অনেকেই পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন। যাঁদের কম্পিউটার, স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ আছে, তাঁরা যথাযথ দক্ষ হয়ে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে কাজ করতে পারেন। সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন সেগুলো সম্পর্কে:
১. ফ্রিল্যান্সিং একটু কম বয়সে শুরু করা ভালো, কারণ পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন। তবে একাজে যথেষ্ট ধৈর্য থাকতে হবে।
২. প্রথমেই আপনাকে ইন্টারনেট সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি করতে হবে। এরপর আপনাকে খুঁজে বের করতে হবে কোন বিষয়টি নিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)https://bit.ly/2VmdKtr, গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট প্রভৃতি। এরপর ওই নির্দিষ্ট বিভাগ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করুন।
৩. আপনি এসইও নিয়ে কাজ করলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করবেন, যা আপনাকে একটি স্থায়ী ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।
৪. প্রাথমিক ধারণা লাভের জন্য আপনি ইউটিউবে খোঁজ করুন, পাশাপাশি ফ্রিল্যান্সিং কমিউনিটি যেমন আপওয়ার্ক বাংলাদেশ বা আরও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারেন।
৫. এরপর ভালো মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে নিজের প্রোফাইল তৈরি করুন।
https://www.fiverr.com/
https://www.upwork.com/
৬. কাজ শেখার পর স্থানীয় কিছু কাজ করে আপনি পোর্টফোলিও তৈরি করুন।
৭. পাশাপাশি আপনি ভালো একজন মেন্টর খুঁজে বের করতে পারেন।
৮. অনুরোধ থাকবে, আপনার পড়াশোনার ক্ষতি করবেন না। পড়াশোনার ফাঁকে সময় পেলে নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয় হাতেকলমে শিখতে পারেন।
eShikhon . com – ইশিখন.কম এর সেবা নিতে পারেন https://bit.ly/2v0B7hr
SD Dipu Roy
Visitor Rating: 5 Stars
Dipu Roy
ভাল কিছু দেয়ার জন্য উৎসাহিত করবেন
Shakil Adnan
ame o suru korce dowa cai
Dipu Roy
dowa roilo
Jowel Das Provas
khub valo laglo, kintu upwork e to profile approve korano tai ekta birat challenge, shunechi bangdeshi profile gulo bortmane aprrove korche na
Dipu Roy
aktu somoy lagtace vai
evaakter yasmin
onk valo laglo post ta.. tnxx valo kisute utsahito korar jno
Dipu Roy
ধন্যবাদ পাশে থাকার জন্য ,উৎসাহিত করবেন আর ভালো কিছু শেয়ার করার জন্য
evaakter yasmin
nice post
Dipu Roy
Tnx
md.nazmul islam
good post
Kibria
Helpful Post