সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন।আজ আমি বাংলাদেশী এমন কিছু এপস নিয়ে কথা বলবো,যেগুলি আপনার দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলবে।আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলি এপসই বাংলাদেশী।প্রথমেই বলে রাখি যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের জন্য এপসগুলি তেমন নাও কাজে লাগতে পারে।আর যদি আপনি ঢাকার ভেতরে হয়ে থাকেন এপসগুলি আপনার মোবাইলে অবশ্যই রাখা উচিত বলে আমি মনে করি।সবগুলি এপসই আপনার ট্রাই করে দেখা উচিৎ।
১) পাঠাওঃ
জ্যামের নগরী হচ্ছে ঢাকা।জ্যাম থেকে বাঁচার জন্য এবং আপনার গন্তব্য স্থানে দ্রুত পৌছাতে এই এপসটি জীবনকে আরো সহজ করে তুলবে।এছাড়া এই এপসে আরো একটি সুবিধা রয়েছে তাহলো ফুড ডেলভারী সুবিধা।ঘরে বসেই আপনার পছন্দের হোটেলের খাবার অর্ডার করতে পারবেন।
২) সেবা এক্স ওয়াই জেটঃ
এটিও একটি অসাধারন বাংলাদেশী এপ।ঘরের বাথরুম পরিষ্কার থেকে কাজের বুয়া,ইলেকট্রিশিয়ান,গাড়ি ভাড়া সবই করতে পারবেন এই এপ দিয়ে।ঘরে বসেই নিতে পারবেন সকল সুবিধা।
৩) ডিজিটাল মানুষঃ
এটি একটি অসাধারন এপ।এটি দিয়ে আপনি আপনার এলাকার সকল প্রয়োজনীয় সার্ভিসিং দোকানের মোবাইল নাম্বার খুঁজে পাবেন।যেমনঃ ইলেকট্রিশিয়ান।ফোন করলেই তারা বাসায় হাজির হয়ে যাবে।(শুধুমাত্র ঢাকা শহরের এলাকা)
৪) চালডালঃ
এটিও একটি অসাধারন এপ।এটি দিয়ে আপনি ঘরে বসেই মাছ,মাংস,সবজি বাজার করতে পারবেন।তারা ফ্রি হোম ডেলিভারী দেয়।অর্থাৎ ঘরে বসেই আপনি আপনার বাজার সেরে ফেলতে পারছেন।এই এপসে অনেক সময় নানারকম অফারও পাওয়া যায়।
এদের বিকল্প হিসেবে রয়েছে আরো অনেক Apps সেসব নিয়ে পরে কথা হবে ইংশাআল্লাহ।
Kibria
Helpful post
Tawhid
Thanks for Your Comment.
Jowel Das Provas
Jugo uopjogi post eti. Asolei apps gulo onek kajer. Digital bisshe eguloi amader egiye nibe. Post er jonno thanks
Tawhid
Apnar emon sundor motamoter jonno osongkho dhonnobad vai..
Tawhid
Visitor Rating: 5 Stars
Md Jibon
কিন্ত গ্রামে সব সার্ভিস পাওয়া যাবে না। সারাদেশে চালু করার ব্যবস্থা করা উচিত।