How To Increase Website Traffic…
অনলাইনে আয়ের রয়েছে হাজার উপায়। কিন্তু তার মধ্যে একটি হল ব্লগিং করে আয়। ব্লগিং বলতে আমরা বুঝি কোন ওয়েবসাইট বা ব্লগ তৈরি যা থেকে আয় করা যায়। আসলে ব্লগ বা ওয়েবসাইট থেকে বিভিন্ন পদ্ধতিতে আয় করা সম্ভব। কিন্তু ভিসিটর না থাকলে কি আয় হবে ? হবে না। জন্য ব্লগ তৈরি করার পর SEO করতে হয় । অনেক দিন SEO করার পর হয়তো কিছু ভিসিটর মেলে । অনেক কষ্ট তাই না ? আমি আজ আপনাদের দেখাব কিভাবে কনো কষ্টও না করে বেশি ভিসিটর পাওয়া যায় ।
সাইটে ভিসিটর নেওয়ার একটি পধতি হচ্ছে Traffic Exchange. আপনি একজনের সাইট ভিসিট করলে অন্য একজন আপনার সাইট ভিসিট করবে । এইরকম অনেক সাইট রয়েছে । কিন্তু এই পধতিওতো কষ্টের , তাই না? ..আরে কষ্ট লাঘব করার জন্য আমি আছি তো । কোন কষ্ট হবে না এই রকম পদ্ধতি গুলই আমি আপনাদের জানাব ।
HitLeap–
HitLeap এই রকম একটি সাইট যেখানে আপনি রেজিস্ট্রেশান করার পর একটি ফ্রি সার্ফ করার সফটওয়্যার পাবেন এবং ঐ সফটওয়্যার ইচ্ছা মত চালু রেখে আপনি মিনিট আয় করতে পারবেন এবং ওই মিনিট অনুসারে ভিসিটির আপনার সাইটে নিতে পারবেন ।
কি ভাবে কি করবেন-
প্রথমে এই লিঙ্ক এ যান এবং রেজিস্ট্রেশান করুন।
Sign UP করার পর লগিন করুন। লগিন করে নিচের ছবির মত Traffic Exchange এ ক্লিক করুন এবং ” Download HitLeap Viewer” এ ক্লিক করে ডাউনলোড করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করুন এবং রান করান ও আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। “My website” এ ক্লিক করুন।
তারপর ” Submit website ” এ ক্লিক করুন এবং ওয়েবসাইট এর ঘরে আপনার ব্লগের লিঙ্ক টি পেস্ট করে “Submit” করুন।
আপনার সাইটের লোডিং টাইম অনুসারে সময় বারাতে অথবা কমাতে পারেন । তারপর Traffic Exchange এ ক্লিক করে নিচের ছবির মত ” Start” এ ক্লিক করুন।
কাজ শেষ। এখন সফটওয়্যারটিকে মিনিমাইজ করে রাখুন। আপনার মিনিট আয় শুরু হয়ে যাবে এবং চলতে থাকবে। আপনি যত বেশি মিনিট আয় করতে পারবেন আপনি তত বেশি আপনার সাইটে নিতে পারবেন। আপনি চাইলে আপনার সাইটে CPM অ্যাড লাগিয়ে এই পদ্ধতিতে আয় করতে পারেন ।
**আরো পড়ুন**
Pay Per Download– ফাইল আপলোড করে আয় করুন
Tawhid
Helpful Post .
Rakibul Hafiz
Visitor Rating: 5 Stars
Rifat
Kub. Vlo akta post
Rifat
Super post
Mohammad
Khub upokari post korechen. Tnx
Freelancer Sabbir
incometunes is trusted website.incometunes paid me money two times
Jowel Das Provas
oshadharon post likhchen vy, ntun der khetre onek kaje lagbe, aro bistarito chai, opekkhai roilam, dhonnobad
Kibria
Helpful post