আপনার বিস্তৃত অনলাইন জীবনকে ম্যানেজ করার জন্য ডিগসবাই নিয়ে অনেক আগেই লিখেছি। এই অনলাইন জীবন এর একটি গুরুত্বপূর্ন সাবজেক্ট হল পাসওয়ার্ড ম্যানেজমেন্ট।
এই সাবজেক্টে কিন্তু ফেল মারলে শেষ! কতজন যে এই কারনে কত রকমের সমস্যায় ভূগেছে তার কোন ইয়াত্তা নাই। আমরা সবাই ভিন্ন ভিন্ন সাইটে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি।
তাই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটাই অস্বাভাবিক রকমের ভয়ংকর হয়ে উঠতে পারে একটুখানি অসতর্কতার কারনে। তাই রিস্ক না নেয়া টা ই বুদ্ধিমানের কাজ হবে।
আমরা অনেকেই অনলাইন পাসওয়ার্ড ম্যানেজমেন্ট “পাসপ্যাক” এর সাথে পরিচিত। পাসপ্যাক তাদের ডেস্কটপ ভার্সন রিলিজ করেছে। ডেস্কটপের এই ভার্সন আরও অধুনিক করে তৈরী করা হয়েছে। এই ডেস্কটপ ভার্সনে আপনার পাসওয়ার্ড গুলো কে ম্যানেজ করার পর পর অটোমেটিক্যালি তা তাদের অনলাইন সার্ভিসের সাথে সিন্ক্রোনাইজ করে নেয়।
যার ফলে আপনাকে কষ্ট করে পাসপ্যাকে আর অ্যাকাউন্ট করার ঝামেলা পোহাতে হবে না। আর যতবার আপনি আপনার পাসপ্যাকের কনটেন্ট আপলোড করবেন ততবার তা অটোমেটিক্যালি সিন্ক্রোনাইজ করে নেবে।
পাসপ্যাক ফিচারগুলো হলো
- ১. টপ সিকিউরিটি, সু্ন্দর ইন্টারফেস এবং সহজে ব্যবহার করার উপযোগী।
- ২. পাসপ্যাকের সাইটে না গিয়েও আপনার সকল পাসওয়ার্ডে এক্সেস করতে পারবেন।
- ৩. আপনার যদি এখনই একটি পাসপ্যাকের অনলাইন একাউন্ট থেকে থাকে তাহলে ডেস্কটপ ভার্সন ইন্সটল করার সময় তা ব্যাকআপ করে নিতে পারবেন।
- ৪. বেটার ফ্লো ম্যানেজমেন্ট – অনলাইন থেকে ডেস্কটপ ভার্সনে।
- ৫. আনলিমিটেড পাসওয়ার্ড স্টোরেজ।
Passpack
অফিসিয়াল সাইট @ Passpack
**আরো পড়ুন**
ব্লগে ভিসিটর নেই? ফ্রিতে লক্ষ লক্ষ ভিসিটর (Part-2)
Tomas Roy
nicesss
Tawhid
Onek Mulloban Ekoti Post.Valo Laglo
Freelancer Sabbir
incometunes is trusted website.incometunes paid me money two times
Rifat
Post ta pora onek vlo laglo
Jowel Das Provas
very well post. apnar post guli sotti e oshadharon, ami khuv enjoy korchi, ebong onek kichu shikchi o, dhonnobad