সিপিএ এমন একটি মার্কেটিং পদ্ধতি registration,e-mail submit,survey,pin submit,download ইত্যাদি কিছু কাজের
মাধ্যমে বিক্রয়কারী প্রতিষ্ঠানের সাথে ক্রেতার সংযোগ স্থাপন করে বিক্রয় নিশ্চিত করা এবং এ থেকে মারকেটার রা কমিশন
পেয়ে থাকে। এ ক্ষেত্রে পন্য বিক্রয়ের পরে যতগুলা ধাপ আছে কোম্পানি নিজেই করে থাকে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর
ছেয়ে সিপিএ মার্কেটিং অধিকতর লাভজনক ও সম্ভাবনাময় আয়ের মাধ্যম। মনে করুন কোন একটি নতুন একটি
এন্টিভাইরাস বাজার ছাড়ল এবং কিছু দিনের জন্য ফ্রি ব্যাবহার করার সুযোগ দিল এবং সিপিএ মারকেটার দের বলা হল
প্রতিটি ফ্রি ব্যাবহারকারীর ৩ ডলার দেয়া হবে। অর্থাৎ কথা হচ্ছে মারকেটার দের এফিলিয়েট লিংক ব্যাবহার করে যদি কেউ
ফ্রি এন্টিভাইরাস টা ব্যবহার করে তবে সেই মারকেটার ৩ ডলার কমিশন পাবে।এক্ষেত্রে কথা হচ্ছে কোম্পানির ফ্রি
এন্টিভাইরাস বিক্রি হল এবং মারকেটার রা পেল ৩ ডলার কিন্তু কোম্পানির কি লাভ।কোম্পানির লাভ হচ্ছে তাদের গ্রাহক
নিশ্চিত করা , কিছু দিনের জন্য ফ্রি হলেও পরে আবার টাকা দিয়ে কিনে ব্যাবহার করতে হবে। বিশ্বের যত বড় বড়
কোম্পানি আছে তাদের নতুন কোন প্রোডাক্ট আসলে এগুলা সিপিএ মার্কেট প্লেসে দিয়ে থাকে এক্ষেত্রে কোম্পানি এবং
জনপ্রিয় কিছু সিপিএ মার্কেট প্লেসঃ
-MaxBounty
-PeerFly
-Clickbooth
-Clickdealer
-Mundomedia
-CPAlead
-CPA grip( নতুনদের জন্য ভাল হবে)
-CPAfull
-Adwork Media
সিপিএ মার্কেট প্লেস গুলো তে রেজিস্ট্রেশন করার নিয়মঃ
প্রায় সব সিপিএ মার্কেটিং এ রেজিস্ট্রেশন করার নিয়ম একই রখম। প্রথমে পারসোনাল ইনফরমেশন দিতে হবে( যেমনঃনাম
ঠিকানা,ই মেইল, জন্মতারিখ) তারপর আবেদনকারির ওয়েব সাইট এর ঠিকানা,মারকেটিং পদ্ধতি, কিভাবে তাদের
সম্পরকে জানতে পারছেন,অন্য কোন মার্কেট প্লেসে কাজ করেছেন কিনা, মুলত এরকম তথ্য দিতে হবে আপনাকে।
এই পেশায় কারা ভাল করতে পারবেঃ
মার্কেটিং এ কাজ করার জন্য যাদের ইচ্ছা ও আগ্রহ আছে এবং ধৈর্য, একমাত্র তারাই এই পেশায় ভাল করতে পারবে। ধৈর্য
হারালে সফল হওয়া সম্ভব নয়। ইংরেজি তে পারদরশি থাকলে ভাল হয় যেহেতু আন্তর্জাতিক ক্লায়েন্ট এবং ক্রেতাদের সাথে
আপনাকে কাজ করতে হবে। আর যারা ডিজিটাল মার্কেটিং ভাল পারে তার এই পেশায় অনেক ভাল করতে পারবে।
আপনার ইচ্ছা ও আগ্রহ থাকলে কোন কিছুই আপনাকে থামিয়ে রাখতে পারবে না।
সিপিএ মার্কেটিং এ কাজ কতটুকুঃ
এই মার্কেটিং বিড করার মত কোন ঝামেলা নেই এজন্য এই মার্কেট প্লেস এ কাজ করা অনেক সহজ।এখানে বিভিন্ন
ধরনের অফার আছে, যে যার মত অফার পছন্দ করে কাজ করতে পারে। তাই লেখাপড়া বা চাকরিসহ যেকোন পেশার
পাশাপাশি সিপিএ করার সুযোগ আছে। তবে প্রথমে তাকে কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে।
সিপিএ মার্কেটিংয়ের সুবিধা ও অসুবিধাগুলো কী কী?
কিছু বাংলাদেশি মারকেটার রা সঠিক প্রশিক্ষন না পাওয়ার কারনে কিছু ভুল পদ্ধতি তে মার্কেটিং করে ফলে কিছুদিনের জন্যা
ইনকাম হলেও পরবরতিতে ইনকাম করা সম্ভব না এবং একাউন্ট ডিজেবল হয়ে যায়। কিছু কিছু ভাল মার্কেট প্লেস
বাংলাদেশ কে কাজ দেয়া বন্ধ করে দিয়েছে এসব স্প্যাম এর কারনে। মোট কথা কিছু কিছু অসাধু মারকেটার দের জন্য
ভুগতে হয় আমাদের সবাই কে। আমি সবাই কে অনুরুধ করব সঠিক নিয়ম কানুন মেনে আপনারা মার্কেট প্লেস গুলোতে
কাজ করতে । নতুন রা যদি এ ফ্লাটফরমে আসতে চান তাহলে আমি আপনাদের ওয়েলকাম জানাব কারন ইনকাম ও
অনলাইন ক্যারিয়ার এর জন্য আপনি বেস্ট উপায় বেছে নিয়েছেন। অবশেষে আমি একটা কথাই বলব ইচ্ছা,আগ্রহ ও ধৈর্য
নিয়ে কাজ করলে সাফল্য আসবে ১০০%।
Mohammad bashir uddin
Oh really nice post. We learn from your post lot of thing about cpa marketing. Thanks bro given this kinds of post..
Freelancer Sabbir
very helpfull post for everyone .i like this a lot
Rifat
very helpfull post for everyone .i like this a lot
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Jowel Das Provas
Khuboi valo post ebong apnar post ti te amr post er link dekhe khub valo laglo, please rating my post,
Tomas Roy
nice