নিজের পছন্দের গেমস খেলার সময় বা গুরুত্বপূর্ণ কোন কাজ করার সময় কম্পিউটার(PC) স্লো হয়ে গেলে মেজাজ বিগড়ে যায় না, এমন লোক খুবই কম পাওয়া যায়।
আপনি কি জানেন ? আমাদের PC স্লো হওয়া অথবা হ্যাং করার কারণ কি ?
হ্যাং হওয়ার সবথেকে বড়ো কারণ হলো আপনার কম্পিউটার ও মোবাইল এর ROM।
ROM এর পূর্ণ অর্থ হল (Read Only Memory), এটি আসলে কম্পিউটারের স্থায়ী মেমোরি। বলতে পারেন ROM হল মেইন মেমোরির অংশ বিশেষ। কম্পিউটার মেমোরির এই অংশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত সমস্ত ত্যথাবলি এবং অ্যাসকি (ASCII) কোড লিপিবদ্ধ থাকে। কম্পিউটারের পাওয়ার Off করলেও ROM এ সঞ্চিত কোন তথ্য বা ডাটা মুছে যায় না। Computer ROM এ কোন ধরনের নতুন তথ্য বা ডাটা সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করা যায় না। তাহলে বুঝতেই পারছেন ROM এ কেবল মাত্র একবারের জন্য কোন তথ্য লেখা যায়। এর একবার লেখা হয়ে গেলে চিরদিনের জন্য সেটি লিপিবদ্ধ হয়ে যায়।
টিমভিউয়ার দিয়ে যেকোন কম্পিউটারে প্রবেশ করবেন
এবার চলুন জেনে নেই কিভাবে আপনার PC এর রোম কিভাবে বাড়াতে পারবেন। আপনাকে যদি জিজ্ঞেসা করি ,আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন? আপনার উত্তর হবে “উইন্ডোস“ অথবা “লিনাক্স“ । আমাদের দেশে যেহেতু উইন্ডোস বেশি জনপ্রিয় তাই আমরা এখন উইন্ডোস নিয়ে আলোচনা করবো।
উইন্ডোস এর একটি চকমপ্রদ ফিচার হলো রেডিবুস্ট সাপোর্ট। আমরা ইচ্ছে করলেই আমাদের PC এর গতি বাড়াতে আলাদা স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে পারি, যেমনঃ পেন্ড্রাইভ। চলুন দেখি কাজটি কিভাবে করা যায় –
স্টেপ ১ঃ প্রথমে আপনার পিসিতে পেন্ড্রাইভটি প্রবেশ করান।
স্টেপ ২ঃ এবার ফাইল এক্সপ্লোরারে প্রবেশ করে পেন্ড্রাইভটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং আগত কন্টেক্সট মেন্যু থেকে PROPERTIES এ ক্লিক করুন।
স্টেপ ৩ঃ স্ক্রীনে পেন্ড্রাইভের Properties উইনডোটি প্রদর্শিত হবে। এরপর Ready Boost ট্যাবে ক্লিক করুন।
স্টেপ ৪ঃ এখানে Do not use this device, Dedicate this device to Ready Boost এেং Use this device নামে তিনটি অপশন পাবেন। এরমধ্যে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করলে আপনি পুরো পেন্ড্রাইভটি ROM হিসেবে ব্যবহার করতে পারবেন।
স্টেপ ৫ঃ নির্দিষ্ট অপশন সিলেক্ট করার পর Apply তে ক্লিক করুন ।
স্টেপ ৬ঃ প্রক্রিয়া শেষ হওয়ার পর Ok তে ক্লিক করুন।
ওয়েল ডান! আপনার পেন্ড্রাইভটি এখন ROM হিসেবে ব্যবহৃত হচ্ছে।
পেন্ড্রাইভটিকে পুর্বের অবস্থায় ফিরিয়ে নিতে স্টেপ ৪ এ প্রথম অপশনটি সিলেক্ট করুন এবং স্টেপ ৫ ও ৬ রিপিট করুন।
ধন্যবাদ।
Tawhid
Visitor Rating: 5 Stars
Tawhid
Very informative Post..
Kibria
Helpful post
Jowel Das Provas
Very nice post. I have learnt a lot of things from this post. Thanks a lot for your nice post. Keep it up. . .
Hasan Tahsin
Thanks
abdus salam
আমি যতটুকু জানি তা সম্ভব না।
Md Jibon
Informative post