ইবুক হচ্ছে “ইলেক্ট্রনিক বই” এর সংক্ষিপ্ত রুপ। E-book কতকগুলো ডিজিটাল পৃষ্ঠা নিয়ে তৈরি যেটি বিভিন্ন কম্পিউটার, মোবাইল ফোন এবং ই-বুক রিডার এর সাহায্যে পড়া যায়। ই-বুক যেকোনো বিষয় এর উপর লেখা যায় তবে ছোটখাটো আর্টিকেল বা ভিডিওর ন্যায় ই-বুক অসমাপ্ত তথ্য প্রদান করেনা। একটি ই-বুক একটি বিষয় এর উপরে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য তথ্য প্রকাশ করে। বর্তমানে, সবথেকে প্রচলিত ই-বুক এর ধরন হচ্ছে পি-ডি-এফ।
কিভাবে 1 টি Best Article বা blog post লিখবেন?
তো, বিভিন্ন ক্ষেত্রে আমরা E-book লিখি এবং তার মধ্যে অন্যতম কিছু কারণ হচ্ছে লিড-জেনারেশন, মার্কেটিং অথবা ই-বুক সেলিং এর মাদ্ধমে টাকা উপার্জন। সেটি যে কারণেই হোক না কেন, বর্তমান যুগে ই-বুক তথ্য-প্রদান বা টাকা উপার্জন বা মার্কেটিং, প্রতি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।
ইন্টারনেট আবিষ্কারের (Discovering Internet) কথা জানলে অবাক হবেন।
০১। ই-বুক এর বিষয় নির্বাচন করা।
ই-বুক লেখার সর্বপ্রথম ধাপ হচ্ছে E-book এর বিষয় নির্বাচন করা যে আমি কোন বিষয় এর উপরে আমার ই-বুক টি লিখব। এখন, আমার বিজনেস যদি আর্টিকেল-রাইটিং বেসড হয়, তাহলে আমি আমার কাস্টমার কে সেই বিষয় এর উপরে কন্টেন্ট বা তথ্য দিবো, যেই তথ্য দিয়ে তাদের কোনো একটি সমস্যার সমাধান হবে অথবা সেই তথ্য দিয়ে তাদের লেখার মানের উন্নতি ঘটবে এবং তাছাড়া আমার বিজনেস এর প্রচার হবে।
অ্যান্ড্রয়েড(Android Root) মোবাইল রুট করুন খুব সহজে
02। ই-বুক এর প্রতিটি চ্যাপটার আউটলাইন করা।
প্রতিটি বই বা ই-বুক কেনার আগে বা ডাউনলোড করার আগে আপনার পাঠক যেটি দেখবে সেটি হলো আপনার বই এর চ্যাপটার এর আউটলাইন। পাঠকরা আপনার ই-বুক টি পরে কি কি তথ্য পাবেন এবং কোন কোন দিক থেকে উপকৃত হবেন সেটি আপনাকে ই-বুক এর শুরুতেই দিতে হবে যাতে করে পাঠকেরা একটি পরিপূর্ণ ধারণা পান এবং যাতে করে আপনাকেও পরবর্তীতে কোন ধরনের সমালোচনার সম্মুখীন না হতে হয়।
সরকারী অর্থায়নে দক্ষ ফ্রিলান্সার (freelancer) হওয়ার সুযোগ ।
০৩। ই-বুক এর প্রতিটি চ্যাপটার বর্ণনা করা।
আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি আপনার ই-বুক এর প্রতিটি অধ্যায় ঠিকমত বর্ণনা করছেন কিনা! আপনি যদি শুধু পাঠকের দৃষ্টি আকর্ষণের জন্য শুধু চ্যাপটার আউটলাইন করেন কিন্তু পরিপূর্ণভাবে বর্ণনা না করেন, তাহলে আপনাকে যে শুধু সমালোচনা শুনতে হবে তা নয়, তার সাথে আপনার বিজনেস এর কাস্টমার ও কমতে পারে। আর আপনি যদি কোন ওয়েবসাইট এ উপার্জনের জন্য ই-বুক লিখে থাকেন, তাহলে প্রথম ই-বুক এর রিভিউ দেখে পরবর্তিতে আপনার ই-বুক কেউ পড়তে বা কিনতে চাবে না। তাই, সঠিক এবং বিশ্বস্ত তথ্য দেয়া খুবী জরুরি একটি ধাপ।
স্মার্টফোনকে টিভির রিমোট (Smartphone TV Remote) বানিয়ে ফেলুন খুব সহজে।
এই আর্টিকেল টাতে আমি কন্টেন্ট লেখার ধাপ-গুলি সংক্ষিপ্ত ভাবে বললাম। পরবর্তী আর্টিকেল এ ডিসাইনিং, প্রমোটিং এবং সেলিং নিয়ে বলব ইনশাআল্লাহ।
Ahasun ahamed Suage
Valo post
Md Nazmul Islam
vlo laglo
Tawhid
Visitor Rating: 4 Stars
Tawhid
Ebook Likhar jonno Valo tips eta sobar kaje asbe ..
Farhan Shuaib
Nice post