আপনি হয়তো অনেকবারই মনে মনে চিন্তা করেছেন, “আমার এক্স কি মাঝে মাঝে আমার ফেসবুক প্রোফাইল ভিজিট করে? ইশ, যদি দেখতে পারতাম!” কিংবা আপনি যে লোকজনের ফেসবুক প্রোফাইল ভিজিট করছেন তা কি তারা জানতে পারে?
লিংকডইনে আপনি হয়ত খেয়াল করেছেন, কেউ আপনার লিংকডইন ভিজিট করলে আপনি নোটিফিকেশন পান। এরকম নোটিফিকেশন কি ফেসবুকের ক্ষেত্রেও পেতে ইচ্ছে হয় আপনার? সেটা সম্ভব কিনা তা নিয়ে প্রায়ই ভাবেন?
তাহলে অত্যন্ত দুঃখের সাথেই আপনাকে জানাতে হচ্ছে যে এই জিনিসটা জানা আপনার-আমার কারো পক্ষেই সম্ভব নয়। কারণ?
কারণ ফেসবুক নিজেই। ফেসবুক প্রতিদিন আমাদের প্রোফাইল সম্পর্কে হাজার হাজার ডেটা কালেক্ট করছে। এর মাঝে কিছু জিনিস ফেসবুক শুধু আপনাকেই দেখাচ্ছে, কিছু পাবলিকলি দেখাচ্ছে, কিছু জিনিস আপনার বন্ধুবান্ধবদেরকেও দেখাচ্ছে, আবার এমন কিছু জিনিস আছে যেগুলো ফেসবুক কারো জন্যই উন্মুক্ত করে না। তেমনি আপনার ফেসবুক কে কে ভিজিট করছে তা ফেসবুক নিজে জানলেও আপনাকে জানাচ্ছে না।
এ ব্যাপারে ফেসবুক তেমন কোনো ব্যাখ্যা প্রদান না করলেও তাদের হেল্প পেইজ খুঁজে নিম্নোক্ত বক্তব্য পাওয়া গেছে–
“ফেসবুক কাউকে আপনার প্রোফাইল কে কে ভিজিট করেছে তা ট্র্যাক করতে দেয় না। থার্ড পার্টি অ্যাপগুলোও আপনাকে এই সুবিধা দিতে পারবে না।” যদি কোন অ্যাপ এই ধরনের দাবী করে তাহলে দয়া করে অ্যাপটির বিরুদ্ধে আমাদের কাছে রিপোর্ট করুন।
কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক ক্রোম এক্সটেনশন কিংবা থার্ড পার্টি ওয়েব অ্যাপ দাবী করছে যে তাদের অ্যাপ এর সাথে আপনার প্রোফাইল কানেক্ট করলে তারা আপনাকে আপনার প্রোফাইল কে কে ভিজিট করেছে তা দেখতে দিবে।
কিন্তু ফেসবুকের অফিশিয়াল বিবৃতি থেকে এটা স্পষ্ট যে থার্ড পার্টি অ্যাপগুলো আপনাকে এই সুবিধা কখনোই দিতে পারবে না। কারণ থার্ড পার্টি অ্যাপ ফেসবুকের নির্দিষ্ট কিছু তথ্যের বাইরে আপনার সম্পর্কে তেমন কিছু জানতে পারে না।
তাই আপনার প্রোফাইল ভিজিটর দেখানোর কথা বলে এসব অ্যাপ মূলত আপনার পার্সোনাল ইনফর্মেশন ও কন্ট্যাক্ট ইনফো দেখে নিচ্ছে। পাশাপাশি অনেক অ্যাপ আবার এই ফিচারের কথা বলে টাকাও দাবী করে। মূলত এগুলো শুধুই স্ক্যাম।
বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ আপনাকে এরকম বিভিন্ন ফিচারের লোভ দেখিয়ে আপনাকে ফাঁদেও ফেলতে পারে। যার ফলে আপনি আপনার মূল্যবান আইডিটিও হারাতে পারেন। তাই এসব ফিচারের লোভে থার্ড পার্টি অ্যাপগুলো ব্যবহার না করাই হবে বুদ্ধিমানের কাজ। আপনি এসব সার্ভিস ইতিমধ্যে ব্যবহার শুরু করলে দ্রুত সার্ভিসগুলো আপনার প্রোফাইল থেকে ডিসকানেক্ট করে নিন।
Ahasun ahamed Suage
Nice post
Tawhid
Rating din jate post er man bujhte pari.
Md Jibon
মনে করছিলাম ভিজিটরদ্বখার উপায় জানতে পারবো। কিন্তু আসলেই দেখার কোনো উপায় নাই।