ডিজিটাল এই যুগে কম্পিউটার ব্যবহার ছাড়া জীবন প্রায় অচল। দৈনন্দিন কাজে আমরা সবাই কমবেশি কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে থাকি। আমাদের জীবনে কম্পিউটারের ভূমিকা বলে শেষ করা যাবে না। কম্পিউটারের বেশ কিছু খুঁটিনাটি কৌশল জানা থাকলে ব্যবহার হয়ে ওঠে সহজ। Computer ব্যবহারে সতর্কতা মূলক Basic কিছু কাজ ।
১। ব্যাকআপ রাখা:
কম্পিউটারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, ডকুমেন্ট অথবা ফাইল থাকে। এগুলো যাতে সুরক্ষিত থাকে সেজন্য ব্যাকআপ রাখা অত্যন্ত জরুরী। আজকাল ক্লাউডে ব্যাকআপ রাখা যায়। গুগল ড্রাইভ বা ড্রপবক্স এক্ষেত্রে অনেক জনপ্রিয়।Computer ব্যবহারে সতর্কতা মূলক Basic কিছু কাজ ।
২। সুরক্ষিত থাকুক কম্পিউটার:
অনেক সময় সিস্টেমে অসুবিধার কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হতে পারে। এটা কম্পিউটারকে নষ্টও করে দিতে সক্ষম। কম্পিউটারের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমস্যা সমাধানে ইউ.পি.এস ব্যবহার করা ভালো। Computer ব্যবহারে সতর্কতা মূলক Basic কিছু কাজ ।
৩। সফটওয়্যার আপডেট করা:
দ্রুত এবং নিরবিচ্ছিন্ন কাজের জন্য কম্পিউটার এর প্রোগাম এবং হার্ডওয়্যার নিয়মিত আপডেট করা প্রয়োজন। এতে কাজ করা অনেক সহজ হয়ে যায়।Computer ব্যবহারে সতর্কতা মূলক Basic কিছু কাজ ।
৪। দেখুন, পড়ুন, বুঝুন!
কম্পিউটারে কাজ করার সময় কিছু ডায়লগ বক্স আসে, যেগুলো আমরা অনেকেই না পড়ে ‘OK’ বাটনে ক্লিক করে দেই। কিন্তু এগুলো অনেক সময় কম্পিউটারের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ‘OK’ বাটনে ক্লিক করার আগে কী লেখা আছে তা ভালভাবে পড়ে দেখতে হবে।
কম্পিউটার সায়েন্স শিখতে গেলে প্রতিটি পদক্ষেপে গণিত একটি অবশ্য বিষয়। কিন্তু সঠিকভাবে না শেখার কারণে গণিত অনেকের কাছে হয়ে ওঠে একটি বিভীষিকার মত।
৫। কম্পিউটার হোক ভাইরাসমুক্ত:
ভাইরাস হলো এমন এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যে নিজে থেকে নিজের কপি তৈরি করতে পারে কিংবা অন্য একটি ফাইলের সাথে নিজেকে যুক্ত করে নিতে পারে। মূলত ভাইরাসের আক্রমনের শিকার হয় .exe (Executable File) এবং .com এক্সটেনশন যুক্ত ফাইলগুলো। কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখতে হলে অ্যান্টি ভাইরাস অথবা Malware detection ইন্সটল করতে হয়।
৬। কম্পিউটার মেমরি পরিষ্কার করা:
কম্পিউটার দ্রুত কাজ করার জন্য কম্পিউটার মেমরি পরিষ্কার রাখা প্রয়োজন।
৭। ‘Help’ অপশন:
কম্পিউটার প্রতিটি প্রোগ্রাম এর জন্যই রয়েছে কিছু প্রোগ্রাম সহায়তা মেন্যু। কিবোর্ড-এ F1 প্রেস করে সরাসরি তা জেনে নিতে পারো অথবা ইন্টারনেট এর মাধ্যমেও জানা যায়।
এখন স্মার্টবুকের সাথে পড়াশোনা হবে আর স্মার্টভাবে! এই লিঙ্কে চলে যাও আর দেখে নাও আমাদের স্মার্টবুকগুলো। আমাদের স্মার্টবুকগুলো!
৮। কিবোর্ড শর্টকাট:
কিছু কিছু কাজ কম্পিউটার মেন্যু থেকে সিলেক্ট না করে কিবোর্ড-এর সাহায্যে শর্টকাট-এ করা যায়।
যেমন:
- কোন ফাইল কপি করার জন্য Ctrl+C
- পেস্ট করার জন্য Ctrl+V
- সেভ করার জন্য Ctrl+S (windows)
- Cmd+C (Mac) ব্যবহার করা যায়।
সাধারণত দীর্ঘক্ষণ এক টানা কম্পিউটারের পর্দার দিকে তালিয়ে থাকলে এমন সমস্যা হতে পারে। এ ছাড়া দীর্ঘ দিন এক টানা বেশি মাত্রায় কম্পিউটার ব্যবহারে চোখে সমস্যা দেখা দিতে পারে। তাই চোখের যত্নে কিছুটা সচেতন হওয়া উচিত।
তাহলে কি কম্পিউটার ব্যবহার বন্ধ করে দিতে হবে? বিশেষজ্ঞরা বলেছেন, তা নয়। তাদের মতে কিছু সর্তকতা অবলম্বন করলে চোখ ভালো রাখা যাবে।
কম্পিউটার ব্যবহারকারীদের চোখের যত্নে করণীয় বিষয়গুলো নিয়ে এ টিউটোরিয়াল।
আই লেভেলে সামঞ্জস্যতা
কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সব সময় পর্দার সঙ্গে আই-লেভেল উচ্চতার সামঞ্জস্যতা রাখতে হবে। বিষয়টি চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। শুধু কম্পিউটার নয় টেলিভিশন দেখার ক্ষেত্রেও এ সামঞ্জস্যতা রজায় রাখা উচিত।
বিরতি নেয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক গবেষণায় বলেছে, অধিক কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে নিদিষ্ট সময় পর পর বিরতি নিতে হবে। এতে চোখ ভালো থাকবে।
একটানা কাজ করার সময় ২০ মিনিট পর পর এক মিনিট চোখ বন্ধ করে রাখা কিংবা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এতে চোখের ওপর তেমন চাপ পড়বে না, যা দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারের ক্ষতি থেকে রক্ষা করবে।
এ ছাড়া কাজ করার সময় মাঝে মাঝে চোখের পলক ফেলা একটা ভালো উপায়। এতে করে চোখে আদ্রতার পরিমান স্বাভাবিক থাকে।
তীব্র আলো পরিহার করা
যথাযথ আলোর মধ্যে কাজ করাটা গুরুত্বপূর্ণ। তীব্র আলোতে যেন কম্পিউটার ব্যবহারের সমস্যা সৃষ্টি না হয় তাই সেটি এমন স্থানে রাখতে হবে যাতে এর পর্দায় ঘরের লাইট বা জানালার আলোর তীব্র প্রতিফলন না ঘটে।
ওয়েব ব্রাউজার এ কখনোই পাসওয়ার্ড সংরক্ষণ করা ঠিক নয় কারণ যদি ব্যবহারকারীর কম্পিউটার কখনো ভাইরাস, ম্যালওয়্যার বা অন্যান্য ক্ষতিকর প্রোগ্রাম দ্বারা আক্রান্ত হয় তাহলে সাইবার অপরাধী যে কোন সময় সেই পাসওয়ার্ড পেতে পারে। এক্ষেত্রে পাসওয়ার্ড সংরক্ষণ করার জন্য ব্যবহারকারী নিরাপদ কোন সফটওয়্যার ব্যবহার করতে পারেন যেমন, কীপাস পাসওয়ার্ড সেফ (KeePass Password Safe)
এরকম আরও কিছু শর্টকাট আছে যা কম্পিউটার-এর ব্যবহারকে অনেক সহজ করে দেয়।
Tawhid
Visitor Rating: 5 Stars
Mohammad bashir uddin
Very good post and it will be helpful post for all computer user
Tawhid
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাই।
Jowel Das Provas
Visitor Rating: 4 Stars
Jowel Das Provas
Computer e jara kaj koren tader jonno onek upokare asbe. Khuv valo likhechen. Thanks a lot bro
Tawhid
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাই।
Kibria
Helpful post
Tawhid
Thanks for Your Comment.