Adsense কি?
এ্যডসেন্স হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন এর একটি এডভারটাইজিং প্রোগ্রাম।
গুগল থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই বিজ্ঞাপন শো করার জন্য কোন একটি ফ্লাটফর্ম থাকতে হবে, যেমন কোন ওয়েব সাইট অথবা ইউটিউব।
আপনি বলতে পারেন ওয়েব সাইট বানাতে ত অনেক টাকা খরচ পারবে আমি মনে করি আপনারা টাকা দিয়ে ওয়েব সাইট তৈরি না করে,ফ্রি ব্লগ সাইট তৈরি করুন। কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করে এডসেন্স থেকে ইনকাম করবেন নিচে বিস্তারিত দেওয়া হল।
কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট বানাবেন?
১.আপনাকে অবশ্যই একটা গুগল একাউন্ট থাকতে হবে অর্থাৎ gmail account. যদি একাউন্ট না থাকে তবে
একটা নতুন একাউন্ট খুলে নিন।
২. এবার আপনি লগ ইন করুন এখন আপনার ব্রাউজারে টাইপ করুন https://www.blogger.com।
মার্ক করা চিহ্ন টি তে ক্লিক করুন। এবার দেখুন New blog একটা অপশন আছে,এবার এটাতে ক্লিক করুন।
এবার দেখুন নিচের চিত্রের মত একটা পেজ।
৩. ক্লিক করার পর দুইটা বক্স আসবে ,আপনি যে ধরনের ওয়েব সাইট বানাতে চান তার টাইটেল দিন,
এখন একটা address দিতে হবে, আর হাঁ এই টা ই হবে আপনার ওয়েবসাইট এর নাম।
নিচের চিত্রের মত।
ব্যস আপনার আপনার সাইট হয়ে গেছে।দেখুন নিচের চিত্রের মত হয় নাকি।
ওয়েব সাইট তৈরি হয়ে গেলে যা করবেন?
এখন Dashboard টি দেখতে পারছেন এটা আপনার এডমিন পেনেল।
create new ক্লিক করে আপনি আপনার ওয়েব সাইটে পোস্ট করতে পারবেন ।
এখন আমি মনে করছি এ্যডসেন্স করার জন্য আপনার একটি উপযুক্ত ফ্লাটফরম আছে ।
এবার আপনাকে আপনার ওয়েবসাইট এর ভজিটর বাড়াতে হবে ।
কারন আপনার ওয়েবসাইট যদি ভিজিটর না থাকে আপনি এ্যডসেন্স একাউন্ট করতে পারবেন না।
আপনি আপনার ওয়েবসাইট টিকে এস ই ও করে ভিজিটর বাড়াতে পারেন এবং ফেসবুক মার্কেটিং অর্থাৎ সোশাল মার্কেটিং
করবেন। আপনার ওয়েবসাইট এর বয়স যখন ৬ মাস হবে এবং আপনার সাইট এর ভিজিটর ভাল তখন আপনার ওয়েবসাইট টি এ্যডসেন্স এ যুক্ত করতে পারবেন
ধন্যবাদ….
Mohammad bashir uddin
Very good post and it will be helpful for all freelancer
Mohammad bashir uddin
We know from your post about google Adsense and how to creat a free website for further.
Rifat
very helpfull post for everyone .i like this a lot
Jowel Das Provas
onek onek valo likha , apnar likha gulo sotti e so so informative, apnake top member der list e dekhte chai bro
Tomas Roy
wowsss
Tawhid
Onek Important Post.
Md Hasib
Good
Jahid
Visitor Rating: 3 Stars