শুধু কম দাম দেখেই ডোমেইন কিনবেন না। ডোমেইন হলো আপনার ব্যবসায়ের পরিচয়। তাই কম দাম পেলেন আর হুট করে এই সেই কোম্পানি থেকে একটা ডোমেইন কিনে ফেললেন এই ধরনের ভুল করবেন না। ডোমেইন কেনার আগে কি কি বিষয় আপনাকে খ্যেয়াল রাখতে হবে একটু শর্ট কাটে দেখে নিই আসুনঃ
1. কখনোই নিজের ডোমেইন অন্য কাউকে দিয়ে রেজিস্ট্রেশন করাবেন না। অবশ্যই নিজের নামে একাউন্ট খুলে নিজেই নিজের ডোমেইন রেজিস্ট্রেশন করুন।
2. Top level tld ডোমেইন কেনার চেষ্টা করুন যেমন .COM, .Net, .ORG, .Info এই ধরনের এক্সটেনশন দিয়ে ডোমেইন কিনবেন।
3. Domain কেনার সময় অবশ্যই আপনার ব্যবসায়ের নামের সাথে মিল রেখে একটু রিসার্চ করে ডোমেইন কিনবেন।
4. বিশ্বস্ত কোম্পানি থেকে ডোমেইন কিনবেন যেন আপনি ফুল কন্ট্রোল পান। আপনি যে কোম্পানি থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করেন এই কন্ট্রোল তারা দেয় কিনা তা যাচাই করে নিবেন অবশ্যই।
5. চেষ্টা করবেন ডোমেইন এর সাথে Whois protection বা ID protection নেওয়ার। এতে হয়তো আপনার অল্প কিছু টাকা বেশী খরচ হবে কিন্তু আপনার প্রাইভেট ইনফরমেশন গুলো সিকিউর থাকবে।
6. যে কোম্পানি থেকে ডোমেইন কিনছেন সেখানে আপনি সহজেই পেমেন্ট করে রিনিউ করতে পারবেন কিনা তা দেখে নিন।
7. ডোমেইন কেনার সময় রিনিউ ফি দেখে নিবেন। কিছু কিছু কোম্পানি কম দামে ডোমেইন রেজিস্ট্রেশন করতে দেয় কিন্তু রিনিউ এর সময় অনেক টাকা আপনার কাছে থেকে চার্জ করতে পারে। তাই দমেই কেনার আগেই দেখে নিবেন ডোমেইন এর রিনিউ চার্জ কত।
আশা করছি আর্টিকেলটি পড়ে ভালো লেগেছে এবং এটি আপনাদের কে সহায়তা করবে ডোমেইন কেনার ক্ষেত্রে
**আরো পড়ুন**
ভিডিও এডিটিং (Video Editing) কেন শিখবেন?
Jowel Das Provas
apnar pora morsho jukto post er jonno onek onek dhonnobad, ei post pore oneeki upokrito hoben.
Tawhid
আপনার মূল্যবান পোস্ট টি পড়ে অনেক কিছু জানতে পারলাম ।
Mohammad
onek valo post korechen. post ti oneker kaje asbe