এই কম্পিউটার সফটওয়্যার হয়তো অনেকেরি কাজে নাও আসতে পারে। কিন্তু, সময়ে এবং যার দরকার তার জন্য anydesk অনেক অনেক কাজের। AnyDesk সফটওয়্যার, নিজের computer বা laptop এ ইনস্টল বা ব্যবহার করে, আপনারা যেকোনো কম্পিউটার থেকে অন্য যেকোনো কম্পিউটার দূরবর্তী অবস্থান থেকে (remotely) নিয়ন্ত্রণ (control) বা প্রবেশ (access) করতে পারবেন।
AnyDesk হচ্ছে একটি ফ্রি রিমোট একসেস প্রোগ্রাম যেখানে ইন্সটলের ঝামেলা নেই, ফাইল টান্সফারের সুবিধা রয়েছে এই প্রোগ্রামটি রাউটার কনফিগারেশনের ছাড়াই ব্যবহার করা যায়। এক্ষেত্রে, দুটো কম্পিউটার বা ল্যাপটপেই AnyDesk সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে এবং দুটো কম্পিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত (connected) থাকতে হবে। এই রিমোট একসেস প্রোগ্রামে অন্যান্য প্রোগ্রামে থেকে সবথেকে বেশি স্পিড পাওয়া যায়।
এছাড়াও AnyDesk এর অনান্য ফিচারগুলো হচ্ছে এখানে ক্লিপবোর্ড কনটেন্ট শেয়ার করা যায়, ভিডিও কোয়ালিটি এবং স্পিড এর মধ্যে নিজস্ব সেটিং প্রয়োগ করা যায়, ক্লিপাবোর্ডের মাধ্যমে সহজে ফাইল টান্সফার, পোর্টেবল মোডে চলা অবস্থাও রিমোট পিসিকে রিস্টার্ট দেওয়া যায়, রিমোট পিসিতে সকল প্রকার কিবোর্ড শর্টকাট ব্যবহার করা যায় এবং যেকোনো সময় হোস্ট এবং কায়েন্ট পিসির মধ্যে পজিশন অদলবদল করা সহ ইত্যাদি বিভিন্ন প্রিমিয়াম ফিচার এতে রয়েছে। আর এর সাইজও অনেক ছোট মাত্র ৩ মেগাবাইটের মতো। আজই এই চমৎকার রিমোট একসেস সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।
রিলেটেড আর্টিকেল,,,..,,,
রাত জেগে কম্পিউটার চালানো মারাত্বক ক্ষতিকর
এন্ড্রোয়েড ফোনের স্পীড বাড়ানোর জন্য প্রয়োজনীয় কিছু টিপস!