সুপ্রিয় পাঠকগণ আপনাদের জন্য 100 Percent Free তে 9 টি কোর্স করার সুযোগ নিয়ে হাজির হলাম ইনকাম টিউনসে। আপনিও চাইলে আপনার কাঙ্ক্ষিত কোর্সটি নিয়ে নিজেকে করে তুলতে পারেন দক্ষ এবং সমৃদ্ধ। বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন।

বর্তমানে ডিজিটালাইজেশনের প্রভাবে আইটি সেক্টরে দক্ষ লোকের চাহিদা বেড়েছে। আইটি ও ডিজাইনে আপনার পারদর্শিতা থাকলে প্রযুক্তি দুনিয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যেকোনো ক্ষেত্রেই নিজের জন্য সুযোগ সৃষ্টি করতে পারবেন। আর তাই এই বিষয়ের উপর লক্ষ্য রেখেই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আয়োজন করেছেন তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ যা কিনা 100 Percent Free। আর যেহেতু 100 Percent Free তে কোর্স গুলো সম্পন্ন করা যাচ্ছে তাই কেন আর বৃথা সময় নষ্ট করা।
এই করোনা পরিস্থিতিতে ঘরে বসেই করে ফেলুন কোর্স সমূহ। চলুন আগে দেখে নেয়া যাক কি কি কোর্স থাকছে এই স্কলারশিপে।
১। Adobe Photoshop in 12 Days
২। Adobe In Design
৩। UX-UI Design
৪। Python Programming
৫। App Development
৬। CCNA
৭। Facebook Marketing
৮। AutoCAD & 3D Floor Plan Robotics
৯। PCB Design
যারা ইতিমধ্যেই কর্মরত তাদের জন্য ক্যারিয়ারে আরও এগিয়ে যেতে কোর্সটি সহায়তা করবে। পাশাপাশি যদি নিজেই উদ্যোক্তা হতে চান অথবা হতে চান ফ্রিল্যান্সার, সে ক্ষেত্রেও এই কোর্সগুলো আপনাকে সঠিক পথে এগিয়ে রাখবে।
কিভাবে রেজিস্ট্রেশান করবেন?
অনলাইনে ঘরে বসেই যেরকম আপনি কোর্স করতে পারবেন তার জন্য রেজিস্ট্রেশান করতে আপনাকে কোন ঝামেলা পোহাতে হবে না খুব সহজেই আপনি নিবন্ধিত হতে পারবেন। রেজিস্ট্রেশান করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। এরপর একটি রেজিস্ট্রেশান ফরম আসবে যেখানে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে। খেয়াল রখবেন তথ্য গুলো সঠিক ভাবে পুরন করতে হবে না হলে রেজিস্ট্রেশান বাতিল হয়ে যাবে।
প্রথমে আপনার নাম দিন, এরপর আপনার মোবাইল নম্বর ও আপনার অভিভাবকের মোবাইল নম্বর দিন।
Income Tunes কি ট্রাস্টেড সাইট?

উপরে তথ্য গুলো দেয়া হলে আপনার বয়স ও জেন্ডার দিন।

এরপর একে একে আপনার ই-মেইল ও আপনার ঠিকানা পরবর্তী তথ্য গুলো প্রদান করুন।

তারপর Submit বাটনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশানটি সম্পন্ন করুন।

ব্যস হয়ে গেল আপনার 100 Percent Free কোর্সের রেজিস্ট্রেশান। তাই আর দেরি না করে আপনিও অফারটি লুফে নিন কারন ৯ টি কোর্সের মধ্যে ৫০০ জনকে শতভাগ বৃত্তি দেওয়া হবে।
তো বন্ধুরা আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। উপকৃত হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে ইনকাম টিউনসের সাথে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি।
সবাইকে ধন্যবাদ।
আরও পড়ুন……
YouTube Studio দিয়ে ভিডিও র্যাঙ্ক করান, 100% Effective
কি পেলাম (Jibonpata) জীবন পাতা থেকে?
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Badal Khan
খুবই ভালো উদ্যেগ। সময়ের অভাবে এখন কোর্সটি করতে পারছি না। আমার একটি পরামর্শ হলো যদি সম্ভব হয় কোর্স ক্লাস গুলো ভিডিও করে ইউটিউবে আপলোড দিলে পরবর্তীতে অনেকেই দেখে দেখে শিখতে পারবে।
Jibon165
Nice Post
Mohammad Fahim
Visitor Rating: 5 Stars