Exness ব্রোকারে আপনার একাউন্টের আইবি বা এজেন্ট চেঞ্জ করা একদম সহজ। নিচের ধাপ গুলো অনুসরন করে সহজেই আপনার একাউন্টের আইবি চেঞ্জ করে উপভোগ করতে পারেন মাসিক রিবেট, ফ্রী ইডুকেশন, গিফ্ট বা দেশ বিদেশের ট্যুর।
- প্রথমেই আপনাকে লাইভ সাপোর্টে গিয়ে বলতে হবে, ”আমার একাউন্টের আইবি চেঞ্জ করতে চাই”। লাইভ সাপোর্টে যেতে www.exness.com এখানে ক্লিক করুন। এরপর নিচের ছবিতে দেখুন ডান পাশে কোনার দিকে যে গোল লাইভ সাপোর্টের অপশন টা আছে সেটা তে ক্লিক করুন।
- এর নিচের ছবিতে দেখুন এখানে ক্লিক করলে লাইভ সাপোর্টের অপশন আসবে। আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, কোন ভাষায় চ্যাট করতে চান (বাংলায় করতে পারবেন) সেটা দিয়ে Message এর ঘরে লিখবেন ”আমার একাউন্টের আইবি চেঞ্জ করতে চাই” অথবা ” I want to change my account IB/agent”
- তারা আপনার একাউন্ট নাম্বার চাইবে এবং ফোন পাসওয়ার্ড চাইবে। এ দুটো দিবেন। ভয়ের কিছু নাই। কারন ফোন পাসওয়ার্ড শুধুমাত্র লাইভ সাপোর্টের জন্যই। এটা নিয়ে কেউ আপনার একাউন্টের ক্ষতি করতে পারবে না। যদি ফোন পাসওয়ার্ড ভুলে যান তাহলে তাদের বললেই তারা সাথে সাথে আপনার মোবাইলে পাসওয়ার্ড পাঠিয়ে দেবে।
- সব ঠিক থাকলে তারা আপনাকে নিচের পদ্ধতি গুলো অনুসরন করতে বলবে।
অনুগ্রহ করে নিচের ধাপ গুলো অনুসরন করুন:
- Personal area তে login করুন : https://www.exness.com/member
- এরপর এই লিংক টায় ক্লিক করুন : ……………………………………….. ( এরকম দেখতে www.exness.com/member/task/ebwxrbddfubywrgmd একটা লিংক দেবে। এটা না, আপনার লিংক আলাদা হবে।)
- আপনার ফর্মে নতুন এজেন্ট এর ইমেইল অথবা পার্টনার একাউন্ট লিখে এরপর ডিটেইলসে কিছু লিখে কনফার্মে ক্লিক করুন। (Agent এর ঘরে লিখবেন https://www.exness.com/a/mhaeki3l এবং ডিটেইলস এর ঘরে লিখবেন bdforexschool.com ) – কমেন্টের ঘরে কিছু লিখতে পারেন আবার নাও পারেন কোন সমস্যা নাই।
- Request confirm করার পরে ব্রাউজার টি বদলিয়ে নিন মানে আপনি যদি Google Crome ব্রাউজারে এতক্ষন কাজ করে থাকেন তাহলে এখন Mozilla বা Internet Explorer ব্রাউজারে এ যান অথবা আপনার বর্তমান ব্রাউজারের cache and cookies মুছে ফেলুন।
- এরপর আপনার Personal Area তে লগিন করুন এখান থেকে https://www.exness.com/member এবং একটি নতুন ট্রেডিং একাউন্ট খুলুন। আপনার পুরাতন একাউন্ট গুলো কখনো নতুন আইবিতে আসবেনা। তবে নতুন যতো একাউন্ট খুলবেন সবগুলো নতুন আইবি তে আসবে।
টোটাল কাজটা করবেন লাইভ চ্যাটে অনলাইনে থেকে। তাহলে সাথে সাথে কাজ করে দেবে। কোন প্রয়োজনে আমাদের সাথে স্কাইপে যোগাযোগ করেত পারবেন। Skype: BDForexSchool
Jowel Das Provas
Exness er account er bapare onek kichu janar ache. Aro post chai. Eta pore valo laglo. Keep it up bro
Kibria
Helpful post
Tawhid
esob amar kache notun notun lagche..