চীনজুড়ে ছড়িয়ে পড়া রহস্যময় করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে। কয়েকদিন ধরে নতুন এ ভাইরাস সারা বিশ্বের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত ডিসেম্বরে প্রথম শনাক্ত হওয়ার পর এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত অনেক জনের মৃত্যু হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে সচেতনতার বিকল্প নেই।
বর্তমানে চীনসহ সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। শুধু আতঙ্ক ছড়িয়ে ক্ষান্ত না হয়ে মহামারি আকার ধারণ করেছে এই ভাইরাসটি। ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ৪ শতাধিক ব্যক্তি মারা গেছেন। আক্রান্ত হয়ে চীনে চিকিৎসা নিচ্ছেন ২০ হাজারের অধিক মানুষ। এমনটি তথ্য জানাচ্ছে বিশ্ব গণমাধ্যম। চীনে ছড়ানো এই নোভেল করোনা ভাইরাসটি এক ধরণের সংক্রামক ভাইরাস যার আরেক নাম ২০১৯ এনসিওভি। সাধারণত এটি কোন প্রাণীর শরীর থেকে এসেছে বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা এমন মত দিয়েছেন। এই ভাইরাসটি ছোঁয়াছে, আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দ্রুত ছড়িয়ে পড়ছে বিধায় কিছু পরামর্শ মেনে চলতে বলছেন চিকিৎসকরা।
ভাইরাসটা কী?
চীনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, করোনাভাইরাসের কারণে সেখানে অসুস্থতা বা মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।করোনাভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস – যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায় নি।ভাইরাসটির আরেক নাম ২০১৯-এনসিওভি। এটি এক ধরণের করোনাভাইরাস। করোনাভাইরাসের অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র ছয়টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। তবে নতুন ধরণের ভাইরাসের কারণে সেই সংখ্যা এখন থেকে হবে সাতটি।
কিভাবে ছড়ায়?
- মূলত বাতাসের Air Droplet এর মাধ্যমে।
- হাঁচি ও কাশির ফলে।
- আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে।
- ভাইরাস আছে এমন কোন কিছু স্পর্শ করে হাত না ধুয়ে মুখে নাকে বা চোখে লাগালে।
- পয়নিস্কাশন ব্যবস্থার মাধ্যমেও ছড়াতে পারে।
লক্ষণঃ
- সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা, গলাব্যথা।
- মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া।
- শিশু, বৃদ্ধ ও কম রোগ-প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস।
প্রতিরোধে করনীয়ঃ
এখনো এই ভাইরাসের ভ্যাকসিন আবিস্কার না হওয়ায় বিস্তার রোধে প্রতিরোধের উপায়।
- মাঝে মাঝে সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া।
- হাত না ধুয়ে মুখ,চোখ ও নাক স্পর্শ না করা।
- হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ডেকে রাখা।
- ঠান্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা।
- বন্য জন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা।
- মাংশ ডিম খুব ভালোভাবে রান্না করা।
- মুখে মাস্ক ব্যবহার করা যেতে পারে।
- প্রচুর ফলের রস ও পানি পান করা।
- হাঁচি কাশি দেওয়ার পর, রোগীর শুশ্রুষা করার পর, টয়লেট করার পর, পশুপাখি কিংবা পশুপাখির মল স্পর্শ করার পর এবং খাবার খাওয়া ও খাবার প্রস্তুত করার আগে ও পর পরিস্কার করে হাত ধুতে হবে।
SD Dipu Roy
Visitor Rating: 5 Stars
Miraj Selim
Thanks for your post.
Miraj Selim
Vai onek upokar holo…
Freelancer Sabbir
Help post
Freelancer Sabbir
ইনকাম টিউনস থেকে আয় করার পদ্ধতি
অনলাইনে আয় করার নির্ভরযোগ্য একটি একটি ওয়েবসাইটের নাম হচ্ছে ইনকাম টিউনস
নিচের লিংক থেকে জয়েন করুন:https://www.incometunes.com/re……..gister?mref=free
Khan Shihab
Good post
Khan Shihab
great post
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars