কাস্টম ডোমেইন অ্যাড করুন ওয়েব সার্ভার এ XAMPP দিয়ে (ONLY FOR PC USERS)
আস্সালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এমনিতেও আমার সাথে থাকলে সবাই ভালো থাকে। আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার সার্ভার এ কাস্টম ডোমেইন অ্যাড করবেন।
ওয়েবসাইট Website তৈরি করে কিভাবে ইনকাম করা যায়।
আমরা যখন সার্ভার রান করি তখন সার্ভার এ অ্যাক্সেস করতে ব্রাউজার এ গিয়ে localhost টাইপ করতে হয়। কিন্তু সেটা মোটেও ভালো লাগে না। তো এবার আমরা localhost এর পাশাপাশি কাস্টম ডোমেইন অ্যাড করব। মানে আপনার সার্ভার localhost লিখে অ্যাক্সেস করা যাবে আর আপনার কাস্টম ডোমেইন দিয়েও অ্যাক্সেস করা যাবে।
ওয়েব ডিজাইন এবং HTML || ১ম পর্ব
Example: facebook.com
আর এই ডোমেইন অ্যাড করতে কোনো টাকা পয়সা লাগবে না। কারণ এটা আপনার সার্ভার আপনি ইচ্ছামত ডোমেইন অ্যাড করতে পারেন। তো অনেক কথা বললাম চলুন পোস্ট শুরু করি।
প্রথমে আপনার xampp control panel থেকে apache সার্ভার টি স্টপ করে নিন।
তারপর C:\Windows\System32\drivers\etc
এই লোকেশন এ গেলে hosts নামে একটা iCalender File দেখতে পাবেন।
বিনা খরচে তৈরী করুন ওয়েব সাইট | ফ্রি ওয়েব সাইট তৈরি করুন
সেই ফাইলটা এডিটর এ ওপেন করুন। আমি notepad++ ইউজ করছি।
তারপর ফাইলটির একেবারে নিচে কোডটি পেস্ট করুন।
127.0.0.1 localhost
127.0.0.1 http://www.mysite.com
উল্লেখ্য এখানে mysite.com এর যায়গায় আপনি আপনার সার্ভার এ যে ডোমেইন ব্যাবহার করতে চান সেটা লিখুন।
তারপর ফাইলটি সেভ করুন। অবশ্যই administrator মোড এ সেভ করবেন।
তারপর যারা xampp ইউজ করে তারা install location\xampp\apache\conf এ গিয়ে httpd.conf ফাইলটি এডিট করুন।
আর xampp lite ইউজাররা install location\xampplite\apache\conf এ গিয়ে httpd.conf ফাইলটি এডিট করুন।
ফাইলটির একেবারে নিচে এই কোডটি পেস্ট করুন।
NameVirtualHost 127.0.0.1
DocumentRoot “C:/xampp/htdocs”
ServerName localhost
ServerName http://www.mysite.com
ServerAlias mysite.com
DocumentRoot “C:/xampp/htdocs/mysite”
এখানে আপনার সার্ভার এর htdocs ফাইল এর লোকেশান দিন। আর mysite.com কেটে আপনার ডোমেইন এর নাম লিখুন। তারপর ফাইলটি সেভ করুন।
তারপর xampp এর control panel এ গিয়ে apache রান করুন।
তারপর ব্রাউজার এ গিয়ে আপনার ডোমেইন লিখে সার্চ দিন। (অবশ্যই নেট কানেকশন অফ করে নিবেন।)
দেখুন আমার ওয়েবসাইট রান হচ্ছে আমার অ্যাড করা ডোমেইন এ।
তো কোনো script install করার সময় যদি database host অপশন আশে তাহলে সেখানে আপনার ডোমেইন এর নাম ইউজ করবেন। ডিফল্টভাবে সেখানে localhost লেখা থাকবে।
এখন দেখুন cfmhackers.com লেখার পর আমার ওয়েবসাইট রান হচ্ছে।
আবার localhost লেখার পরও আমার ওয়েবসাইট রান হচ্ছে। এভাবে আপনি আনলিমিটেড ডোমেইন এবং হোস্টিং নিতে পারবেন।
একটি ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ লাগে?
SSL Certificate কি ? বিস্তারিত
ওয়েব সাইট হঠাত কর 503 server busy দেখাচ্ছে
Jowel Das Provas
very good post