যদি বলা হয়, জিমেইলে সংযুক্তি হিসেবে একটি ই-মেইলে অন্য এক বা একাধিক ই-মেইল জুড়ে দেওয়া যাবে, তাহলে বেশ খটকা লাগতে পারে। কারণ, ই-মেইলে সাধারণত নানা ধরনের ফাইল বা ডকুমেন্ট জুড়ে দেওয়া যায়, পুরো ই-মেইল তো নয়। কিন্তু জিমেইলে এখন তা সম্ভব।
ইনবক্সে আসা একটি ই-মেইল অন্য একজনকে পাঠাতে সাধারণত ‘ফরওয়ার্ড’ করতে হয়। তবে এই কাজ প্রতিটি ই-মেইল বার্তার ক্ষেত্রে আলাদাভাবে করতে হয়। জিমেইলের নতুন এই সুবিধার মাধ্যমে এক বা একাধিক ই-মেইল, এমনকি সম্পূর্ণ ‘কনভারসেশন’ নতুন একটি ই-মেইলে পাঠানো যাবে। এক ব্লগ পোস্টে গুগল বিষয়টি সম্পর্কে জানিয়েছে।
কাজটি করতে প্রথমে নতুন একটি ই-মেইল চালু করতে হবে। তারপর এক বা একাধিক ই-মেইল নির্বাচন করে তা সরাসরি নতুন ই-মেইলে টেনে এনে যুক্ত করতে হবে। এভাবে যুক্ত করা ই-মেইলগুলো ‘ডট ইএমএল’ ফাইল ফরম্যাট হিসেবে যুক্ত হবে। প্রাপক একটি পূর্ণাঙ্গ ই-মেইল হিসেবেই তা দেখতে পারবেন। সুবিধাটি এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে ছাড়ছে জিমেইল।
SD Dipu Roy
Visitor Rating: 5 Stars