আপনিও কি দেরিতে ফোন চার্জ হওয়ার মত সমস্যায় ভুগছেন? পরিত্রান পেতে চান এই সমস্যা থেকে? তাহলে আপনাকে আর বেশি দূরে যেতে হবে না এই পোস্টটিই আপনার জন্য যথেষ্ট। তাহলে চলুন আর দেরি না করে নেমে পড়ি সমস্যার মূল কারন ও তার সমাধান খুঁজতে।
বর্তমানে মোবাইলে ছাড়া চলার কথাতো ভাবাই যায় না, যদি আপনাকে ২টা অপশন দেয়া হয় যার একটিতে সুন্দর বাসা, ভালো মন্দ খাবার সাথে আরাম আয়েশের সব আয়োজন কিন্তু থাকবে না কোন মোবাইল বা ইন্টারনেট। অপর অপশনে তেমন কিছু না থাকলেও যদি একটা স্মার্টফোন দেয়া হয় তাহলে বেশিরভাগ মানুষই দ্বিতীয় অপশনটিই বেছে নিবে।
জনপ্রিয়তার তুঙ্গে থাকা Top Page Ranked ব্লগের তালিকা
কারন আপনার হাতে মোবাইল থাকা মানে সারা দুনিয়া যেন আপনার হাতে। আপনার একাকিত্তের সঙ্গি হয়ে উঠবে সেই মোবাইলটি, এ থেকেই বুঝা যায় বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এই মোবাইল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু সেই গুরুত্বপূর্ণ জিনিসটাই যদি ঠিক মত সার্ভিস না দেই তখনি বাঁধে বিপত্তি। যেমন বর্তমানে এটি একটি কমন সমস্যা যে মোবাইলে চার্জ হতে অনেক সময় লেগে যায়।
কিছু কিছু সময় দেখা যায় স্বাভাবিকের তুলনায় আমাদের মোবাইল বেশিক্ষণ চার্জে দিতে হয় আবার এমন কিছু সময় সারারাত নিজের মোবাইলে চার্জে দিয়ে রাখলে ও সকাল হলে দেখা যায় মোবাইলে ফুল চার্জ হয়নি। আবার কারো ক্ষেত্রে দেখা যায় এক বা দুই ঘন্টার ভিতরে মোবাইল এর চার্জ ফুল হয়ে যায়। আপনি কি জানেন কেন এমন হতে পারে তাহলে আজ জেনে নিন কেন চার্জ এর এই অবস্থা আর কিভাবে চার্জ দিলে মোবাইল এ দ্রুত চার্জ এবং মোবাইল দীর্ঘস্থায়ী হবে।
চার্জে ক্যাবল এর ব্যবহারঃ
চেষ্টা করুন, মোবাইল এ চার্জ দেওয়ার জন্য আপনি যে ক্যাবল টা ব্যবহার করেন সেই ক্যাবল দিয়ে যেন আর কোন কাজ করা না হয় কারণ একাধিকবার চার্জ দেয়া বা অন্যান্য কাজ করার কারণে ভিতরে পিনটা বেঁকে গিয়ে থাকতে পারে। যার কারনে আপনার মোবাইলে চার্জ উঠতে পারে না। যদি এমনটি হয় তাহলে যত দ্রুত সম্ভব ক্যাবলটি পরিবর্তন করে নিন এতে আপনার মোবাইলে চার্জে উঠবে দ্রুত।
ব্যাটারি সমস্যা:
অনেক সময় দেখা যায় চার্জার বা ক্যাবল ঠিকঠাক রয়েছে কিন্তু ব্যাটারীতে ভালো চার্জ হচ্ছে না বা মোবাইল চার্জ হচ্ছে না চার্জ হলেও দ্রুত শেষ হয়ে যাচ্ছে অথবা আস্তে আস্তে ধীরগতিতে ফোনে চার্জ নিচ্ছে তাহলে বুঝবেন যে আপনার মোবাইল এর ব্যাটারি সমস্যা। এরকম করে চার্জ কমে যাওয়া বেড়ে যাওয়া ব্যাটারি সমস্যারি লক্ষন। তাই যথাসম্ভব ব্যাটারি পরিবর্তন করুন তাহলে দেখবেন সমস্যার সমাধান হতে পারে এতে মোবাইলে চার্জে উঠবে দ্রুত।
100 Percent Free তে 9 টি কোর্স করার সুযোগ
ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করাঃ
অনেক সময় মোবাইল চার্জে দিয়ে ফোন চালানোর কারণে ফোন ধীরে ধীরে চার্জ উঠে এতে ব্যাটারির সমস্যা হতে পারে তাই ফোন চার্জে দিয়ে কখনই ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ব্যবহার করবেন না। কারণ এতে আপনার ডিসপ্লে টা অন থাকে তাই চার্জ কেটে নেই সেজন্য চার্জে রেখে এই ধরনের ইন্টারনেট ব্যবহার বন্ধ করুন দেখবেন মোবাইলে চার্জে উঠবে দ্রুত।
১৫ সেরা এন্ড্রয়েড মোবাইল টিপস এবং ট্রিকস (Android tips & tricks)
চার্জিং পার্সেন্ট সমস্যাঃ
অনেক সময় দেখা যায় আমাদের ফোনে চার্জ হুট করে বেড়ে যায় আবার কমে যায় এটা হল আপনার ফোনের চার্জারের সমস্যা তাই যত দ্রুত সম্ভব চার্জার তাড়াতাড়ি পাল্টে ফেলুন তাহলে দেখবেন আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং মোবাইলে চার্জ উঠবে দ্রুত।
চার্জার বৈদ্যুতিক লাইনে লাগিয়ে রাখবেন নাঃ
তাছাড়া ফোন যখন চার্জে দেয়া হয় তার আগে থেকে কিন্তু চার্জার কখনো বৈদ্যুতিক লাইনে দিয়ে রাখবেন না কারণ এতে আস্তে আস্তে চার্জারের টেম্পারেচার নষ্ট হয়ে যায় এবং আপনার চার্জের পরিমাণ টাও খুব আস্তে আস্তে উঠতে থাকবে। সুতরাং শুধুমাত্র চার্জ দেয়ার সময় চার্জারটি সংযুক্ত করুন আর চার্জ হয়ে গেলে চার্জারটি বৈদ্যুতিক লাইন থেকে খুলে রাখুন, এতে ভালোই ফল পাবেন।
তো বন্ধুরা এই ছিল ফোন দেরিতে চার্জ হওয়ার কিছু কারন ও তার সহজ সমাধান। এই কারনগুলো একটু খেয়াল করলেই আপনার ফোনটিও চার্জ গ্রহন করবে দ্রুত এবং টিকবেও বেশিদিন। আশা করি পোস্টটি ভালো লেগেছে এই রকম আরও ভালো ভালো টিপস পেতে ইনকাম টিউনসের সাথেই থাকুন।
পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় শেষ করছি।
আরো পড়ুন > >
Pattern লক খোলার 1টি Magical টিপস
সহজেই বাড়িয়ে নিন Internet ইন্টারনেটের গতি
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars