ফ্রিল্যান্সিং কথাটি গত কয়েক বছর আগেও আমাদের কাছে অপরিচিত একটি শব্দ ছিল। কিন্তু সময় টা এখন 2020 সাল। সব কিছুর সাথে পরিবর্তন হয়েছে মানুষের কাজকর্মের প্লাটফর্মেরও ।অনলাইন টা যেন আমাদের নিত্যদিনের কাজকর্মের প্লাটফর্ম হয়ে উঠেছে। ছোট থেকে বড় সব ধরনের মানুষ এখন অনলাইন ব্যাবহার করে থাকে।
আর এই অনলাইন ব্যাবহার এর মাত্রা আমাদের ফ্রিল্যান্সিং এর সাথে পরিচয় করিয়ে দেই। ঘরে বসে অনলাইনের সাহায্যে দেশ বিদেশের ছোট বড় যে কোন ধরনের কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং কথাটার সাথে আমরা সকলেই পরিচিত।কিন্তু আমরা অনেকেই জানি না ফ্রিল্যান্সিং কি , কেন করবেন,কিভাবে শুরু করবেন নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার । আজ আমরা আলোচনা করবো ফ্রিল্যান্সিং কেন করবেন, কিভাবে করবেন, কত টাকা আয় করবেন এই বিষয়ে।
ফ্রিল্যান্সিং কেন করবেন?
ফ্রিল্যান্সিং করার সব থেকে বড় সুবিধা আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন। ঘরে বসে অনলাইন ব্যাবহার এর মাধ্যমে আমরা যে কাজ করে থাকি তাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা।
এটির সব থেকে বড় সুবিধা আপনি আপনার নিজের ইচ্ছা মত কাজ করতে পারবেন। ধরেন আপনি কোন কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন সময় মত অফিসে জেতে হবে,সময় মত কাজ শেষ করতে হবে,এবং কাজ শেষে বাসায় ফিরতে হবে।
অনেকের কাছে এই ভাবে চাকরি করাটা বিরক্তিকর লাগে। এমন কি আমার কাছেই খুব বিরক্তকর লাগে। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি আপনার ইচ্ছামত কাজ করতে পারবেন। আপনাকে কোন অফিসে জেতে হবে না। আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন। এ জন্য আমি মনে করি ফ্রিল্যান্সংকে নিজের ক্যারিয়ার হিসেবে নিলে আপনি আপনার জীবনকে সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন।
আমরা অনেক মানুষ যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী কিন্তু আমরা জানি না ,কি কি শিখলে আমরা ফ্রিল্যান্সিং করতে পারব এবং কোন কোন কাজগুলো আমাদেরকে শিখতে হবে তাহলে আমরা ফ্রিল্যান্সিং করতে পারব ফ্রিল্যান্সিং শেখার অনেক কাজ রয়েছে আপনি যেকোনো একটি ক্যাটাগরিতে কাজ শিখতে পারেন এবং যে কোন একটি ক্যাটাগরিতে কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন তবে ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় কয়েকটি কাজ হচ্ছে সেগুলো হলো গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভলপমেন্ট এস ইউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিং কনটেন্ট রাইটিং এপস ডেভলপমেন্ট এই কাজগুলি আপনি যেমন ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং করতে পারবেন তেমনি পাশাপাশি এগুলো হচ্ছে আপনার একটি দক্ষতা যেটি আপনি যে কোন একটি জায়গায় কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন ।
কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার :
আমরা সকলেই জানি ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা বা অনলাইনে কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করা । কিন্তু আমারা অনেকেই জানি না । কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়। কিভাবে অনলাইনে কাজ করতে হয় আর কি ধরনের কাজ করতে হয়।আপনি যদি ভেবে থাকেন ফ্রিল্যান্সিং মানে শুধু একটি কম্পিউটার আর অনলাইন সম্পর্কে সাধারন কিছু যানা থাকলেই ফ্রিল্যান্সিং করতে পারবেন। তাহলে আপনি ভুল জানেন। বাইরে চাকরি করার থেকে ঘরে বসে আয় করা টা সহজ হতে পারে। কিন্তু ঘরে বসে এই কাজ পাওয়া টা অনেক কঠিন। আপনি যদি ধরে নিয়ে থাকেন যে ফ্রিল্যান্সিং মানে শুধু ঘরে বসে কম্পিউটার টিপাটিপি করা তাহলে আনার এই ভুল ধারনা আগে বদলান।
তার পর যে কোন বিষয়ের উপর কাজ শিখুন। সত্য কথা বলতে আপনি যদি কোন কাজ না পারেন তাহলে আপনি কোন ক্ষেত্রে সফল হতে পারবেন না। সব জায়গায় আপনার কাজ করার দক্ষতার গুরুত্ব টাই সব থেকে বেশি। উদাহারন হিসেবে বলা যায় ধরুন আপনি একজন রিকশা চালক সে ক্ষেত্রে আপনাকে শ্রমজীবী মানুষ বলা হবে কিন্তু এই রিকাশা চালানোর জন্য আপনাকে রিকশা চালানো শিখতে হয়েছে। ঠিক তেমন ভাবে একজন গ্রাফিক্স ডিজাইনার বা ওয়েব ডেভেলপর যদি অনলাইনের মাধ্যমে কাজ করে তাকে ফ্রিল্যান্সার বলা হয় ।
কিন্তু তার এই ফ্রিল্যান্সার হওয়ার জন্য তাকে গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপিং শিখতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং একটা বিষয় খেয়াল রাখবেন আপনাকে কাজ শিখতে হবে। কোন কাজ না জানলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না বা অন্য কোথাও জব করতে পারবেন না। এখন একটা প্রশ্ন আসতে পারে আমি কি কাজ শিখবো? বর্তমানে অনেক ধরনের কাজ দিয়েই আপনি শুরু করতে পারবেন। অনালাইনে ফ্রিল্যান্সার দের কাজের কোন অভাব নেই।
আপনার যদি মনের ভিতর চিন্তা থাকে যে আপনি অনলাইনে আয় করবেন কিন্তু কোন কাজ শিখবেন না। তাহলে ভাই বলতে খারাপ লাগ্লেও সুনতে হবে আপনি ঘোড়ার ডিম ছাড়া আর কিছু পাবেন না। সুতরাং বার বার এক কথায় বলতেছি কাজ শিখুন। এখন আপনাদের কয়েকটি কাজ এর কথা বলতেছি এই গুলো শিখতে পারেন।
বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেমনhttps://www.incometunes.com/ ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার যদি আপনি ফ্রীল্যান্স মার্কেটপ্লেস এ কাজ করতে আগ্রহী হন তাহলে আপনার সেখানেও কাজ করতে পারেন এবং আপনি যদি চান অফলাইনে কাজ করবেন তাহলে আপনি এই কাজটি অফলাইনে করে ইনকাম করতে পারেন অথবা আপনি যদি চান আপনি নিজের কিছু ডিজিটাল প্রোডাক্ট তৈরি করবেন যেমন বিভিন্ন ধরনের টেমপ্লেট ডিজাইন এগুলো তৈরি করে আপনার নিজের ওয়েবসাইটে বিক্রি করে দিতে পারবেন এর মাধ্যমে ইনকাম করতে পারবেন তাছাড়া আপনি গ্রাফিক্স ডিজাইন এর উপরে বিভিন্ন ধরনের কোর্স এবং টিটোরিয়াল পাবলিশ করতে পারেন সেগুলো এডুকেশন সাইটে পাবলিশ করে আর্নিং করতে পারেন অথবা ইউটিউবে এগুলো টিউটিরিয়াল পাবলিশ করে আর্নিং করতে পারবেন ।
সাধারনত এই ক্যাটেগরি এর কাজ গুলো অনালাইনে সব থেকে বেশি করা হয়। এ ছাড়া যে আর কোন কাজ নেই এমন কিন্তু না। এছাড়া অনেক রকমের কাজ আছে যেগুলো আপনি শিখতে পারেন। তাছাড়া এমন অনেক ক্যাটেগরি এর কাজ আছে যে গুলোর উপর আপনার প্রশিক্ষন না নিলেও করতে পারবেন। কিন্তু সেই কাজ গুলো করার দক্ষতা থাকতে হবে। যেমন ধরেন আপনি একজন শিক্ষক। তাহলে আপনি অনলাইনের মাধ্যমে শিক্ষকতা করতে পারবেন।
অনলাইনে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম এর মত হাজারো মার্কেটপ্লেস রয়েছে যেখানে আপনি আপনার দক্ষতা প্রয়োগ করে উপার্জন করতে পারবেন। এই ধরনের মার্কেটপ্লেসে একাউন্ট করতে ২-৩ মিনিট সময় লাগে কিন্তু আপনি যদি কাজ না জানেন তাহলে কাজ পাবেন কোথায় তাই কাজ শিখে ঝাপিয়ে পড়ুন এই মার্কেটপ্লেস গুলোতে দেখবেন সফলতা হাতের মুঠোই।
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায় প্রতিমাসে ?
অনেকের মনে এই প্রশ্ন ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়। সবার প্রশ্নের এক উত্তর আপনার কাজের উপর নির্ভর করবে আপনি কত টাকা আয় করতে পারবেন। অনলাইন এমন একটি জায়গা যেখানে সারা বিশ্বের মানুষ এক সাথে একত্রিত ভাবে জড়িয়ে আছেন।এখানে আপনি কোন দেশে বসবাস করেন সেটা দেখার বিষয় না।
আপনি কতটুকু দক্ষতার সাথে কাজ করেছেন সেটি দেখার বিষয়। সুতরাং আপনার দক্ষতা অনুজায়ী অফালাইনে কাজ করার থেকে অনলাইনে কাজ করে বেশি উপার্জন করতে পারবেন। ধরুন বাংলাদেশে আপনি অফলাইন একটি প্রতিষ্ঠানের লোগো ডিজাইন করে দিলেন। যেহেতু প্রতিষ্ঠান টি বাংলাদেশের সুতরাং আপনি বাংলাদেশের রেটে আপনার এই কাজটি করার জন্য অর্থ পাবেন। কিন্তু আপনি অনলাইনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এর কোন প্রতিষ্ঠানের লোগো ডিজাইন করে দেন সেক্ষেত্রে আপনি অর্থ বেশি পাবেন। সুতরাং সেতা যেই কাজ হোক না কেন অনলাইনে আপনি ইনকাম টা একটু বেশি পাবেন।
মতামত :
যে কোন ক্যাটাগরিতে কাজ শিখলে আপনি ইনকাম করতে পারবেন এই সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে আপনি কোন কাজটি করতে পারবেন এবং কোন কাজ করতে আগ্রহী আপনি সেই কাজটি শিখুন খুব দ্রুত আপনার সফল হতে পারবেন ।
SD Dipu Roy
Visitor Rating: 5 Stars
Anonymous
Visitor Rating: 3 Stars
Miraj Selim
Vai thanks onek kiso janlam.
Dipu Roy
Wellcome …
Freelancer Sabbir
professional post
Freelancer Sabbir
best
Freelancer Sabbir
excellent dst
Freelancer Sabbir
hobeki
Freelancer Sabbir
i need your help
Freelancer Sabbir
wow
Freelancer Sabbir
https://freelancinginstituteworld.blogspot.com/2020/02/income-100-payment-by-creating-short.html
Freelancer Sabbir
assa
Freelancer Sabbir
khele de
Freelancer Sabbir
osthir