দেখে নিন আপনার উইন্ডোজ এ কিভাবে নীল আলো চালু করবেন। সকল ইলেকট্রিক ডিভাইজ যেমন ধরুন আপনার মোবাইল কম্পিউটার ইত্যাদির স্কিন থেকে যে নীল আলো বের হয় সেটা আমাদের সাস্থের অনেক ক্ষতিকর।
আপনার কম্পিউটারের ডিফেন্ডার(Defender) ডিজেবল করুন খুব সহজে(windows 10)
তো আপনি যদি আপনার কম্পিউটারে নীল আলোর ফিল্টার ইউজ করেন তাহলে আপনার কম্পিউটার এই নীল আলো উৎপন্ন করা অনেক অংশে কমিয়ে দেবে। ফলে আপনার সাস্থ ঝুঁকিও অনেক কমে যাবে তাই না!। তো বন্ধুরা এই আর্টিকেলে আমি আপনাদের দেখাব কিভাবে আপনার উইন্ডোজ কম্পিউটারে নীল আলোর ফিল্টার এনাবল করতে হয়।
PC থেকে Control করুন আপনার Android ফোন।Airdroid
কিভাবে নীল আলোর ফিল্টার এনাবল করবেন:
এখন তো উইন্ডোজ 7 ডেড হয়ে গেছে তাই বেশির ভাগই উইন্ডোজ 10 ইউজ করেন তাই উইন্ডোজ 10 এ কিভাবে এনাবল করবেন সেটাই দেখাবো। উইন্ডোজ 10 ডিফল্ড ভাবেই এই ফিচার পেয়েছে যেটা উল্লেখযোগ্য ভাবে নীল আলো প্রতিরোধ করতে পারে। ফলে আপনার থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করা লাগবে না। তবে আপনি যদি উইন্ডোজের পুরাতন কোনো ভার্সন ইউজ করেন তাহলে ‘Blue Light Protector’ নামক সফটওয়্যার ইউজ করতে পারেন।
কম্পিউটার থেকে অন্যান্য ডিভাইসে( Internet Share) ইন্টারনেট শেয়ার করুন খুব সহজে
- প্রথমে উইন্ডোজ মেনুতে ক্লিক করে সেটিংস সিলেক্ট করুণ।
- সেটিংস হোম পেজ থেকে সিস্টেম সিলেক্ট করুণ।
- সিস্টেম সেটিংস থেকে ডিসপ্লে সিলেক্ট করুণ।
- ডিসপ্লে সেটিংস এর মধ্যে ‘Night Light’ নামে একটি অপশন পাবেন এটা অন করে দিন।
- তাছাড়া আপনি ‘Night Light’ সেটিংস থেকে নীল আলোর লেভেল কন্ট্রোল করতে পারেন।
নীল আলো ফিল্টারের জন্য কয়েকটি থার্ড পার্টি সফটওয়্যার:
নীল আলোর ফিল্টার ইউজ করলে নীল বাদেও অন্য সব কালার পরিবর্তন হয় কেন?
ওয়েল, যাদের কালার সম্পর্কে ভালো ধারনা আছে তারা নিশ্চয় জানেন সব কালার লাল, নীল এবং সবুজ এই তিনটি মৌলিক কালারের মিশ্রণের ম্যাধ্যমে তৈরী হয়। এই তিনটি কালারের সম্পূর্ণ রুপে মিশ্রণের মাধ্যমেই সাদা কালার তৈরী হয়। আর আপনি যদি সাদা কালার থেকে নীল কালার সম্পূর্ণ রুপে সরিয়ে নেন তাহলে এটা হলুদ বর্ণ ধারণ করে।
বিনোদনের (Entertainment Web) জন্য দেখে নিন কিছু ওয়েব সাইট।
অনুরুপ ভাবে নীল কালার সরিয়ে নিলে সব কালারই পরিবর্তন হয়। তাই স্বাভাবিক ভাবেই নীল আলোর ফিল্টার ইউজ করলে অর্থাৎ নীল আলো কমিয়ে দিলে সব কালার পরিবর্তন হয়। সো, আপনার কম্পিউটারের স্কিনে নীল আলো দেখা যায় না মানে স্কিনে নীল আলো নেই সেটা কিন্তু মোটেও নয়। আশা করি বুঝে গেছেন।
Md Nazmul Islam
Amar Internet Connection Send Kora Sikha Dorker
Ahasun ahamed Suage
Post akta ache mine hoy