টেকনলোজি রিলেটেড আজকের টপিক টি হয়তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আশ্চর্যকর একটি জিনিস নিয়ে সাজানো হয়েছে আজকের এই আর্টিকেল।আজকের টপিক হচ্ছে DNA computer, হয়তো অনেকেরেই এটির সম্পর্কে পূর্বের অর্জিত জ্ঞান আছে আবার অনেকেই এই নামটা মাত্র শুনলেন।আসলেই খুব ইন্টারেস্টিং একটা টেকনোলজি।
পুরো আর্টিকেলটি পড়লে অনেক তথ্যই জানতে পারবেন আশা করি ।তো চলুন আজকের আর্টিকেল শুরু করা যাক।কম্পিউটার তো আমরা সবাই ব্যবহার করি কিন্তু DNA Computer বলেও যে একটা জিনিস আছে এটা কয়জনই বা জানতাম? নাম হয়তো শুনোছি তবে কী এটার কাজ এগুলো সম্পর্কে হয়তো ভালো করে জানি না বা জানার খুব বেশী একটা প্রয়োজন ও মনে করি নি হয়তো আমরা
সোশ্যাল Social মিডিয়ায় নিরাপদ থাকবেন যেভাবে
যাহোক,আমরা তো আমাদের মেমেরি দিয়ে মোটামুটি ভালো সময় নিয়েই অনেকক্ষণ ভিডিও ধারণ করতে পারি। বর্তমানে স্মার্টফোনগুলোতে তে 250GB + মেমোরি ব্যবহার করা হয়। এগুলো দিয়ে অনেক ক্ষণ ভিডি করা সম্ভব । কিন্তু এগুলো দিয়ে হাজার হাজর বছরের ভিডিও ধারণ করা কী সম্ভব?প্রশ্নটা মাথায় বাজ পড়ার মতো তবে উত্তরটা আরও সহজ যে, না!অর্থাৎ সম্ভব নয়, ১ বছরের ভিডিও ধারণ করা সম্ভব নয় আর এখানে তো কথা হচ্ছে হাজার হাজার বছর নিয়ে।
LSI কীওয়ার্ডস কি এবং কেন? (পর্ব- ০১)
কোথায় এক বছর আর কোথায় হাজার বছর।তবে এই হাজার হাজার বছরেরও ভিডি ধারণ করা সম্ভব । আর যেটি দিয়ে সম্ভব সেটিই হচ্ছে আমাদের আজকের টপিকের DNA Computer. হ্যাঁ DNA Computer দ্বারা হাজার হাজার বছরের ভিডিও ধারণ করা সম্ভব।
DNA হয়তো আমরা চিনি। DNA টেস্ট সম্পর্কে হয়তো আমরা হয়তো জানি।আর এ থেকেই আমরা DNA শব্দটির সাথে সবাই কমবেশী পরিচিত। DNA এমন একটি পদার্থ যার মধ্যে প্রাণীজগৎের প্রাণীদের Genetic বা বংশগতি বিষয়ক তথ্য সংরক্ষিত থাকে।অর্থাৎ আপনার DNA তে আপনার বংশগত পরিচয় সংরক্ষিত থাকে।এগুলো মোটামুটি জানা কথাই।আমরা সবাই এই DNA এর তথ্য ধারণ করা বিষয়টি সম্পর্কে কমবেশী জানি।
কিন্তু এটা কী জানি যে DNA কতটুকু তথ্য ধারণ করতে সক্ষম?জানলে অবাক হবেন যে মাত্র এক মিলিগ্রাম আবারো বলছি মাত্র ১মিলিগ্রাম বা mg DNA পুরো পৃথিবীর সব ছাপানো বস্তুকে ধারণ করতে সক্ষম! আশা করি পরিমাণ টা বুঝতে পারছেন।তাই এই DNA কে কাজে লাগিয়ে বিজ্ঞানীরাও প্রচেষ্টা করে চলেছেন DNA Computer আবিষ্কারের।
সেখানে হয়তো 1 mg DNA এর চেয়েও বেশী DNA ব্যবহার করা হতে পারে।আর এই DNA এর মাধ্যমেই যে কম্পিউটার তৈরি হবে তা অবশ্যই হাজার হাজার বছরের ভিডিও ধারণ করতে সক্ষম হবে এবং এর ফলে ভবিষ্যৎ প্রজন্মরাও দেখতে পারবে হাজার হাজার বছরের আগের প্রজন্মদের।ব্যাপারটি সত্যি অদ্ভুত না?
তবে এই DNA computer এখনো অপেক্ষামান অবস্থায় আছে হয়তো বেশী দিন নেই খুব শীঘ্রই আবিষ্কৃত হবে এই DNA Computer.আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লেগেছে।কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন
কনটেন্ট রাইটার (Content Writer) হিসেবে কীভাবে কাজ শুরু করবেন?
Jowel Das Provas
very well post, keep it up, thanks