আপনি যদি ওয়েবসাইট ডিজাইন শিখতে চান তাহলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। আপনাকে নিয়মিত বাসায় চর্চা করতে হবে এবং সঠিকভাবে ধৈর্য ধরে নিয়মিত শিখে যেতে হবে। একটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য নিচের ৫টি বিষয়ের উপর অবশ্যই আপনার জ্ঞান থাকতে হবে ।
১) এইচটিএমএল (HTML) – একটি ওয়েবসাইট এর জন্য প্রথমে মার্কআপ তৈরি করতে হয় । প্রথমেই আপনাকে এইচটিএমএল শিখতে হবে ওয়েবসাইট এর মার্কআপ তৈরি করার জন্য । আপনি যদি আমাদের কোর্স গুলো শিখেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনি এইচটিএমএল এর মাধ্যমে যে কোন ওয়েবসাইট এর মার্কআপ ডিজাইন করতে পারবেন ।
২) সিএসএস (CSS) – সিএসএস এর মাধ্যমে একটি ওয়েবসাইটকে স্টাইল করা হয় । একটি ওয়েবসাইট এর কালার , ফন্ট ইত্যাদি সেট করতে হবে সিএসএস এর মাধ্যমে । এইচটিএমএল এবং সিএসএস যদি আপনি শিখে ফেলেন তাহলে আপনি খুব সহজেই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন ।
৩) জাভাস্ক্রিপ্ট (JavaScript) অথবা জেকুয়েরি (jQuery) – আপনারা যখন ওয়েবসাইটে ভিসিট করেন হয়তো দেখেছেন বিভিন্ন স্লাইডার যুক্ত করা থাকে এবং অনেক ধরনের অ্যানিমেশন থাকে যেমন লেখা বাম দিক থেকে , উপর থেকে , নিচ থেকে বিভিন্ন ভাবে আমাদের সামনে চলে আসে । এই কাজগুলো করা হয় জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে । জাভাস্ক্রিপ্ট একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটি শিখতে যথেষ্ট সময় লাগবে । আপনি যদি দ্রুত শিখতে চান তাহলে জাভাস্ক্রিপ্ট এর পরিবর্তে আপনি জেকুয়েরি শিখতে পারেন । জেকুয়েরি হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর একটি লাইব্রেরি । অসংখ্য জেকুয়েরি প্লাগিন রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে স্লাইডার, অ্যানিমেশন ইত্যাদি ফিচার যুক্ত করতে পারবেন ।
৪) বুটস্ট্রাপ (Bootstrap) – রেস্পন্সিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য বুটস্ট্রাপ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সিএসএস ফ্রেমওয়ার্ক । আপনি যদি বুটস্ট্রাপ শিখেন তাহলে খুব অল্প সময়ের মাঝে আপনি একটি রেস্পন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন ।
৫) পিএসডি টু এইচটিএমএল কনভার্সন (PSD TO HTML) – অনলাইন মার্কেটপ্লেসে পিএসডি টু এইচটিএমএল কনভার্সন এর কাজের প্রচুর চাহিদা রয়েছে । পিএসডি ডিজাইন করা ওয়েব ডিজাইনার এর কাজ না এই কাজটি করে থাকে গ্রাফিক্স ডিজাইনার । ক্লাইন্ট আপনাকে একটি পিএসডি ফাইল দিবে এবং সেই ফাইল এর ডিজাইন দেখে আপনাকে কোডিং করে ঠিক পিএসডি এর মতো একটি ওয়েবসাইট তৈরি করতে হবে ।
Dipu Roy
good post
Dipu Roy
next chai
Shakil Adnan
onek vlo hoyce..aro kichu jante chi
Jowel Das Provas
This is a very nice post, Is there any training on web design in Chittagong? Thanks a lot for your post
evaakter yasmin
very nice post
Me Arman
Super post