৫ টি মোবাইল এপ্লিকেশন, যা আপনার দৈনন্দিন জীবনকে করে তুলবে আরো স্মার্ট। ইংরেজি একটি প্রবাদ আছে, “Handsome is what handsome does” ! আপনার ব্যবহারই বলে দেয় আপনি হ্যান্ডসাম কিনা। নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে রাখাটাও এর ব্যাতিক্রম নয়। শুরুটা হোক মোবাইল সেট থেকে।
হাতের ছোট যন্ত্রটি যদি হয়ে ওঠে একের ভিতর সব তাহলে মন্দ কি! জ্বি আজকে এমন ৫ টি এন্ড্রয়েড এপ্লিকেশন নিয়ে কথা বলবো যা আপনার প্রাত্যহিক জীবনকে করবে আরো স্মার্ট।
1. Microsoft Office
আপনার অফিসের বস কিংবা আপনার টিচার হুট করে বললো একটি রিভিউ বা টাস্ক কমপ্লিট করে পাঠাও। আপনার সাথে কম্পিউটার বা ল্যাপটপ নেই। তখন এই এপ্স টি আপনার কাজে দিবে। যেকোন স্থানে বসেই করতে পারবেন ওয়ার্ড , পাওয়ারপয়েন্ট কিংবা এক্সেল এর কাজ।
পার্সোনাল রিভিউঃ ৮/১০
ডাউনলোড লিংকঃ Microsoft Office
2. Wallet
প্রতি মাসের শুরুতেই মনে করেন যে এমাসে সবকিছু হিসেব করে খরচ করবো। কিন্তু মাস শেষে দেখেন অতিরিক্ত খরচটা আকাশ ছুঁই ছুঁই। আচ্ছা কেমন হয় যদি কেউ আপনার প্রতি খাতের হিসেব পই পই করে দেয়? জ্বি সেই কাজটিই করবে ওয়ালেট! এছাড়া আপনার ব্যাংক,ডেবিট কার্ড,বিকাশ একাউন্ট ইত্যাদি এই এপ্সটির সাথে জুড়ে নিতে পারবেন।
পার্সোনাল রিভিউঃ ৯/১০
ডাউনলোড লিংকঃ Wallet
3. Turbo VPN
এমন অনেক ওয়েবসাইট আছে যা আপনাকে এক্সেসের অনুমতি দেয় না কারন আপনার রিজিওন তাদের লিস্টের অন্তর্ভুক্ত না। সেই সমস্যা দূর করার জন্যই এই এপ্স। এর সাহায্যে আপনি সহজেই আপনার মোবাইলের আইপি এড্রেস এবং আপনার লোকেশন পরিবর্তন করতে পারবেন। যাতে করে ঐসকল ওয়েবসাইট আপনাকে সহজেই এক্সেসের অনুমতি দিবে।
পার্সোনাল রিভিউঃ ৭/১০
ডাউনলোড লিংকঃ Turbo VPN
4. Patient Aid
স্বাস্থ্য সম্পর্কিত যেকোন পরামর্শে এই এপ্সটি দারুন ভুমিকা পালন করে। এছাড়া এই এপ্সের মাধ্যমে আপনার রোগ অনুযায়ী কন্সাল্টেন্ট ঠিক করতে পারবেন। ব্লাড ব্যাংক, এম্বুল্যান্স সার্ভিস ছাড়াও বাংলাদেশের যেকোনো কোম্পানির মেডিসিনের নাম,দাম এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়া আপনার মেডিসিন এলার্ট ফিচার তো থাকছেই।
পার্সোনাল রিভিউঃ ৮/১০
ডাউনলোড লিংকঃ Patient Aid
5. Live Transcribe
ধরুন আপনার বিদেশি কোন বন্ধুর সাথে কথা বলছেন, তার ভাষা না ব্যঝেই আপনু হু হ্যাঁ জবাব দিচ্ছে। কেমন হয় যদি কেউ আপনাদের মাঝে ট্রান্সলেটর হিসেবে কাজ করে?
জ্বি সেই কাজটি করার জন্যই এই এপ্সটি। আপনি সহজেই পৃথিবীর যেকোন ভাষা এর মাধ্যমে রীড করতে পারবেন।
পার্সোনাল রিভিউঃ ৮/১০
ডাউনলোড লিংকঃ Live Transcribe
পরিশিষ্টঃ
কেউ সার্ভে সাইটে কাজ করতে চাইলে এখানে একাউন্ট খুলতে পারেন। এই সাইটের রিভিউ খুবই চমৎকার এবং সহজেই উইথড্র দেয়া যায়। যদিও বাংলাদেশ থেকে কোন সার্ভে সাইটে এক্সেস দেয়া হয় না, কিন্তু এরাই প্রথম খুবই সুন্দরভাবে এক্সেস এবং কাজ করার সুযোগ দিচ্ছে।
সাইন আপঃ PAIDERA
ধন্যবাদ।
Tawhid
Visitor Rating: 4 Stars
Tawhid
Very helpful post.
Ahasun ahamed Suage
Thanks for the post
Md Jibon
Helpful post
Md Nazmul Islam
Paidera Wonder Website