Brave Browse Income করবেন কিভাব?
এ নিয়ে আমি আগে একটা পোস্ট দিয়েছি ।নিচে এর লিংকে দেখুন
পেমেন্ট কিভাবে নিবেন?
এরপর কথা হচ্ছে আপনাদের একাউন্ট থেকে পেমেন্ট পাবেন এর জন্য আপনাদের যেটা করতে হবে Uphold একাউন্ট খুলতে হবে সেটা Brave Account কানেক্ট করতে হবে প্রতি মাসের 8 তারিখে আপনার Account BAT গুলো আপনাকে পাঠিয়ে দেয়া Uphold Account আপনার একাউন্টে
একাউন্ট করে ৮০ টাকা বোনাস নিন, বিকাশে উইথড্র
চলুন এখন আসি আসল পোস্টে।
( Note: সব তথ্য NID Card দেখে দিবেন Fake দিলে Account Suspended হবে।)
১.প্রথমে Link তে Click করে Open করুন। এর পরে gamil and Password দিবেন
2.এর পরে আপনার NID Card দিয়ে সব Info দেন।
3.এর পরে Configure click করুন ।
ফ্রিল্যান্সিংয়ে যে ৭টি কাজ থেকে সর্বাধিক আয় করা যায়।
4. এখান থেকে Qrcode কোড গুলো কপি করে কোথাও সেভ করে রাখুন বন্ধুরা এই QRCode ব্যাংকের চাবি QRCode কোড হারিয়ে ফেললে কিন্তু আপনি এখন একাউন্টে লগইন করতে পারবেন না এক কথায় এটাই আপনার Uphold একাউন্টে পাসওয়ার্ড ।তো সুন্দরভাবে QRCode কোডটি একটি সুরক্ষিত জায়গায় সেভ করে রাখুন যাতে হারিয়ে না।
ঘরে বসে আয় করার দারুণ কিছু উপায়।
5. এখন Google Authenticator App টি Download করুন Open করুন। করে Enter Provide Key Click করুন।
APP Download :Click Here
6. একাউন্ট Name দিন আপনার ইচ্ছামত এবং নিচে ইউর কি এখানে যে Qrcodeকোড টি কপি করলেন সেটা দিয়ে দিবেন তারপর অ্যাড এ ক্লিক করে দিবেন
9.বন্ধুরা এই keyword2 খুব যত্ন করে সেভ করে রাখুন এটা হারিয়ে গেলে কিন্তু আপনারা টাকা উঠাইতে সমস্যা হবে টাকা না উঠাইতে পারে তো খুব যত্ন করে আগের ইউ আর তোর সাথে এটাও সেভ করে রাখুন
10. আপনার জিমেইলে একটা জিমেইল চলে যাবে তো সেখান থেকে আফোর্ড এর কনফার্মেশন মেসেজ যাবে তো আপনারা সেটাকে কনফার্ম করে দিবেন ক্লিক করে
11. এখন এখানে ক্লিক করুন বিকাম এ ভেরিফাইড মেম্বার
12. তো এখান থেকে স্টার্ট এ ক্লিক করে দিন
13. বন্ধুরা এখন আপনাদের জাতীয় পরিচয় পত্র হাতে নিন এবং সেখানে যে ঠিকানা দেওয়া আসে তা সুন্দরভাবে এখানে হুবহু মিল রেখে দিবেন এখানে কোন তথ্য ভুয়া দিবেন না না দিলে আপনাদের অ্যাকাউন্ট কখনোই অ্যাপ্রুভ হবে না এবং অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে
14. বন বন্ধুরা এখানে NID কার্ড ডিলেট করে দিন এবং আপনাদের জাতীয় পরিচয় পত্র একটি ছবি তুলুন সামনের ছবি সামনের দিকে ছবি তারপর আপলোড করুন
15. এখন আপনার এখন আপনার জাতীয় পরিচয় পত্রের পিছন পাটের ছবি তুলুন এবং এখানে আপলোড করে কনফার্ম এ ক্লিক করে দিবেন
16. এখন আপনার নিজের একটি ছবি তুলুন ছবিটি একেবারে পরিষ্কার হতে হবে আপনার মুখ মন্ডল কোন চশমা পরবেন না সানগ্লাস পড়বেন না বন্ধুরা একেবারে ফ্রেস একটি ছবি আপলোড করে দিবেন তো ছবিতে কোন খারাপ থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে সময় লাগে তো চেষ্টা করবেন খুব সুন্দর একটা ছবি দেবার তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাপ একাউন্ট এপ্রুভ হয়ে যাবে বন্ধুরা এখন দুই এক দিন দেরি করুন তাহলে আপনাদের অ্যাকাউন্ট আপলোড হয়ে যাবে আমার ক্ষেত্রে আমি যখন জাতীয় পত্র ছবিগুলো সেন্ড করি তো মাত্র 5 মিনিটে আমার অ্যাকাউন্ট আপলোড হয়ে গেছিল আপনারা সঠিকভাবে যদি ইনফরমেশন এবং ছবিগুলো দিতে পারেন এও হয়ে যাবে
17. এখন আপনাদের Brave কাউন্ট লগ ইন করে নিন এবং কানেক্ট টু uphold একাউন্ট এ ক্লিক করে দিন
18 Authorize করে দিন
19.Google Authenticator app থেকে কোড কপি করে এখানে দিয়ে দিন
20. এখন দেখুন আপনাদের একাউন্ট সঠিকভাবে কানেক্ট হয়ে গেছে
Jahid Al Azom
nice post
Ahasun ahamed Suage
Thanks
Mohammad
ধন্যবাদ
Mohammad
উপকারী একটা পোস্ট। ধন্যবাদ
Ahasun ahamed Suage
Welcome
Tawhid
Helpful post
Md Nazmul Islam
Uphold Akta Wonderful Website
Ahasun ahamed Suage
Thanks for the comment
Jowel Das Provas
Khuv valo laglo. Khub upokare asbe. Apnar post ti asolei knowledgeable. Many many thanks for this post bro