ফটোগ্রাফি একদিকে সহজ অন্যদিকে কঠিন। কিছু না জেনেও যথেষ্ট ভাল ছবি উঠানো যায়, আবার জানতে চাইলে জানার শেষ নেই।
ফটোগ্রাফি বিষয়ে তথ্য বা নির্দেশও অনেকটা তেমনি। যারা নতুন তাদের যেমন সবসময় কাজে আসে তেমনি যারা অভিজ্ঞ তারা অনেক সময় যে বিষয়গুলি এড়িয়ে যান সেগুলি সম্পর্কে সচেতন হতে পারেন।
এধরনের কিছু বিষয় তুলে ধরা হচ্ছে এখানে।
. ছবির মান ভাল পাওয়ার জন্য ক্যামেরাকে স্থির রাখার ব্যবস্থা করুন। এজন্য ট্রাইপড সবচেয়ে উপযোগি।
. সুর্য ডুবে যাওয়ার পর মিনিট দশেক আলো থাকে। এই সময়ে কিছু ছবি উঠাতে চেষ্টা করুন।
. যথেস্ট পরিমান আলো থাকলেও ফ্লাশ ব্যবহার করুন। অধিকাংশ সময় ফ্লাশ ছবির মানকে উন্নত করে।
. যদি জেপেগ মোডে ছবি উঠান তাহলে হোয়াইট ব্যালান্স ঠিক করে নিন। র-মোডে ছবি উঠানোর পর হোয়াইট ব্যালান্স ঠিক করতে পারেন, জেপেগ মোডে সেই সুযোগ নেই। আগেই হোয়াইট ব্যালান্স সেটিং ঠিক করে নিন।
. ছবি দেখার সময় কোন অংশ প্রথমে দেখা হবে সেদিকে দৃষ্টি রাখুন। সাধারনভাবে সবচেয়ে উজ্জল অংশ আগে নজরে আসে। মুল বিষয়কে সেখানে রাখুন।
. খুব বেশি রোদ থাকলে পুরো ছায়ার মধ্যে ছবি উঠান। আলোছায়ার চেয়ে পুরোপুরি ছায়ায় ভাল ছবি পাওয়া যাবে। অথবা পুরোপুরি আলোতে ছবি উঠান। কিছু অংশ আলোতে কিছু ছায়ায় রেখে ছবি উঠাবেন না।
. পরিবেশের দিকে দৃষ্টি রাখুন। যেমন বাতাসের মধ্যে ফুলের ছবি উঠানে ছবি ঝাপসা হওয়ার সম্ভাবনা থাকে।
. বৃষ্টির ঠিক পর ভাল ছবি পাওয়া যায়।
. ভাল ছবির তিন শর্ত, কোন বিষয়ের ছবি উঠাচ্ছেন সেটা ভাবুন, কিভাবে সেদিকে দৃষ্টি আকর্ষন করা যায় সেই চেষ্টা করুন, এবং সেকাজে বাধা হতে পারে এমন বিষয়গুলি বাদ দিন।