শুধু মাত্র ফ্রিল্যান্সার ডট কমে কাজ করলে তাদেরকে ফ্রি ল্যান্সার ডাকা হবে এই ধরনের কোন আইন বা ল , ফেডারেল ল তে ও নাই – বাংলাদেশ ল তেও নাই।
মার্কেটপ্লেস ওয়েবসাইট থেকে বা এফিলিয়েট মার্কেটিং করে যারা বা রেফারেল করে বা ইকমার্স প্রোডক্টি কেনা বেচা করে যারাই ইন্টারনেট থেকে বৈধ উপায়ে ডলার বা কারেন্সী উপার্জন করে এবং নিজেকে স্বাধীন ভাবে নিয়ন্ত্রন করে তাদেরকে ফ্রি ল্রান্সার বলে। ফ্রি ল্যান্সার মানে এই না যে শুধু নামে চলে বা চলবে। আউটসোর্সিং ফ্রি ল্যান্সার মানে হইতাছে যে ওয়েবসাইট বা মার্কেটপ্লেস থেকে আপনি স্বাধীন ভাবে উপার্জন করবেন। ফ্রি ল্যান্সার ডট কম থেকে কাজ করলে ই ফ্রি ল্যান্সার বলবেন আর বাকি গুলোকে আপনি অন্য ল্যান্সার বলবেন সেটা ঠিক না। আউটসোর্সিং ফ্রি ল্যান্সার বলতে এমন সকল ওয়েবসাইটকে বোঝানো হয় যেখানে আপনি ডলার/কারেন্সী উপার্জন করতে পারবেন। যেমন আমি এসইও ক্লার্কে উপার্জন করি সো আমি এসইক্লার্কের ফ্রি ল্যান্সার। আপনি যদি ফিভারে কাজ করে থাকেন তাহলে আপনি ফিভার ডট কমের ফ্রি ল্যান্সার। আর আপনি যদি ফ্রি ল্যান্সার ডট কমে কাজ করেন তাহলি আপনি ফ্রি ল্যান্সার ডট কমের ফ্রি ল্যান্সার বা আউটসোর্সিং ওয়ার্কার।
বিশ্বাস না হলে আপনি নীচের ইমেজ গুলো দেখে আপনার এসইওক্লার্ক একাউন্ট থাকলে আপনি চেক করে দেখতে পারেন। ফ্রি ল্যান্সার সারা বিশ্বে একটা পেশার নাম। আমার ধারনা বাঙালী রাজত্বে (ভারতীয় বাংলা রাজ্য গুলো সহ) মিনিমাম ২ কোটি ফ্রি ল্যান্সার আছে যারা স্বাধীন বা মুক্ত পেশার সাথে জড়িত।
শুধু মাত্র ফ্রিল্যান্সার ডট কমে কাজ করলে তাদেরকে ফ্রি ল্যান্সার ডাকা হবে এই ধরনের কোন আইন বা ল , ফেডারেল ল তে ও নাই – বাংলাদেশ ল তেও নাই।
আপনি স্বাধীন ভাবে এবং মুক্ত ভাবে যাই করবেন তাকেই স্বাধীন পেশা বা ফ্রিল্যান্সার বলা হবে। যেমন যারা নাটক সিনেমা করে তারাও ফ্রিল্যান্সার কারন তারা তাদের খেয়াল খুশী মতো অভিনয় করে আবার মনে চাইলে অভিনয় নাও করতে পারে। পুরোটাই তাদের মেজাজ মর্জির উপরে আর এটাই ফ্রি ল্যান্সার পেশার মূল কথা। আবার যারা ছবি তোলে ক্যামেরাম্যান বা ফটোশ্যুটার বা ফটোগ্রাফার তারাও স্বাধীন পেশার সাথে জড়িত। আমার মনে চাইলে আমি করবো- আমার মনে না চাইলে আমি করবো না। মাথার উপরে বস বলে কেউ যেনো না থাকে সেটাই মুক্ত পেশার মুক্ত কথা।
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Jowel Das Provas
যেমন যারা নাটক সিনেমা করে তারাও ফ্রিল্যান্সার কারন তারা তাদের খেয়াল খুশী মতো অভিনয় করে আবার মনে চাইলে অভিনয় নাও করতে পারে.. এই টা awesome ছিল…।
Dipu Roy
valo laglo
Freelancer Sabbir
thank you very much
evaakter yasmin
onk valo laglo post ta
Joyita Jitu
ভালো লাগলো। বাংলাদেশিরা এখনো ফ্রিল্যান্সার শব্দটার মূল্য দিতে শেখে নি