আসসালামু আলাইকুম।যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে।ঠিক তেমনি একটি কম্পিউটারের সমস্যা হচ্ছে Software Uninstall হয়না,তখন আমরাও পড়ে যায় মহা ঝামেলায় কিন্তু এই ঝামেলা থেকে পরিত্রাণের উপায়ও আছে তো চলুন জেনে নিই কি সেই উপায়-
Revo Uninstaller-রিভু আনইন্সটলার:
কম্পিউটারে দরকারের সময় অনেক সফটওয়্যার ইন্সটল করা হয়। তবে পরে সেগুলো আর দরকার হয় না। তখন অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা হয়ে থাকে। তবে আনইনস্টল করার সময় কম্পিউটারের ডিফল্ট আনইন্সটলার দিয়ে তা করতে গেলে অনেক ফাইল ঠিক মতো ডিলেট হয় না। কিন্তু রিভু আনইন্সটলার দিয়ে খুব সহজে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করা যাবে।
কম্পিউটারে রিভু আনইন্সটলার ইন্সটল করার পর এটি রান করতে হবে। তখন কম্পিউটারে যেসব সফটওয়্যার ইনস্টল করা আছে তা দেখাবে এটি। এখন যে সফটওয়্যার আনইন্সটল করতে হবে তার ওপর ডাবল ক্লিক করতে হবে। এরপর আনইন্সটল প্রক্রিয়া শুরু হবে।
এভাবে যেকোন সফটওয়্যার ,যেগুলো কোন প্রব্লেমের কারণে আনইন্সটল হতে চায় না বা করা যায়না সেগুলোকে নিমিষেই ঘাড় ধাক্কা দিয়ে কম্পিউটার ঠেকে বের করে দিতে পারি। এখন হয়ত ভাবছেন, কিন্তু কোথায় পাব সেই সফটওয়্যার? –আপনি সফটওয়্যারটি তাদের অফিশিয়াল সাইটেই পাবেন।তো যারা সফটয়ারটি ডাউনলোড করতে চান তারা নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন । তো আজকের মত এখানেই শেষ দেখা হবে পরবর্তী পোস্টে ।আল্লাহ হাফেজ
ডাউনলোড করে ব্যবহার করা যাবে চমৎকার সফটওয়্যারটি।
Download: https://www.revouninstaller.com/revo-uninstaller-free-download/
Mohammad bashir uddin
Thanks a lot to know about revo uninstaller
Tawhid
Thank You Mohammad Bashir Uddin Vai For Commenting My Post .
Freelancer Sabbir
very helpfull post for everyone .i like this a lot
Rifat
Kub vlo akta post
Jowel Das Provas
onek sohoj ebong sorol vabe uposthapon korate sobai khub valo vabei bujhben, asha kori sobar upokare asbe
Tomas Roy
nice
Freelancer Sabbir
this is very nice post .everybody like this post ..thank you very much