আপনার অবসর সময়টা যদি কিছু ইনকামের পিছনে ব্যয় হয় তাহলে মন্দ কি!! আজকে আপনাদের সামনে তুলে ধরবো এমন একটি সার্ভে ওয়েবসাইট যা দিয়ে আপনি সহজেই প্রতিদিন $2-$5 ইনকাম করতে পারবেন মাত্র ২ ঘন্টা ব্যায়ে।
এর আগে জানিয়ে রাখি অনলাইনে টাকা ইনকাম করা মোটেই সহজ কাজ নয়। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, বায়াররা আপনার পরিশ্রমের বিনিময়ে টাকা দিবে। তাই পরিশ্রম করার মানসিকতা থাকলে এই পোস্ট আপনার জন্য।
Google এর তৈরি সেরা ৫টি অ্যাপ।যা অনেক কাজে লাগে।
সার্ভে কি?
সার্ভের সহজ বাংলা হলো জরিপ। আমরা প্রায়ই বিভিন্ন পত্র-পত্রিকা বা ম্যাগাজিনে বিভিন্ন জরিপ দেখে থাকি। এই সকল জরিপের তথ্য সংগ্রহ করার জন্যই অনলাইনে পেইড সার্ভে করা হয়।
সাধারণত বিভিন্ন কোম্পানির পণ্যের গুনগত মান এবং বিক্রি বৃদ্ধির জন্য সাধারণ মানুষের নিকট থেকে যে মতামত গ্রহণ করা হয়, তাকে সার্ভে বলে। আর এই সার্ভে যখন অনলাইনে তথা কোন ওয়েবসাইটের মাধ্যমে নেয়া হয়, তখন তাকে অনলাইন সার্ভে বলে।
এসব অনলাইন সার্ভেতে সাধারণত কিছু প্রশ্ন করা হয়। এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আর বড় প্রশ্নের মধ্যে থাকে আপনার বয়স, পরিবারের অবস্থা, শিক্ষা জীবন, জীবনধারা, ঠিকানা ইত্যাদি। পণ্যের উপর নির্ভর করে অনেক সময় প্রশ্নও পরিবর্তন হয়ে থাকে।
সহজ ১০-৫০ টি প্রশ্নের উত্তর দিয়ে আপনি পেতে পারেন $0.10-$1 পর্যন্ত। প্রশ্ন গুলোর উত্তরের জন্য অপশন থাকবে, আপনি শুধু আপনার ইচ্ছামত অপশন সিলেক্ট করবেন। ব্যাস!
PAIDERA
এখন আমরা যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো তা হলো PAIDERA . এটি একটি জনপ্রিয় সার্ভে সাইট। এখানে সার্ভে ছাড়াও আপনি বিভিন্ন টাস্ক কমপ্লিট করে , কুইজের উত্তর দিয়ে বা গেমস খেলে আয় করতে পারবেন।
আয়ের পদ্ধতিঃ সার্ভে করে, টাস্ক কমপ্লিট করে, গেমস খেলে, কুইজ তৈরী করে , কুইজের উত্তর দিয়ে।
সাইন আপঃ Sign up for Paidera
কিভাবে পেমেন্ট পাবঃ পেইডইরার সবচেয়ে চমকপ্রদ দিক হলো এখান থেকে যেকোনো সময় পেমেন্ট নেয়া যায়। তবে শর্ত হলো আপনাকে সর্বনিম্ন $20 উইথড্র দিতে হবে।
এই সাইট থেকে আয় করার আরেকটি চমকপ্রদ ফিচার হলো বেশি বেশি রেফার করা। আপনি প্রতি ভেরিফাইড রেফারে $0.10 করে পাবেন। তাই আপনার বন্ধুমহলে আপনার রেফারেল কোডটি ছড়িয়ে দিন।
তো শুরু হয়ে যাক ফ্রিল্যান্সিং জগতে নতুন এক পথে চলা। ধন্যবাদ।
Tawhid
Thanks for Sharing with us.
abdus salam
thanks vai
Jahid Al Azom
Thanks for sharing