প্রযুক্তির এই দুনিয়ায় আপনি ঘরে বসেই নিতে পারেন কিছু স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং। চাই শুধু আগ্রহ, একটি স্মার্টফোন বা পিসি এবং ইন্টারনেট কানেকশন।
ঘরে বসেই ই-লার্নিং এর দুনিয়ায় বিশ্বের যেকোন প্রান্ত থেকে নেয়া যাচ্ছে বিশ্বমানের ট্রেনিং, সাথে অফিসিয়াল সার্টিফিকেট তো থাকছেই। গুগল, এমাইটি, হার্ভার্ড এর প্রতিষ্ঠান দিচ্ছে কিছু টেক ট্রেনিং সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে আর দেরী কেন? শুরু হোক এখনই!
এমন পাঁচটি কোর্স সম্পর্কে আজকে আপনাদের বলবো, যা ঘরে বসেই আপনার স্কিল ডেভেলপমেন্ট এ খুবই সাহায্য করবে।
1|Useful Excel for Beginners
আমরা সবাই মাইক্রোসফট এক্সেল এর সাথে কমবেশি পরিচিত। ডেস্কটপ ভার্সনের সাথে মোবাইল ভার্সন এই সফটওয়্যারটির ব্যবহারকে বহুগুন বাড়িয়ে তুলেছে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এক্সেল স্প্রেডশীডে প্রতি বক্সে ডেটা এন্ট্রি করারজন্য বায়াররা $0.2-$0.5 পর্যন্ত পেমেন্ট দিয়ে থাকে। চাই শুধু এক্সেল ব্যবহারে দক্ষ হওয়া। বিগিনারদের কথা মাথায় রেখে Udemy প্রদান করছে এক্সেল এর উপর সম্পূর্ণ কোর্স একেবারেই বিনামূল্যে, সাথে সার্টিফিকেট তো থাকছেই।
কোর্স অপারেটরঃ Udemy
ডিউরেশনঃ ১০ ঘন্টা
নিজস্ব ফিডব্যাকঃ ৮.৫/১০
কোর্স লিংকঃ Useful Excel for Beginners
2|Fundamentals of Digital Marketing
গুগল সরাসরি এ কোর্সটি অপারেট করে থাকে। ডিজিটাল মার্কেটিং এখন আমাদের কাছে খুবই জনপ্রিয় একটি কনসেপ্ট। নিজের কোন বিজনেস দাঁড় করানো অথবা অন্যের বিজনেস সাপোর্ট দেয়ার জন্য ডিজিটাল মার্কেটিং এর কন্সেন্ট থাকাটা খুবই প্রয়োজনীয়। গুগল আপনাকে শিখাবে কিভাবে ডিজিটাল মার্কেটপ্লেসে প্রবেশ করতে হয় এবং টিকে থাকা যায়। তাও আবার ছোট ছোট ভিডিও টিউটোরিয়াল আকারে!! টিউটোরিয়াল শেষে কুইজের সঠিক উত্তর দিয়ে নিয়ে নিতে পারেন আপনার অফিসিয়াল কোর্স সার্টিফিকেট, তাও সম্পূর্ণ বিনামূল্যে!!
তাহলে দেরী কেন?
আজই শুরু করে দিন।
কোর্স অপারেটরঃ Google
ডিউরেশনঃ ৪ সপ্তাহ
নিজস্ব ফিডব্যাকঃ ৯/১০
কোর্স লিংকঃ Fundamentals of Digital Marketing
3|SEO Training Course by Moz
ডিজিটাল মার্কেটিংয়ের এই যুগে ওয়েব ডেবেলোপারদের পাশাপাশি অনলাইন পণ্য বিক্রেতাদের জন্যও আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে Search Engine Optimization বা SEO। ক্রেতাদের জন্য সার্চ ইঞ্জিনে সবার উপরে ওয়েবসাইট বা পণ্যের বিস্তারিত তথ্য প্রদর্শন থেকে শুরু করে পণ্য বিক্রি হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে SEO। কোর্সটিতে SEO এর কৌশল গুলো অনেক সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে৷
কোর্স অপারেটরঃ Udemy
ডিউরেশনঃ ৩.৫ ঘন্টা
নিজস্ব ফিডব্যাকঃ ৯/১০
কোর্স লিংকঃ SEO Training Course by Moz
4| CS50: Introduction to Computer Science | Harvard University
মনিটরের সামনে বসে দূর্ভেদ্য সব সার্ভার হ্যাক করার স্বপ্ন কে না দেখে? এই স্বপ্ন পূরনের পথটা দেখিয়ে দিতে প্রস্তুত হার্ভার্ড ইউনিভার্সিটি এবং তা সম্পূর্ণ বিনামূল্যে। ব্যাসিক কম্পিউটার সায়েন্স এর পাশাপাশি থাকছে প্রোগ্রামিং সম্পর্কিত জ্ঞান। যা আপনাকে ক্যারিয়ার ডেভলপমেন্টে সাহায্য করবে। আর কোর্স শেষে আপনি মাত্র $90 ব্যায়ে নিতে পারবেন আপনার কোর্স সার্টিফিকেট।
কোর্স অপারেটরঃ Harvard edu, edX
ডিউরেশনঃ ১১ সপ্তাহ
নিজস্ব ফিডব্যাকঃ ১০/১০
কোর্স লিংকঃ CS50: Introduction to Computer Science | Harvard University
5|Mobile Application Experiences
একটু ভাবুন তো আপনার তৈরী করা গেমস বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলা হচ্ছে অথবা আপনার তৈরী করা এপ দিয়ে বিভিন্ন হিসেব নিকেশ করছে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান! জ্বি এটা সম্ভব। শুধু সঠিক ট্র্যাকটি চিনে নেয়া ।আর সে কাজটিই করছে এম আই টি। ঠিকই শুনেছেন , এম আই টি! তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। আর কোর্স শেষে মাত্র $49 ব্যায়ে নিয়ে নিতে পারবেন আপনার সার্টিফিকেট।
কোর্স অপারেটরঃ edX
ডিউরেশনঃ ১০ সপ্তাহ
নিজস্ব ফিডব্যাকঃ ১০/১০
কোর্স লিংকঃ Mobile Application Experiences
তো আর দেরী না করে এখনই শুরু করে দিন আপনার স্কিল ডেভলপম্যান্ট।
Tawhid
Visitor Rating: 4 Stars
Tawhid
Onek Kichu janar chilo..khub valo laglo ..
Hasan Tahsin
ধন্যবাদ
Kibria
Helpful post
Hasan Tahsin
ধন্যবাদ
Jowel Das Provas
Onek totho bohul post eti. Ekhon gruho bondi somoye ei course gulo kore fela jabe. Thanks