সবচেয়ে প্রথম ওয়েবসাইটটি হলোঃ PointerPointer.com
আপনাকে Google-এ সার্চ করতে হবে PointerPointer.com লিখে — তো এটাকে Open করুন। তো আপনি এখানে দেখতে পারছেন লিখা আছে Finding Pointer. তো এখন আমার Mouse-এর যে Point আছে, সেটাকে এই ওয়েবসাইট Find করবে। এখন আমি এটাকে এখানে ঐখানে Move করছি। আপনি এখন দেখেন আমি আমার Mouse Pointer-কে এক জায়গায় থামিয়ে রাখি। তো দেখুন এক Photo আমাদের সামনে আসে। আর সেই Photo আমার Mouse Pointer-এর দিকে ইশারা করছে।
তো আপনি দেখুন এখানে আমি Pointer-কে অন্য জায়গায় নিয়ে যাই। এখানে আরেকটি Photo আসে, আর সেটিও আপনার Pointer-এর দিকে মানে Mouse Pointer-এর দিকে ইশারা করছে। আপনি আপনার Computer Screen-এ Mouse Pointer-কে যেই জায়গায় নিয়ে যাবেন– তো তখন এমনই একটি Picture চলে আসবে। এই Website-কে যিনি তৈরি করেছেন, এমন কি ধরণের Programming করেছে– এটি বলা Possible নয়। কিন্তু যেই ব্যক্তি এই ওয়েবসাইট বানিয়েছে, সে অনেক আশ্চর্যজনক একটি ওয়েবসাইট বানিয়েছে।
দ্বিতীয় Website-টি zoomquilt.org
এটাকে Open করি। তো আপনি এখানে দেখবেন এক Photo Open হয়ে যায়। আর এই Photo-তে Zoom হওয়া শুরু হয়ে যায়। তো আপনারা দেখতেই পারছেন, Photo-টিকে শুধু Zoom করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আর এই Photo Infinite পর্যন্ত Zoom হতেই থাকে। যতক্ষন আপনি এই Photo-কে দেখতেই থাকবেন, ততক্ষন এই Photo Zoom হতেই থাকবে। তো আপনারা দেখতেই পারছেন, বরাবর Zoom হতেই যাচ্ছে। আমার মনে হয়না, এমন কোন Photo তৈরি হয়েছে– যার ভিতর আপনারা এতো Zoom করে দেখতে পারবেন।
তৃতীয় Website-টি হলোঃ essaytyper.com
তো এটিকে আমি Open করে ফেলি। তো নাম শুনেই বুঝতে পারছে এখানে কিছু Type করতে হবে। আর আপনি এখানে অনেক সহজে টাইপ করতে পারবেন। শুধু আপনাকে এই খানে একটি Topic Choose করতে হবে। আর এইখানে টাইপ করতে হবে। আপনি Suppose এইখানে Google, YouTube, Earth, Student — যেকোন Topic-কে আপনি এইখানে টাইপ করে দেন। যেমনটা আমি এখানে Earth-কে টাইপ করে দিলাম। এইখানে Earth টাইপ করে আপনাকে এইখানে OK করে দিতে হবে। আর এইখানে আপনি দেখুন, একটি Text Page Open হয়ে যায়।
আর আপনাকে শুধু এইখানে Typing করা শুরু করে দিতে হবে। তো দেখুন আমি শুধু এইখানে Keyboard-এর Button গুলো টিপছি, আর এইখানে লিখা শুরু হয়ে যেতে থাকে। আর আপনাদের মনে হবে যে, আমি সত্যিই সত্যিই এইখানে Proper ভাবে Typing করছি। কিন্তু এমনটা নয়। আপনি এইখানে যেকোন KeyPress করলেই আর Page-টিতে এমনিভাবে লিখা চলতেই থাকবে। এইখানে কোন Error আসে না। আর আপনি এইখানে কিছু Option দেখতে পাবেন। এইসব Artificial Option, এইখানের কোন Option কাজ করে না।
চতুর্থ Website-টি হলোঃ zefrank.com
তো যখন আপনি Google-এ সার্চ করবেন, তখন আপনি একটি String Spin Option দেখবেন। আপনাকে এটিতে Click করতে হবে। তো আপনি দেখতে পারছেন Left Side-এ একটু Bright Space আছে। আপনাকে এইখানে Drawing করতে হবে। আর যেমন তেমন Drawing নয়, 3D Drawing. আর কীভাবে করতে পারবেন দেখুন। তো এইখানে আপনাকে যেকোন কিছু Drawing করে দিতে হবে। তো চলুন আমি এইখানে কিছু আঁকি। তো এইখানে নিচে একটি Option দেখতে পাবেন। Click Here To Spin Your Strings. এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। আর আপনি দেখবেন এইখানে Drawing হওয়া শুরু হয়ে গেছে। আপনি এইখানে যা Picture বানাবেন সেটার 3D Drawing হয়ে যাবে।
সর্বশেষ Website-টি হলোঃ thefacesoffacebook.com
তো এটিকে আমি Open করে ফেলি। তো দেখুন এইখানে যখনই Open হয়, তখনই এইখানে কিছু Counting শুরু হয়ে যায়। আর সেটির ব্যাপারে আপনাদের এখনি বলছি। তো সামনে আপনি Screen-এ দেখতে পারছেন, এইখানে অনেকগুলো Dot Dot দেখতে পাবেন। এই Dot Dot গুলো কি?? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছে না, আসলে এটি কি?? — তো এইখানে আপনাদের আরেকটু বলে দেয়। এইখানে দেখতে পাবেন একটি I Button আছে। এইখানে ক্লিক করুন।
আর এইখানে আপনি দেখতে পাবেন, এখানে লিখা আছে– ১২৭ কোটি ৮৮ লাখ ৪২ হাজার ৩৬৩ Facebook Profile Picture In A Single Page. এর মানে হলো — এই যে আপনাদের সামনে যে Page-টি দেখতে পারছেন, এই Page-টিতে ১২৭ কোটিরও বেশি Facebook Profile Picture রয়েছে। যা আমরা Facebook-এর প্রোফাইল-এ পিকচার লাগায়। ঐ সকল Picture এইখানে আছে শুধু একটি Page-এ। এইখানে Cross করে দেই। তো চলুন আপনারা এইখানে দেখতে পারছেন অনেক Dot Dot আছে। শুধু আপনাকে এইখানে Mouse দিয়ে Click করতে হবে।
তো দেখুন আমি ক্লিক করছি। তো যখনি আমি ক্লিক করি, তখন আপনি এইখানে Facebook-এর Profile Picture গুলো দেখানো শুরু হয়ে যায়। তো এইখানে আপনি দুখুন অনেকগুলো Profile Picture রয়েছে। আপনি এইখানে Mouse Drag করেও দেখতে পারবেন। শুধু এক পেইজে ১২৭ কোটিরও বেশি Profile Picture. আপনি এই খানে দেখতে পাবেন, Counting আসছে। এর মানে প্রতি সেকেন্ডে কতগুলো Facebook Account Create হচ্ছে।
**আরো পড়ুন**
সিপিএ মার্কেটিং করে স্মার্ট ক্যারিয়ার গড়ুন
Freelancer Sabbir
very helpfull post for everyone .i like this a lot
Rifat
Kube vlo akta post
Jowel Das Provas
thanks a lot for your nice & so so informative post, aro beshi beshi post chai, waiting for your new post
Tomas Roy
nice vy
Tawhid
অনেক কিছু জানতে পারলাম। ভালো লাগলো ।
Rifat
Onek VL akta post
Al-amin sarker
নতুন কিছু জানতে পারলাম, পড়ে ভাল লাগলো।
Mohammad
website gulo asolei onnorokom