একজন যোদ্ধা freelancer ফ্রিলান্সার! তাকে সালাম!ছবিটা খেয়াল করেন। কি মনে হচ্ছে? একেবারে সাধারন একটা ছবি মনে হতে পারে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে কেউ খামখেয়ালী করে এটা বানিয়েছে! বা মনে হতে পারে কেউ মজা করার জন্য এটা বানিয়েছে। আসলে এর পিছনে মহান একটা গল্প আছে, আছে যুদ্ধ করার গল্প।
এই ঘরটা সাধারন কোন ঘর না। এটা আসলে একজন যোদ্ধা freelancer ফ্রিলান্সার ভাইয়ের অফিস রুম বা ওয়ার্ক স্টেশন। এখানে বসেই তিনি বিদেশী বায়ারের কাজ করেন। দেশের জন্য মুল্যবান বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন। এইfreelancer ফ্রিলান্সার ভাই আমার মতই গ্রামে থাকেন। তার গ্রামে ব্রডব্যান্ড কানেকশন নেই। মোবাইল ইন্টারনেটই একমাত্র ভরসা। এর পরেও অনেক সমস্যা, ঘরের মধ্যেও নেট পায় না। কি করা যায় বসে থাকলেত আর চলবে না।
অনলাইন freelancing ফ্রিলান্সিং এর বাস্তব অবস্থা
অনেক ভেবে চিন্তে তিনি এর সমাধান বের করেছেন। আর সেটি হচ্ছে মাটি থেকে অনেক উপরে এই ঘর বানিয়েছেন। এখানে নেটওয়ার্ক খুব ভাল পাওয়া যায়। ফলে তার সমস্যার সমাধান হয়েছে। এখন এখানে বসে প্রকৃতি দেখার পাশাপাশি ,আরামে বায়ারের কাজ করেন। আসলে প্রত্যেক freelancer ফ্রিলান্সারই একজন যোদ্ধা।এটা আমাদেরই দোষ, শিক্ষা ব্যাবস্থা দক্ষ লোক তৈরি করতে পারছে না।
এ এক বিরাট ব্যর্থতা। আমার মতে সবাইকে অনলাইন freelancer ফ্রিলান্সিং করতে হবে এমন নয়। অফলাইনে চেষ্টা করা উচিৎ। সেখানে সফল হবার সম্ভবনা অনেক বেশি। আর যদি আসলেই এই সেক্টরে আসার ইচ্ছা থাকে, তবে বলব অন্তত এক বছর সময় দিয়ে, ভাল করে নিদিষ্ট বিষয় শিখে, প্রস্তুতি নিয়ে আসেন।
The New Maharajas এবং আমাদের Freelancing ফ্রিলান্সিং
আশা করা যায় আপনি সফল হবেন। না হলে ফেল করার সম্ভবনা শতভাগ! একটা কথা বলতে পারি যে একবার ফ্রিলান্সিং এ সফল হয়েছে, শুধু সেই বলতে পারবে freelancer ফ্রিলান্সিং এর কি মজা এটার স্বাধীনতার সাথে কোন কিছুর তুলনা চলে না। কাজেই সেই মজা পেতে হলে কস্ট একটু করতেই হবে। সাফল্য পেলে সেই কষ্ট পুরাপুরি ভুলে যাবেন।
যুদ্ধ করেই আমাদের টিকে থাকতে হয়। সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সব কিছুই আমাদের প্রতিকুলে, কিন্তু তার পরেও আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারে না। সব বাঁধা ডিঙ্গিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আসুন সবাই মিলে এই মহান যোদ্ধা freelancer ফ্রিলান্সার ভাইকে সালাম জানাই। তার জন্য অনেক শুভ কামনা রইল! ধন্যবাদ!
ফরেক্স হেজিং নিশ্চিত লাভের সহজ উপায়