কোনো ওয়েবসাইট তৈরি করতে হলে html editor ব্যবহার করতেই হবে৷ শুধু html না যেকোনো programming language এর জন্যই editor প্রয়োজন৷ অনেকেই windows এর ডিফল্ট Notepad ব্যবহার করে৷ কিন্তু আপনার কাজকে সহজ করার জন্য editor আবশ্যক৷
Editor গুলো বিভিন্ন colour এর মাধ্যমে আপনার Syntax বা tag গুলোকে আলাদাভাবে হাইলাইট করবে৷ যার ফলে আপনার কাজ করতে সুবিধা হবে৷
কেমন হতে পারে (Freelancer) ফ্রিল্যান্সারের ভবিষ্যত (Future)?
আজ আপনাদেরকে ৫ টি জনপ্রিয় Programming Language Editor সম্পর্কে বলবো-
১৷ Notepad++
নোডপ্যাড প্লাস প্লাস হচ্ছে জনপ্রিয় একটি html এডিটর৷ অসংখ্য ফিচার ও Programming Language এতে সাপোর্ট করে৷ এর ফিচারগুলোর মধ্যে কর্পোরেট লুক, সিনট্যাক্স হাইলাইটার উল্লেখ্যযোগ্য৷
২৷ Synwriter:
সিনরাইটারের বিশেষ দিকটি হচ্ছে এর মাধ্যমে অসংখ্য লাইন এডিট করা যায়৷ Python এ অসংখ্য লিখিত প্লাগিন এটা সাপোর্ট করে৷ অন্য সকল এডিটরের সাথে পার্থক্য টা হচ্ছে এটার মাধ্যে একসাথে সবগুলো ফিচার রয়েছে৷
৩৷ Phase 5
এই এডিটরটি ১৯৯৮ সাল থেকে প্রতিনিয়ত নতুন নতুন সংস্করণ তৈরি করে আসছে৷ এই html editor টির কিছু বিশেষ ফিচার হলো – ছবি প্রদর্শন, সিনট্যাক্স ডিবাগার, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি৷ তাছাড়া এই এডিটরে পিএইচপি ও জাভাস্ক্রিপ্টও সাপোর্ট করে৷
৪৷ Plainedit.net
অনেকেই একই কোড বার বার লিখতে পছন্দ করে না৷ তাদের কাছে এই এডিটরটি খুব ভালো লাগবে৷ কারণ এটিতে একই কোড বার বার লিখতে হয় না৷ আর এটি একটি পোর্টেবল এডিটর তাই আপনি যেকোনো জায়গায় এটি ব্যবহার করতে পারবেন৷
একটি আদর্শ Article আর্টিকেল যেভাবে লিখবেন
৫৷ Programmer’s Notepad
প্রোগ্রামারস প্যাডটি পরিচালিত হয় উজ্জল ও অন্ধ্যকার এ দুটি আধুনিক ইন্টারফেসের মাধ্যমে৷ কোড ভাজ করে রাখা, সিনট্যাক্স হাইলাইটার সহ আরো অনেক ফিচার রয়েছে এর মধ্যে৷
ডাউনলোড লিংক:
১৷ Notepad++(Download)
২৷ Synwrite(Download)
৩৷ Phase5(Download)
৪৷ Plainedit.net(Download)
৫৷ Programmer’s Notepad (Download)
Ashik Nishat
Amazing tricks.
Ashik Nishat
Visitor Rating: 2 Stars