সালামুআলাইকুম কেমন আছো বন্ধুরা?
আজকে তোমাদের সামনে আমি আরো একটি সাইট নিয়ে হাজির হলাম.
আমি আবারো বলছি আমি যে সমস্ত সাইট থেকে পেমেন্ট পেয়েছি সেই সমস্ত সাইটেই আপনাদের সামনে শেয়ার করি.
যে সাইট নিয়ে আলোচনা করব এরই নাম হচ্ছে 2captcha
আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যাদের টাইপিং স্পিড খুব বেশি.
তাদেরকে আমি বিশেষ করে বলছি যারা টাইপিং খুব ভালো করতে পারেন তারা এখান থেকে খুব ভালো কিছু অর্থ উপার্জন করতে পারবেন.
এ সাইটটিতে তারাই কাজ করতে পারে যাদের কোন কাজ নেই. অথবা কাজ আছে কিন্তু বসে থাকা অসাধারণ কাজ তাদের জন্য এই সাইটটিতে কাজ করা খুবই ভালো এবং লাভজনক.
এখান থেকে হানডেট পারসেন পেমেন্ট নিতে পারবেন. এমনকি 1 ডলার হলেই আপনি বিটকয়েন বা পেপাল ইত্যাদি মেথডের মাধ্যমে টাকা উঠাতে পারবেন.
এর থেকে মজার বিষয় হল আপনার ডলার আপনার কাছে 12 থেকে 24 ঘণ্টার মধ্যেই পৌঁছে দেবে.
আমি ওই সাইটে কাজ করে থাকে. যদিও খুব কম ইনকাম প্রতি 1000 ক্যাপচা তে 1 ডলার পাওয়া যায় যা হয়তো যাদের টাইপিং খুব স্লো তাদের কাছে অনেক বেশি কিছু কিন্তু যারা ভালো টাইপিং করতে পারে তাদের কাছে বি থেকে আড়াই ঘণ্টার ব্যাপার.
তাই আপনারাও আপনাদের টাইপিং স্পিড বাড়ানোর চেষ্টা করুন.
আর যারা এই সাইটটিতে কাজ করতে ইচ্ছুক তারা কেবল নিচে লিংকে ক্লিক করতে পারেন.
তবে এ সাইটটিতে কাজ করতে হলে তাদের নিকটে কিছু ইন্টারভিউ দিতে হয়. এতে সহায়তা নেয়ার জন্য ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখতে পারেন.
আরও একটি বিষয় মাথায় রাখতে হবে. কখন কাজ করছেন এই টাইম সেন্সটা এটা আপনার থাকতে হবে কারণ অনেক সময় এমন আছে যে 3000 ক্যাপচা টাইপ করার পরও এক ডলার হয় না আবার অনেক সময় এমন আছে যখন 1000 ক্যাপচা টাইপ করার দ্বারা 1 ডলার হয়ে যায় আপনি captcha2 ধরনের নিতে পারবেন
একটি তো শুধু লেটার আর অপরটি লেটার এবং পাশাপাশি কিছু ইমেজ বা বিভিন্ন ধরনের পিকচার দেখি আপনাকে ক্যাপচা পূরণের জন্য বলা হবে
দুইটা সংমিশ্রিত ভাবে আপনারা এই সিস্টেম অন করে রাখবেন তাহলে দেখবেন কখনো কখনো এমন ইমেজের একটি ক্যাপচা 45 থেকে 50 পয়েন্ট দিয়ে থাকে আর এটাও মনে রাখবেন প্রতি 1 লাখ কয়েন এ বা পয়েন্টে এক ডলার হয়ে থাকে
সুতরাং এখন আপনি নিজে বুঝতে পারতেছেন এক ডলার করতে হলে কত কষ্ট করতে হবে তবে একটা জিনিস ভালো লাগে আপনার কষ্ট বৃথা যাবেনা অনলাইনে এমন অনেক সাইট আছে যেগুলোতে অনর্থ কাজ করিয়ে নেয় কিন্তু কোনরকম পেমেন্ট দিয়ে থাকে না এই সাইটটা একেবারেই এমন নয় আপনার প্রেমে নগদে দিয়ে দেওয়া হবে.
পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ. সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন. আল্লাহ হাফেজ
শাকিল আদনান
লালবাগ ঢাকা
Dipu Roy
good info
Miraj Selim
Vai mone hosce onek vlo site.tobe ata ki bkash a payment kore?
Khan Shihab
Visitor Rating: 5 Stars