
টুইটার একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। তবে ফেসবুকে ফ্যান ফলোয়ার বাড়ানো সহজ বলে সেদিকেই বর্তমান প্রজন্মের ঝোক বেশি। মাইক্রোব্লগিং সাইটগুলোর মধ্যে অবশ্য টুইটার অন্যতম। তবে এটি চালানোর ক্ষেত্রে কিছু ঝামেলা পোহাতে হয়। জানা না থাকলে জেনে নিন।
টুইটারের ফলোয়ার বৃদ্ধি করতে চাইলে প্রথম ধাপ হলো ভাল ইউজার নাম ঠিক করা। কেননা ইউজার নাম সার্চ করে অনেক ফলোয়ার প্রোফাইলে আসে। ধরুণ আপনি অ্যাপলের ভক্ত। তাই ইউজার নাম দিলেন ‘@Dathroy1230‘| এমন নাম দিলে টুইটার ব্যবহারকারীরা আইডিটি ফেইক মনে করবে। ফলে ফলোয়ার বাড়ানোর সুযোগ কম থাকবে। তাই নামের প্রথম কিংবা শেষ অংশ ইউজার নাম হিসেবে ব্যবহার করা উচিত। যেন ইউজার নাম দেখে বোঝা যায় এটি কোনো ব্যক্তির টুইটার একাউন্ট।
ফলোয়ার বাড়াতে: টুইটারে ফলোয়ার বাড়াতে চাইলে ফেসবুক বন্ধু বা পেইজে টুইটার আইডির ইউজার নেইম শেয়ার করতে পারেন। সেইসঙ্গে টুইটারের নিয়িমিত টুইট করতে হবে। কেউ যদি ম্যাসেজ বা কোনো প্রশ্ন করে তবে সেটির উত্তর যতটা দ্রুত সম্ভব দিতে হবে। এতে টুইটার এক্টিভিটি বাড়বে। ফলে ফলোয়ার বাড়বে।
হেডার পরিবর্তন: হেডার পরিবর্তনের জন্য প্রথমেই টুইটার অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর ‘চেঞ্জ ইওর হেডার ফটো’ ক্লিক করতে হবে। আপলোড ইওর ফটো থেকে ‘ওপেন’-এ ক্লিক করে আপনার পছন্দের ছবি সিলেক্ট করুন। শেষে ‘অ্যাপ্লাইয়ে’ ক্লিক করুন।
ফলো করা
টুইটার একাউন্টকে জনপ্রিয়তা করে তুলতে হলে অন্য টুইটার ব্যবহারকারীকে ফলো করতে হবে। এ ছাড়া তাদের টুইট মাঝে মাঝে রিটুইট করতে হবে। অনেক ব্যবহারকারীকে ফলো করলে তারা আপনাকে ফলো করতে পারে। এতে ফিরতি ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তাই ফলোয়ার বৃদ্ধি করতে হলে যত বেশি সম্ভব টুইটার ব্যবহারকারীকে ফলো করা উচিত যেমন : DIPU ROY

ছোট লিংক ব্যবহার: টুইটারে আগে ১৪০ ক্যারেক্টারের মধ্যেই সব তথ্য প্রকাশ করতে হতো। কিন্তু বর্তমানে তা বৃদ্ধি করা হয়েছে। তবে ওয়েবসাইটের লিংক বড় হলে তা শেয়ারের পর দেখতে খারাপ দেখায়। তাই এ ঝামেলা এড়ানোর জন্য লিংকগুলো ছোট করা যায়। আর এজন্য রয়েছে লিংক ছোট করার ওয়েবসাইট।
SD Dipu Roy
Visitor Rating: 5 Stars
Joyita Jitu
Thank you for writing a imformative post
Miraj Selim
Vai,thanks you for your post.
Shakil Adnan
tnx for idia
Dipu Roy
Tnx to all
Freelancer Sabbir
Awesome post
Freelancer Sabbir
very nice post
Freelancer Sabbir
tai naki