আজ আপনাদের দেখাব কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। আপনার হাতের মোবাইল দিয়েই আপনি আনলিমিটেড টাকা আয় করতে পারবেন শুধু মাত্র নির্দিষ্ট কিছু অ্যাপ রেফার করে।
শুধু মাত্র অ্যাপস বা মোবাইলে আপ্লিকেশন বন্ধুদের বা পরিচিত সার্কেলে রেফার করেই আপনি আয় করতে পারেন নিজ নিজ জায়গা থেকেই। আর অ্যাপস দিয়ে ইনকাম করার জন্য আপনার হাতের স্মার্টফোন ছাড়া আর কিচ্ছু লাগবে না। শুধু মাত্র জে অ্যাপস গুলো রেফারেলে টাকা দেয় সে অ্যাপস গুলো আপনার সার্কেলে রেফার করে আয় করুন আজ থেকে।

পৃথিবীর অন্যান্য দেশে অ্যাপস রেফার করে ইনকাম একটি পুরাতন পদ্ধতি হলেও বাংলাদেশ সেই রকম সুযোগ খুবই কম ছিল। কিন্তু এখন আস্তে আস্তে অবস্থার পরিবর্তন আসছে। আপনি বাংলাদেশে বসেও এখন অনলাইনে আয় করতে পারেন। আয় করতে পারেন শুধু আপনার ফোন দিয়েই। নিচে বাংলাদেশ থেকে অ্যাপস রেফার করে আয় করা যায় এমন কিছু এন্ড্রয়েড এবং আইওএস অ্যাপস নিয়ে আলোচনা করবো…
প্রতি ১ জনকে রেফার করে আয় করুন ৫০ টাকা।
বিকাশ আপ দিয়ে টাকা ইনকাম করা খুবই সহজ। আপনাকে শুধু মাত্র বিকাশ আপসটি আপনার স্মার্ট ফোনে ইন্সটল করতে হবে এবং রেফারেল অপশন থেকে রেফার কোড সহ লিংক নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। এরপর আপনার রেফারেল লিংক এ গিয়ে সাইন আপ এবং বিকাশ এপ ইন্সটল করলে আপনি পাবেন ৫০ টাকা। এছাড়া আপনার রেফার করা ফ্রেন্ড ও সমপরিমান ৫০ টাকা পাবে বিকাশ থেকে।
তবে এখানে বিকাশ থেকে শর্ত দেয়া থাকে যে আপনার রেফার করা ব্যাক্তিকে পরবর্তী ১৫ দিনের ভিতরে বিকাশে যে কোন লেনদেন যেমন মোবাইল রিচারজ, ক্যাশ ইন, ক্যাশ আউট বা যে কোন একটি লেনদেন করতে হবে। তবেই আপনি এবং রেফার করা ব্যাক্তি দুজনেই ৫০ টাকা পাবেন। এভাবে আপনি যদি আগামী ৩০ নভেম্বর এর মধ্যে ১০০ জনকে রেফার করতে পারেন তাহলে ৫০০০ টাকা পাবেন বিকাশের পক্ষ থেকে। আর এই ইনকাম এর কোন লিমিটেশন নেই। আপনি যত খুশি মানুষকে রেফার করে আয় করতে পারেন।
Dipu Roy
good info
Shakil Adnan
fine
Jowel Das Provas
ekta NID diye koiti account kora jai? kon kon karone account bondho hoye jai, refer korar por taka na pele kothai jogajog korte hoy?
Khaled Mahmud
Tnx
evaakter yasmin
thnk u onk kisu jante parlm
evaakter yasmin
ato kisu share korar jno thnx
evaakter yasmin
very nice post
evaakter yasmin
Excellent post
evaakter yasmin
Awesome post
Sufian Sifat
Visitor Rating: 5 Stars