গুগল ম্যাপস আপনার গাড়ির গতি জানিয়ে দিতে পারে। আবার গতি সীমা ছাড়িয়ে গেলে আপনাকে সতর্কও করতে পারবে। সম্প্রতি ‘স্পিডোমিটার’ নামের এই সুবিধা যুক্ত করা হয়েছে গুগল ম্যাপস অ্যাপে। এমনকি গাড়ির স্পিডোমিটারটি যদি ত্রুটিপূর্ণ বা ভেঙে গিয়ে থাকে তবুও আপনি এই সুবিধার মাধ্যমে এই তথ্যগুলো জানতে পারবেন।
নতুন সুবিধাটি চালু করতে আপনার ফোনে গুগল ম্যাপসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করে নিতে হবে। এ ছাড়া সক্রিয় ইন্টারনেট সংযোগ এবং জিপিএস সেবা চালু থাকতে হবে।
স্পিডোমিটার চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
*আপনার ফোনের গুগল ম্যাপস অ্যাপটি চালু করুন এবং সেটিংসে যান।
*নেভিগেশন সেটিংস অংশে স্পিডোমিটার অপশন চালু করুন।
*এবার সুবিধাটি চালু করতে গুগল ম্যাপসে যান এবং ওপরের বাঁ পাশের কোনার তিন বিন্দু আইকনে আলতো চাপুন।
*এখানে নিচের দিকে সেটিংসে যান।
*নেভিগেশন সেটিংস বিভাগের ভেতর স্পিডোমিটার সুবিধাটি লুকানো রয়েছে, নেভিগেশন সেটিংস অপশনে আলতো চাপুন।
*নেভিগেশন সেটিংসে স্পিডোমিটার অপশনটি খুঁজে নিয়ে তা চালু করে দিন।
*এখন, হোম স্ক্রিনে ফিরে যান এবং নেভিগেশন মোডে ম্যাপস ব্যবহার করুন। আপনি নিজের গাড়ির গতির সঙ্গে নিচে বাঁদিকে একটি ছোট বৃত্ত দেখতে পাবেন।
স্পিডোমিটার সুবিধাটিতে গাড়ি যখন নির্দিষ্ট রাস্তার জন্য অনুমোদিত গতির চেয়ে বেশি গতিতে চলে তখন চালককে সতর্ক করে দেয়।
মন্তব্য : গুগলের ম্যাপসের এই সুবিধাটি ব্যবহার করলে যান চলাচলে নিরাপত্তা বাড়বে ।
SD Dipu Roy
Visitor Rating: 5 Stars