এখন টিকটকের মত ফিচার আসতে পারে ইউটিউবে
টিকটক এপ্লিকেশন কি ? কিভাবে টিক টক ব্যবহার করবেন (TikTok app guide)
সোশ্যাল মিডিয়ার এই যুগে টিকটক কে না চেনে? আপনি যদি কখনো টিকটক ব্যবহার না-ও করে থাকেন, যদি কখনো টিকটক অ্যাপটি ডাউনলোডও না করে থাকেন তারপরও হয়ত আপনি টিকটকের ভিডিও দেখেছেন- ফেসবুকে, এমনকি ইউটিউবেও। এর কারণ হচ্ছে টিকটকের আকাশচুম্বী জনপ্রিয়তা।
Google এর Secret কিছু গেমস । চলুন জেনে নিই
২০১৬ সালে চীনে টিকটকের মুল অ্যাপ লঞ্চ করা হয়। এরপর ২০১৮’তে বিশ্বের সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় টিকটক। এরমধ্যে একে আরেকটি অ্যাপ মিউজিক্যালির সাথে একত্রিত করা হয়েছে।
Free Online Converter:কনভার্ট করুন সফটওয়্যার ছাড়াই!
প্রতিবছর টিকটকের জনপ্রিয়তা আগের থেকে বেড়েছে। এমনকি মূল ধারার অ্যাপস্টোর গুলোতে ডাউনলোডের দিক দিয়ে এটি অনেক হাইপ্রোফাইল অ্যাপকেও ছাড়িয়ে গিয়েছে।
ফেসবুক লাইভে নতুন ফিচার যা আপনার ডেটা ও সময় বাঁচাবে
প্রযুক্তিবিশ্বে যেটা সবসময়ই ঘটে থাকে, জনপ্রিয় কোন অ্যাপ বা সার্ভিসের ফিচার দ্রুতই অন্যরাও অফার করতে শুরু করে। ঠিক তেমনি টিকটকের এই জনপ্রিয়তা দেখে গুগলের ইউটিউবও টিকটক এর মত একটি ফিচার চালু করতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
টিকটকে যেমন ৩ থেকে ৬০ সেকেন্ডের ভিডিও লুপ করে প্লে করা হয়, তেমনি ইউটিউবেও ছোট ছোট ভিডিও তৈরি করার ফিচার আসবে। যেগুলো আলাদা ফিডে দেখানো হবে। এ সবগুলোই ইউটিউব এর মূল অ্যাপে দেখানো হবে।
ইউটিউবের এই শর্টকাটগুলো অবশ্যই আপনার কাজে লাগবে।
এই ফিচারটির নাম হবে ‘শর্টস’ যা গুগলের বিশাল লাইসেন্সড মিউজিক ভান্ডার ব্যবহার করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
টিকটক অনেক ভিডিও নির্মাতাকে ইউটিউব বা ফেসবুক থেকে নিজেদের প্ল্যাটফর্মে টেনে নিয়েছে। এখন দেখা যাক গুগল আবার ইউটিউব শর্টস এর মাধ্যমে টিকটক থেকে তাদের ব্যবহারকারী ফিরিয়ে আনতে পারে কিনা।
Md Jibon
Ebar to tahole manush youtube keu pochiye felbe
Ahasun ahamed Suage
Hoteo pare
Tawhid
Youtube Tiktok er moto na howai valo.
Rifat
বুঝতে পারছি ভাই
Md Nazmul Islam
Tahole akhon theke sobai tiktok a video upload dibe