জীবনপাতা কি?
জীবনপাতা বাংলা ভাষার মানুষদের জন্য একটা সামাজিক সাইট। https://www.jibonpata.com/ এছাড়াও জীবনপাতার ব্লগ এবং মার্কেট জীবন পাতাকে করে তুলেছে একটি ভিন্ন ধারার সোস্যাল সাইট। অক্টোবর ২৬, ২০১৭ থেকে সাইটটি পরীক্ষামূলক শুরু হয়। ১৮ সেপ্টেম্বর ২০১৮ থেকে আনুষ্ঠানিকভাবে জীবনপাতার যাত্রা শুরু করে। জীবন পাতার ফাউন্ডার মুহাম্মাদ রকিবুল ইসলাম। তিনি ২০১৪ থেকে বাংলাদেশি একটি সোস্যাল সাইটের স্বপ্ন দেখতে শুরু করেন। ২০১৫ আগস্টে জীবনপাতা.কম ডোমেইনটি ক্রয় করেন। পরীক্ষামূলক শুরুর মাত্র ১ মাসের মধ্যে জীবন পাতার মেম্বার সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যায়। এটা ছিল অভাবনীয়। বর্তমানে জীবনপাতায় প্রায় ৫০০০০+ মেম্বার রয়েছে। জীবনপাতা একটি সোস্যাল সাইট হলেও এটার মূল লক্ষ্য মেম্বারদের অনলাইন ইনকামের একটা প্লাটফর্ম বানানো।
কিভাবে জীবনপাতা থেকে আয় করবো?
বর্তমানে জীবনপাতায় চার রকম ইনকাম চালু আছে।
১. জয়েনিং বোনাস। একাউন্ট করে প্রফালইল কমপ্লিট করে একটা টেক্সট স্ট্যাটাস দিলে এক ডলার পাওয়া যাবে।
২. রেফারাল বোনাস।https://www.jibonpata.com/register?ref=dipuroy একজন মেম্বার যখন তার রেফারেল লিংকের মাধ্যমে অন্য কোন মেম্বারকে জীবনপাতায় ইনভাইট করবে। রেফারকৃত মেম্বার যখন এক ডলার আয় করবে তখন রেফারার মেম্বার ১০ সেন্ট বোনাস পাবে। এই বোনাস বিকাশ বা পেপালে উত্তোলন করা যাবে।
৩. টপ মেম্বার বোনাস। একটা মূলত একটা কনটেস্ট। কনটেস্ট বিজয়ীরা পুরষ্কার পাবে। কনটেস্ট পেজে বিস্তারিত জানা যাবে।
৪. টার্গেট বোনাস। নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার অর্জন করার মাধ্যমে এই বোনাস পাওয়া যাবে।
৫. টপ রেফারার বোনাস
৬. একটিভিটি বোনাস: লাইক কমেন্ট করে পয়েন্টের মাধ্যমে বোনাস ডলার পাওয়া যাবে তবে এই ডলার উত্তোলন করা যাবেনা এটা দিয়ে শুধু বিজ্ঞাপন করা যাবে।
কিভাবে পয়েন্ট পাবো?
পয়েন্ট পাওয়ার অনেক উপায় আছে। যেমন-
- প্রতি লাইকে বা রিয়েকশনে ৫ পয়েন্ট
- প্রতি কমেন্টে ৫ পয়েন্ট
- প্রতিটি আর্টিকেল রাইটিং এ ৫ পয়েন্ট
- পোস্ট করলে, শেয়ার করলে, ছবি বা ভিডিও আপলোড করলে ৫ পয়েন্ট ।
এক দিনে সর্বোচ্চ ২০০ পয়েন্ট পাওয়া যায়। তবে বিশেষ বিশেষ দিনে এই লিমিট বাড়ানো হয়। এমনকি লাইক কমেন্টের পয়েন্ট বাড়ানো হয়।
১০০০ পয়েন্টে ১ ডলার পাওয়া যায়।
https://www.jibonpata.com/setting/my_points
পয়েন্টে থেকে প্রাপ্ত ডলার দিয়ে আপনি আপনার সাইট, প্রডাক্ট বা ইউটিউব চ্যানেল বুস্ট করতে পারবেন।
পয়েন্ট থেকে প্রাপ্ত ডলার সরাসরি উইথড্র করা যায়না। এটা শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য। তবে মাঝে মাঝেই সুযোগ দেওয়া হয় এই ডলার কে শপিং ব্যালেন্সে কনভার্ট করে জীবনপাতা শপে ট্রান্সফার করার। প্রতি ডলার ৮০ টাকা হিসেবে জীবনপাতা শপ ট্রান্সফার হয়ে গেলে আপনার পছন্দ প্রডাক্ট কিন্তে পারবেন।
পয়েন্ট কিভাবে ক্যাশ করবো?
পয়েন্ট অটোমেটিক্যালি ক্যাশ হয়ে ওয়ালেটে জমা হয়। Wallet দেখতে এখানে ক্লিক করুন অথবা নিচের লিংকে যান।https://www.jibonpata.com/wallet
Wallet ও যে ডলার জমা হয় সেটা ক্যাশ করা যায় না। এই ডলার দিয়ে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। আপনার প্রডাক্টের সেল বাড়াতে পারবেন, আপনার ইউটিউব ভিডিওর ভিউ, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, আপনার ওয়েব সাইটের ভিউ বাড়িয়ে এডসেন্স থেকে বেশি বেশি ইনকাম করতে পারবেন।
SD Dipu Roy
Visitor Rating: 5 Stars
Miraj Selim
Thanks for your post.
Shakil Adnan
tnx vi
Dipu Roy
Thanks everyone
Freelancer Sabbir
wow
Freelancer Sabbir
sundor post
Khan Shihab
good
Khan Shihab
Great
Freelancer Sabbir
good
Jowel Das Provas
এটি আসলেই অসাধারন একটি সাইট, আমি জীবন পাতার টপ মেম্বার (Chittagong) আমার সত্যি এ সাইটি খুব
ভালো লেগেছে, আশা করি সবার ভালো লাগবে।
Rakibul Hafiz
Visitor Rating: 5 Stars
Md. Apun Babo
Visitor Rating: 5 Stars
Anonymous
Visitor Rating: 3 Stars