
সবাইকে অনলাইন এ ইনকাম জগতের সবচাইতে বিসশস্থ সাইট ইনকাম টিউনস এ স্বাগতম। ‘গুগল এনালিটিক্স’ ধারাবাহিকের ২য় পর্বে যাওয়ার আগেই বলে নেই, ট্যাগ কি? ট্যাগ হল একটা ছোট্ট কোড, যেটি ওয়েব সাইট টেমপ্লেটের সোর্স কোডে ইনসার্ট করতে হয়।
এটি এনালিটিক্স টুল কে সাইটের সার্ভারের সাথে সংযুক্ত করে ইউজার সম্পর্কিত বিভিন্ন ডেটা এনালিটিক্স এ রিপোর্ট আকারে প্রকাশ করে। এই পর্বে আমরা দেখব কিভাবে ওয়েব সাইটে এনালিটিক্স ট্যাগ সংযুক্ত করতে হয়।
গুগল এনলিটিক্স ট্যাগ সংযুক্ত করতে নিম্নবর্ণিত ধাপগুলি অনুসরণ করুন:
১। আপনার গুগল এনালিটিক্স একাউন্ট এ লগ ইন করুন।
২। এনালিটিক্সের ড্যাশবোর্ড এর বামে পাশে নিছে রেঞ্চ আইকন সম্বলিত এডমিন এ ক্লিক করুন।
৩। প্রপার্টি কলামের আন্ডারে ট্রাকিং ইনফো তে ক্লিক করুন।
৪। প্রপার্টি হতে ট্রাকিং ইনফো > ট্রাকিং কোড ক্লিক করুন।
৫। আপনার সাইটের এনালিটিক্স ট্যাগ প্রদর্শিত হবে যেটি কে গ্লোবাল সাইট ট্যাগ ও বলা হয়।
৬। এই ট্যাগ টি আপনার ওয়েব সাইট এর <head> ট্যাগ এর পর পরেই ইনসার্ট করুন।
ব্যাস, হয়ে গেল আপনার সাইটের গুগল এনালিটিক্স সেট আপ। এই ট্যাগ সংযুক্ত করার সাথে সাথে এটি আপনার ওয়েব সাইটের ইউজারের প্রত্যেকটি পেইজ ভিজিটের সংরক্ষণ করে বিভিন্ন তথ্য উপস্থাপন করবে যেমন,
– ইউজার কত সময় আপনার সাইটে ব্যয় করেছে।
– পেইজসমুহে কিভাবে ভিজিট করেছে, কোন পেইজে গিয়ে ইউজার চলে যাচ্ছে।
– ইউজার এর জিওগ্রাফিক লোকেশান।
– ইউজার এর ব্রাউজার এবং অপারেটিং সিস্টেম।
– স্ক্রিন সাইজ ইত্যাদি।
পরবর্তী পর্বে আমরা এনালিটিক্স এর বিভিন্ন রিপোর্টিং মেট্রিক্স সম্পর্কে ধারনা লাভ করব। সে পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল।
Mohammad bashir uddin
Thanks to publisher and it’s will learn us more thing as a what is work for tag and other.
Rifat
very helpfull post for everyone .i like this a lot
Tomas Roy
nics
Tumpa Das
shikkhonio article. Many many thanks for writing this type of learning article. Waiting to see the next article
Al-amin sarker
গুরুত্বপূর্ণ বিষয় অনেক কিছু জানতে পারলাম
।