আস্সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ রয়েছেন।করোনা অফার 100% ফ্রি প্রিমিয়াম ওয়েব ডেভেলপমন্টে কোর্স। বর্তমানে আমরা সবাই করোনা ভাইরাসের কারণে ঘরে বন্ধি হয়ে আছি। আর এই সময়টা কাটানো অনেক কষ্টকর। কারণ সারাদিন ঘরে বসে থাকা মোটেই ভালো লাগার না।
তাই যাতে আপনাদের সময়টা ভালো ভাবে কাটে সেজন্যই আজকে আমার এই পোষ্টটি। আশা করি মনোযোগ সহকারে পোষ্টটি পড়বেন। তাহলে একটু হলেও উপকৃত হতে পারবেন। চলেন আর কথা না বাড়িয়ে আসল কথায় চলে যাই।
আমরা অনেকেই আছি যারা অনেক দিন ধরেই ওয়েব ডেভেলপমেন্ট শিখার কথা ভাবতেছি অথবা ভালো ভাবে শিখতে চাচ্ছি কিন্তু সময় হয়ে উঠছে না। তাই তাদের জন্য এই সময়টি হচ্ছে একটি ভালো সময়। কারণ এই সময়ে করোনা ভাইরাসের কারণে আমাদের কোন কাজ কর্ম নেই। তাই সহজেই সময় কাটানোর পাশাপাশি আপনার স্কিলকে আরো ভালো করতে পারবেন। আসলে যারা জাভাস্ক্রিপ্ট শিখতে চাচ্ছেন কারণ জাভাস্ক্রিপ্ট হলো বর্তমানে একটি হট টেকনোলজি।
এই প্রোগ্রামিং এর বাংলাতে সম্পূর্ণ কোন কোর্স না থাকায় আমরা অনেকেই তা শিখতে পারছিনা। কিন্তু বাংলায় একটি প্রিমিয়াম কোর্স রয়েছে। যা কিনা stack learner নামে একটি ইউটিউব চ্যানেলের, আমার দেখা বাংলাদেশের ওয়েব ডেভেলপমেন্ট এর সেরা ইউটিউব চ্যানেল। তারা এই সময়টার কথা চিন্তা করে তাদের প্রিমিয়াম কোর্স গুলো এক মাসের জন্য ফ্রি দিচ্ছে। তাদের কোর্স গুলো হলো জাভাস্ক্রিপ্ট, নোডজেএস, রিয়েক্ট।
তাদের অফিসিয়াল ওয়েব সাইট হলো https://www.courses.stackschool.co। এবার আশা যাক কিভাবে কোর্স গুলো ইনরোল করতে পারবো।
এই কোর্সা গুলো ফ্রিতে করতে হলে তাদের ফেসবুক পেইজ stack learner এ একটি মেসেজ করতে হবে যা হলো covid-19। এই মেসেজটি করলে তারা আপনকে একটি গুগল ফর্ম দিবে যাতে আপনি আপনার সকল ইনফরমেশন দিবেন।
কিন্তু এর আগে তাদের ওয়েব সাইটে একটি একাউন্ট করবেন। এবং গুগল ফর্মে সেই ইমেইল এড্রেসটি দিবেন। এবং 24 ঘন্টার ভিতরে আপনার কোর্সটি পেয়ে যাবেন। কোর্সগুলো এপ্রিল পর্যন্ত ফ্রি থাকবে এরপর আর ফ্রি থাকবেনা।
Tawhid
Visitor Rating: 3 Stars
Tawhid
অনেক ভালো আয়োজন।
abdus salam
ভালো