এখন bdhelper24 থেকে নিজের নিত্যপ্রয়োজনীয় প্রশ্ন করে এবং অন্যের প্রশ্নের উত্তর দিয়ে উপার্জন করুন। এছাড়াও প্রথম একাউন্ট খুললেয় পেয়ে যাবেন ৫০ টাকা বোনাস। ( Mobile Recharge, bKash, Rocket, Nagad এ উইথড্র।
আমরা মানুষ, আমরা সামাজিক জীব। সমাজে বসবাস করতে যেয়ে মানুষকে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ওডেস্ক থেকে আয়।
এর মাঝে কিছু সমস্যার সমাধান আমরা চাইলে নিজেরাই একে অপরের সাহায্য নিয়ে সমাধান করতে পারি আবার কিছু সমস্যা সমাধানের জন্য আমাদের দরকার হয় ভালো কারো পরামর্শের।

আজ যে সাইট টি নিয়ে আলোচনা করব, এর মাধ্যমে আপনি আপনার সমস্যাটি নিজের নাম উল্লেখ করে/নাম গোপন রেখে সকলের মাঝে প্রকাশ করতে পারবেন।
এতে করে যারা আপনার সমস্যাটির সমাধান দিতে পারে তারা আপনাকে সাহায্য করবে।
ঠিক তেমনিভাবে আপনিও অন্যের করা প্রশ্ন গুলোর উত্তর দিয়ে অন্যকে সাহায্য করতে পারেন।
এই সাইট থেকে আপনি নিজে প্রতিদিন কিছু পিরিমাণ অর্থও উপার্জন করতে পারবেন এবং চাইলে রেফার করে অনেক টাকা উপার্জন করতে পারবেন।
আপনার একাউন্ট এ মাত্র ১০ টাকা থাকলেই তা মোবাইল রিচার্জ এর মাধ্যমে তুলে নিতে পারবেন আর ৫০ টাকার বেশি হলে বিকাশ,রকেট অথবা নগদ একাউন্ট এ তুলে নিতে পারবেন।
সাইট টিতে নতুন একাউন্ট খুলার সাথে সাথে পেয়ে যাবেন ৫০ টাকা পরিমাণ পয়েন্ট।
সাইট টি থেকে যেসকল উপায়ে উপার্জন করা যাবেঃ
১. রেফার করে।
২. প্রশ্ন করে।
৩. উত্তর দিয়ে।
৪. প্রতিদিন লগিন করে।
৫. বোনাস পয়েন্ট সংগ্রহ করে।
৬. প্রতিদিন এর কাজ সম্পন্ন করে।
৭. প্রতিমাসে সরবোচ্চ পয়েন্ট করে।
তো চলুন প্রথমে জেনে নেই কি ভাবে একাউন্ট খুলবেন এবং বোনাস ৫০ টাকা পাবেন!
প্রথমে,
এখানে ক্লিক করে সাইট টিতে প্রবেশ করুন। (রেফার যুক্ত লিনক)
অথবা,
এখানে ক্লিক করেও প্রবেশ করতে পারেন। (রেফার ছাড়া লিনক)
সাইটে যাওয়ার পর নিবন্ধন এ ক্লিক করুন
কি ভাবে রেফার করবেনঃ
একাউন্ট এ লগিন করার পর My Earning মেনুতে যান।
সেখানে আপনার রেফার Link টি দেখতে পাবেন।
এটি কপি করে বন্ধুদের মাঝে শেয়ার করুন।
কেহ আপনার লিনক এ ক্লিক করে সাইটে যেয়ে একাউন্ট করলে
আপনার রেফারে যুক্ত হয়ে যাবে।
আপনার রেফার করা ব্যক্তি যা উপার্জন করবে তার ১০% আপনি পাবেন।
যেমনঃ
ধরুন আপনি ১০ জনকে রেফার করলেন।
তারা প্রতিদিন ২০ টাকা করে উপার্জন করলো।
তবে আপনি প্রতিদিন রেফার থেকে পাবেন ২০*১০=২০০ এর ১০% = ২০ টাকা।
প্রতিদিন ২০ টাকা করে ফ্রিতে পেতে থাকবেন কিছু না করেই।
প্রতিমাসে সরবোচ্চ পয়েন্ট করেঃ
এখানে প্রতিমাসে সরবোচ্চ পয়েন্ট করা প্রথম ৩জন পাবে ১ হাজার টাকা করে পুরুষ্কার।
প্রতিদিন এর কাজ সম্পন্ন করেঃ
এখানে প্রতিদিন আপনি কিছু কাজ করে পয়েন্ট পাবেন।
যেমনঃ Ad Skip করা,Quiz খেলা,Captcha Entry ইত্যাদি।
কিভাবে টাকা উত্তোলন করবেনঃ
আপনার একাউন্ট এ মাত্র ১০০ পয়েন্ট হলেই টাকা তুলে নিতে পারবেন।১০০ পয়েন্ট = ১০ টাকা।
আপনার রেফারে থাকা কেহ টাকা উত্তোলন করলে বোনাস পয়েন্ট গুলো আপনার মেইন একাউন্ট এ যোগ হয়ে যাবে।
টাকা তোলার জন্য Withdraw Points মেনুতে যাবেন এবং সেখানে যতো পয়েন্ট থেকে টাকা পেতে চান তা লিখে সাথে আপনার একাউন্ট যেটিতে টাকা তুলবেন সেটি দিয়ে অনুরোধ করুন বাটন চাপবেন।
অনুরোধ করার ৪৮ ঘন্টার মাঝে টাকা পেয়ে যাবেন।
এই সাইট থেকে যেমন মানুষ তাদের সমস্যা গুলোর সমাধান পাবে এবং পাশা পাশি কিছু অর্থ ও উপার্জন করতে পারবে।
কারো কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
Mohammad bashir uddin
Visitor Rating: 5 Stars
Mohammad Baahir Uddin
Thanks to know your details explanation about the bdhelper24 site.
RahulRidoy
jana cilo na
Joyita Jitu
Thanks for new informationabout a new site.
RahulRidoy
shata thaka help korbn
Kibria
Helpful post…thanks for sharing with us
RahulRidoy
welcome
Rashed
খুব ভাল একটা পোস্ট করেছেন। মনের মাঝে থাকা অজানা প্রশ্ন গুলো করেও আয় করা সম্ভব জেনে ভাল লাগলো।
Mohammad bashir uddin
Already i creat an account. Please follow there
RahulRidoy
tnx all
RahulRidoy
welcome
RahulRidoy
by
Rifat
Kube vlo akta post
RahulRidoy
httgcgcetgtrvhetrh
RahulRidoy
gvjbh
RahulRidoy
ojugtnfcbrdcdcfvbgn
RahulRidoy
fjfhgtffr
RahulRidoy
sxevjnhgrxdhkmnh
RahulRidoy
yguthctfr
Jowel Das Provas
khuboi valo post, Vy 50 taka joining bonus ta ki sathe sathe tola jai? daily limit koto, janale upokrito hobo.
Al-amin sarker
ভাল বলেছেন, ভাল লাগলো।
Anonymous
Visitor Rating: 1 Stars
Zarif Islam
Visitor Rating: 5 Stars