Farhan Shuaib
Nice post
Md Nazmul Islam
Learing Post