আজকের পোষ্টটি হলে ফেসবুক লাইট সম্পর্কে|ফেসবুক লাইট ডার্ক মোড করবেন কিভাবে সেটাই আজ আমি এই পোষ্ট এ দেখাবো|
গুগল ক্রোম,টুইটার,মেসেঞ্জার ডার্ক মোড করা গেলেও ফেসবুক লাইড ডার্ক মোড করার কোনো অপশন দেয়নি ফেসবুক|
ফেসবুক প্রোফাইল কে ভিজিট করলো জানা যায়?
কিন্তু কাল যখন আমি ফেসবুক লাইড এপটি ঘাটাঘাটি করতেছিলাম,তখন এই ফিচারটি(ডার্ক মোড) আমার চোখে পড়ে|
তাই আজ আপনাদের সাথে শেয়ার করতেছি|
তো,,এর জন্য আপনাকে ফেসবুক লাইট এর অফিসিয়াল latest version টা ডাউনলোড করতে হবে,,আশা করি প্লে-স্টোর এ পেয়ে যাবেন,,সমস্যা হবে না|Beta version টা ডাউনলোড করবেন,,,এতে নতুন ফিচার গুলো সবার আগে পাবেন,,এর জন্য প্লে-স্টোর এ গিয়ে Facebook lite লিখে সার্চ করতে হবে,অতঃপর,Scroll down করে নিচে এসে Beta version এ জয়েন করতে হবে,,,
ফেসবুকের 3D ফটো এখন সবার জন্য!
কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন যে আপনি বেটা টেষ্টার হয়ে গেছেন,,
তারপর এপটি ডাউনলোড দিন,,
এপ ডাউনলোড করার পর বেটা তে জয়েন করলে আবার আপডেট চাবে,,তাই আগে বেটা তে জয়েন করুন,তারপর ডাউনলোড করবেন|
ফেসবুকে যেসব কাজ ভুল করেও করবেন না
দেখুন,,অন্যান্য সবার মতো আমার আইডি টাও সাধারন আছে,,

3 ডট অপশনে যান,,
scroll down করে নিচে আসুন,,
Settings এর পাশে যে arrow বাটন আছে সেখানে ক্লিক করুন,,
নিচে দেখুন Dark Mode নামে একটা অপশন আছে,,

ক্লিক করুন,,

দেখুন,,ডার্ক মোড হয়ে গেছে,,

Tawhid
Very Good post.
Ahasun ahamed Suage
Thanks vai
Md Jibon
Easy task, though good presentation.
Ahasun ahamed Suage
Thanks for your comment
Jowel Das Provas
Khuv valo likhchen. Khub upokare asbe. Apnar post ti asolei knowledgeable. Many many thanks for this post